এই মুহূর্তে




কাবুলে ফের দূতাবাস চালু করছে দিল্লি, আফগান বিদেশ মন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে জয়শঙ্কর

নিজস্ব প্রতিনিধিঃ আফগানিস্তানের রাজধানী কাবুলে বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে পাক বিমান হামলায় নিহত হয়েছেন বিদ্রোহী গোষ্ঠী তেহরিক-ই-তালিবানের (TTP) প্রধান নূর ওয়ালি মেহসুদ এবং সহকারি প্রধান কারি সাই ফুল্লাহ মেহসুদ। শুক্রবার এই দাবি করেছে পাক সংবাদমাধ্যম ‘পাকিস্তান অবসার্ভার।’ এই ঘটনার একদিন পরেই অর্থাৎ আজ শুক্রবার (১০ অক্টোবর) আফগানিস্তানের বিদেশ মন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে দেখা করলেন ভারতের বিদেশমন্ত্রী S.জয়শঙ্কর। এটি ২০২১ সালের অগস্টে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর দেশটির সঙ্গে ভারতের প্রথম বৈঠক। এদিন বৈঠকে পাকিস্তানকে কটাক্ষ করে জয়শঙ্কর বলেছেন, ভারত-আফগানিস্তানের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং স্বাধীনতার প্রতি ‘সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ’।

শুক্রবার নয়াদিল্লিতে বিদেশমন্ত্রী (EAM) এস জয়শঙ্কর আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। উল্লেখযোগ্যভাবে, এটি দুই দেশের মধ্যে প্রথম কূটনৈতিক বৈঠক। বৈঠককালে, বিদেশ মন্ত্রী জয়শঙ্কর, ভারতের কারিগরি মিশনকে কাবুলে ভারতের দূতাবাসের মর্যাদায় উন্নীত করার ঘোষণা দিয়েছেন। বিদেশমন্ত্রী আফগান বিদেশমন্ত্রীকে জানিয়েছেন, ‘দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ভারতের গভীর আগ্রহ রয়েছে। আমরা আপনাকে এবং আপনার প্রতিনিধিদলকে ভারতে স্বাগত জানাই। এই সফর আমাদের সম্পর্ককে এগিয়ে নেওয়ার একটি পদক্ষেপ। পহেলগাঁও হামলা এবং ভূমিকম্পের সময় আমরা একে অপরের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছিলাম। দৃষ্টিভঙ্গি পরিবর্তন এবং স্বার্থ ভাগাভাগি করার ক্ষেত্রে ব্যক্তিগতভাবে সাক্ষাতের বিশেষ মূল্য রয়েছে। একটি ঘনিষ্ঠ প্রতিবেশী এবং আফগান জনগণের শুভাকাঙ্ক্ষী হিসেবে, আপনার উন্নয়ন ও অগ্রগতিতে ভারতের গভীর আগ্রহ রয়েছে”।

 

এরপর পাকিস্তানকে কটাক্ষ করে জয়শঙ্কর জানিয়েছেন যে, ভারত এবং আফগানিস্তান উভয়ই আন্তঃবর্মা সন্ত্রাসবাদের সমস্যার মুখোমুখি। আমাদের উন্নয়ন এবং সমৃদ্ধির জন্য একটি সাধারণ প্রতিশ্রুতি রয়েছে। সন্ত্রাসবাদের সকল রূপ এবং প্রকাশের বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের প্রচেষ্টা সমন্বয় করতে হবে।” এরপর জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও বৈসরণে অতর্কিত সন্ত্রাসী হামলার পর ভারতকে সমর্থন করার জন্য জয়শঙ্কর আফগানিস্তানের প্রশংসা করে বলেন যে, “পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর ভারতের নিরাপত্তা উদ্বেগের প্রতি আপনার সংবেদনশীলতার আমরা প্রশংসা করি। ভারত আফগান জনগণের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং স্বাধীনতার প্রতি সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।”

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘দো ফুল এক মালি’, দুই স্ত্রীকে নিয়ে করবা চৌথ পালন করে চমকে দিলেন আগ্রার বাসিন্দা

আলিগড়ের ব্যবসায়ী খুনের অভিযোগ, গ্রেফতার অখিল ভারত হিন্দু মহাসভার সদস্য পূজা শকুন পান্ডে

দীর্ঘ দু’বছর পর প্রথম মৃত্যুভয় ও বোমা-ড্রোনের শব্দ ছাড়া কাটল গাজাবাসীর প্রথম রাত

বিহারের ভাইরাল গার্লকে রাশিয়ান ভেবে ধোঁকা খাচ্ছে সকলে! জেনে নিন পরিচয়

রক্তাক্ত পাকিস্তান, পুলিশের গুলিতে নিহত ১১

বন্ধ করা হল অখিলেশ যাদবের ফেসবুক অ্যাকাউন্ট, সমাজবাদী পার্টির নিশানায় বিজেপি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ