এই মুহূর্তে




বন্যায় ভেসেছে ঘর, লাটাগুড়ি জঙ্গলে মহাকালকে সাক্ষী রেখে বিয়ে আদিবাসী যুবক-যুবতীর

নিজস্ব প্রতিনিধি, লাটাগুড়ি : বন্যায় ভেসে গিয়েছে ঘর বাড়ি। নিজস্ব বলতে আর কিছুই নেই। জঙ্গলই এখন ঠিকানা। সেই জঙ্গলেই নতুন জীবন শুরু করলেন এক দম্পতি। সেখানেই বসল বিয়ের আসর। মহাকালকে সাক্ষী রেখে লাটাগুড়ি জঙ্গলে বিয়ে করলেন এক আদিবাসী যুবক যুবতী। বন্যা তাঁদের বিয়েকে ভেস্তে দিতে পারেনি।

জানা গিয়েছে, লাটাগুড়ি জঙ্গলেই বসেছিল বিয়ের আসর। গত সপ্তাহের শেষের দিকে শুরু হয়েছিল বৃষ্টি কয়েকদিনের টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছিল উত্তরবঙ্গ। নাগরাকাটা ও মিরিক সব থেকে বিধ্বস্ত হয়েছে। পাশাপাশি ছোট ছোট গ্রামগুলো ধসে গিয়েছে। সরকারি হিসেবে মৃত্যুর সংখ্যা ২৪। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এই অবস্থায় নিজেদের নতুন জীবন শুরু করলেন আদিবাসী যুবক-যুবতী। লাটাগুড়ির জঙ্গলে মহাকালকে সাক্ষী রেখে চার হাত এক হয়েছে।

মহাকালের কাছে আবেদন, দ্রুত নেমে যাক বন্যার জল। নিজেদের ঘরে যেন তাঁরা ফিরতে পারেন। নতুন জীবন আরো সুন্দর করে শুরু করতে পারেন। জঙ্গলেই এখন বসবাস করছেন অনেকেই। সেই জঙ্গলে মানুষ আর বন্যপ্রাণীর সহাবস্থান চলছে। সকলে চরম বিপদের মুখে রয়েছে। রাতের অন্ধকারে হাতি বা কোনও বন্যপশু যেন হামলা না করে সেই জন্য কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। মহাকালের কাছেও প্রার্থনা জানানো হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ তাঁদের জীবনের নতুন আনন্দটুরু কাড়তে পারেনি, সেটাই প্রমাণ করলেন এই যুবক-যুবতী। নিজেদের নির্ধারিত বিয়ের দিনেই গাঁটছড়া বাঁধলেন তাঁরা। ভগবানকে সাক্ষী রেখেই নতুন করে পথচলা শুরু করেছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগে উত্তেজনা ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে, তুমুল বিক্ষোভ গ্রামবাসীদের

দলের নেতাদের দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলে তৃণমূল নেতা পেলেন খুনের হুমকি !

বারাসতে কালী পুজো নিষিদ্ধ, গ্রামের মানুষকে পুজো দেখতে যেতে হয় কয়েক কিলোমিটার দূরে

রাজ্যে ধর্ষণের ঘটনায় উত্তরপ্রদেশের ধাঁচে ‘এনকাউন্টার’ চান শুভেন্দু অধিকারী

সোনামুখীর ‘মা-ই-তো কালী’ পুজোর সঙ্গে জড়িয়ে বর্গী দস্যু ভাস্কর পণ্ডিতের নাম, জানুন ইতিহাস

কালীপুজোর আগে বাগনানে জবাব ফুলের গাছে দোয়া প্রকার আক্রমণ, চিন্তায় ফুল চাষিরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ