এই মুহূর্তে




চিতার পাশেই মেয়ের শেষ জন্মদিন পালন বাবার, ছত্তিশগড়ে বাঙালি পরিবারের ভয়াবহ পরিণতি, নিহত ৫

নিজস্ব প্রতিনিধি: মেয়ে বলত, জন্মদিনে সবসময় বাবার পাশে বসে কেক কাটব, কিন্তু মেয়ের শেষ জন্মদিন যে এভাবে শ্মশানে তাঁর চিতার পাশে বসে পালন করতে হবে, তা দুঃস্বপ্নেও ভাবতে পারেননি কলকাতার বাসিন্দা ইন্দ্রজিৎ ভট্টাচার্য। ছত্তীশগড়ের শ্মশানে মেয়ের সঙ্গে স্ত্রীকেও দাহ করলেন তিনি। শ্মশানে বসেই মেয়ের ১০ বছরের জন্মদিন পালন করলেন ইন্দ্রজিৎ ভট্টাচার্য। কিন্তু কেন এই আনন্দের দিনটি দুঃস্বপ্নে পরিণত হল কলকাতার ইন্দ্রজিতের? কী হয়েছিল?

সূত্রের খবর, সম্প্রতি গাড়ি নিয়ে ছত্তিশগড়ে বেড়াতে গিয়েছিলেন ইন্দ্রজিৎ বাবুর পরিবার। কিন্তু গত ৫ অক্টোবর ছত্তিশগড়ের ছিলপি ভ্যালরি কাছে কাওয়ারধা-জবলপুর এক্সপ্রেসওয়ে তে একটি দুর্ঘটনার সম্মুখীন হয় তাঁদের গাড়ি। একটি লরির সঙ্গে তাঁদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। গাড়িতে ছিলেন ইন্দ্রজিৎ বাবুর স্ত্রী এবং ছোট মেয়ে আদৃতি-সহ ৬ জন। কিন্তু দুর্ঘটনায় গাড়িতে থাকা ৫ জন মারা যান। আদৃতির দিদি গুরুতর আহত হয়ে বেঁচে যান৷ দুর্ঘটনার সময় ইন্দ্রজিৎবাবু কলকাতায় ছিলেন৷ খবর পেয়েই তিনি ছত্তিশগড়ের হাসপাতালে পৌঁছন৷ গত ৭ অক্টোবর হাসপাতালে স্ত্রী এবং মেয়ের দেহ শনাক্ত করার পর তাদের দেহ শ্মশানে নিয়ে যান তিনি৷

দুর্ভাগ্যজন পরিস্থিতিতে ইন্দ্রজিৎবাবুকে দেখে স্থানীয় বাসিন্দারাই এগিয়ে আসেন৷ ইন্দ্রজিৎবাবু তাঁদের জানান, দুর্ঘটনার দিন তাঁর ছোট মেয়ের জন্মদিন ছিল৷ তা শুনে স্থানীয় বাসিন্দারাই আদৃতির স্মরণে কেক, বেলুন, ফুল নিয়ে আসেন শ্মশানে৷ শেষ বারের মতো মেয়ের পাশে বসে তাঁর জন্মদিন পালন করলেন ইন্দ্রজিৎবাবু৷ কেক কেটে হ্যাপি বার্থডে গান গেয়ে মেয়ের জন্মদিন পালন করেন তিনি৷ এর পরই মেয়ে এবং স্ত্রীকে দাহ করেন ইন্দ্রজিৎবাবু৷ এখন বড় মেয়েকে সুস্থ করাই তাঁর একমাত্র লক্ষ্য। ইন্দ্রজিৎবাবু র মেয়ের চিতার সামনে জন্মদিনের এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ বাবা-মেয়ের এই করুট্র ভিডিও দেখে চোখের কোণ ভিজেছে নেটমহলের।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দীপাবলিতে বাম্পার সুযোগ, ক্ষুদ্র বিনিয়োগে বড় লাভ, কয়েক হাজার দিয়েই শুরু করুন এই ব্যবসা

মালদায় সিভিক ভলান্টিয়ারের দাদাগিরি, টোটো চালকের অভিযোগ থানায়

অনন্তনাগে ২ বাঙালি জওয়ানের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

মেট্রোয় গোলযোগ, দক্ষিণেশ্বর থেকে গিরিশপার্ক পর্যন্ত ব্যহত পরিষেবা

বিদ্যাসাগর সেতু একটানা ৯ ঘন্টা বন্ধ শনি ও রবিবার, মেরামতির জন্য

ভেসেছে ঘর, সদ্যোজাতকে নিয়ে নার্সিংহোমেই প্রসূতি, চাঁদা তুলে মেটানো হল বিল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ