এই মুহূর্তে




বিপাকে অনিল আম্বানি, অর্থপাচার মামলায় গ্রেফতার রিলায়েন্স পাওয়ারের শীর্ষ কর্তা

নিজস্ব প্রতিনিধি: আর্থিক দুর্নীতির অভিযোগে  ইডির হাতে গ্রেফতার শিল্পপতি অনিল আম্বানির সহযোগী তথা রিলায়েন্স পাওয়ারের কর্তা অশোককুমার পাল। শনিবার ১৭,০০০ কোটি টাকার ব্যাংক ঋণ জালিয়াতির সঙ্গে যুক্ত অর্থ পাচারের অভিযোগে  তাঁকে  গ্রেফতার করা হয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) মানি লন্ডারিং প্রতিরোধ আইন (পিএমএলএ) এর বিধান অনুসারে পালকে হেফাজতে নিয়েছে। 

রিলায়েন্সের ওয়েবসাইট অনুসারে, অশোককুমার পাল একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং ২৫ বছরেরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন এবং সাত বছরেরও বেশি সময় ধরে রিলায়েন্স পাওয়ারে একজন প্রধান আর্থিক কর্মকর্তা হিসেবে কাজ করছেন। আর্থিক দুর্নীতির মামলাটি রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার (আর ইনফ্রা) সহ তার একাধিক গ্রুপ কোম্পানি দ্বারা ১৭,০০০ কোটি টাকারও বেশি আর্থিক অনিয়ম এবং সম্মিলিত ঋণ "ডাইভারশন" সম্পর্কিত। প্রথম অভিযোগটি হল ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে অনিল আম্বানির গ্রুপ কোম্পানিগুলিকে ইয়েস ব্যাংক কর্তৃক প্রদত্ত প্রায় ৩,০০০ কোটি টাকার "অবৈধ" ঋণের ডাইভারশন। দ্বিতীয় অভিযোগে রিলায়েন্স কমিউনিকেশনসের দ্বারা সংঘটিত ১৪,০০০ কোটি টাকারও বেশি জালিয়াতির অভিযোগ রয়েছে।
তদন্তে দুর্বলতা বা  যাচাই না করা আর্থিক উৎসের কোম্পানিগুলিকে ঋণ দেওয়া, সাধারণ পরিচালক এবং ঠিকানা ব্যবহার, প্রয়োজনীয় নথিপত্রের অভাব, ছদ্মবেশী প্রতিষ্ঠানগুলিতে তহবিল পাঠানোর ঘটনাও অভিযোগে উঠে এসেছে। সূত্রের খবর, প্রাথমিক তদন্তে দেখা  গিয়েছে যে, কিছু ঋণ আবেদন করার দিনেই অনুমোদন  দেওয়া হয়েছিল, বাকিগুলি 'অনুমোদনের' আগেই স্থানান্তরিত হয়েছিল।   এর পরে, তদন্ত সংস্থাটি  চলতি বছরের জুলাই মাসে ব্যাংক ঋণ জালিয়াতির সঙ্গে সম্পর্কিত অর্থ পাচার মামলার অংশ হিসাবে অভিযান শুরু করে, পাশাপাশি কিছু কোম্পানির কোটি কোটি টাকা আর্থিক অনিয়মের একাধিক অভিযোগও রয়েছে।   সূত্র জানিয়েছে, এই মামলায় প্রথম ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল আগস্ট মাসে। ওয়ার্ল্ড   ট্রেডলিংক প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পার্থ সারথি বিশ্বালকে ৬৮.২ কোটি টাকার জাল গ্যারান্টি জমা দেওয়ার জন্য গ্রেফতার করা হয়।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কোটি কোটি টাকার ব্যাংক জালিয়াতির মামলায় অনিল আম্বানি গ্রুপের বিরুদ্ধে তদন্ত করছে। গত কয়েকদিনে, তদন্ত সংস্থাটি অনিল আম্বানিকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে এবং রিলায়েন্স হাউজিং ফাইন্যান্স, রিলায়েন্স কমিউনিকেশনস এবং রিলায়েন্স কমার্শিয়াল ফাইন্যান্সকে ঋণ দেওয়ার সময় পরিচালিত ডিউ ডিলিজেন্স পদ্ধতি সম্পর্কে ১২ থেকে ১৩টি ব্যাংকের কাছ থেকে বিশদ বিবরণ জানতে চেয়েছে। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আলিগড়ের ব্যবসায়ী খুনের অভিযোগ, গ্রেফতার অখিল ভারত হিন্দু মহাসভার সদস্য পূজা শকুন পান্ডে

বিহারের ভাইরাল গার্লকে রাশিয়ান ভেবে ধোঁকা খাচ্ছে সকলে! জেনে নিন পরিচয়

বন্ধ করা হল অখিলেশ যাদবের ফেসবুক অ্যাকাউন্ট, সমাজবাদী পার্টির নিশানায় বিজেপি

জাল সমন ও ডিজিটাল গ্রেফতারির মাধ্যমে ১০০ কোটির প্রতারণা, গুজরাতে গ্রেফতার ৪

ফিরছেন তবে কফিনবন্দী হয়ে, অনন্তনাগে জঙ্গিদমনে গিয়ে মৃত বাংলার ২ জওয়ান

পাকিস্তানি ‘সুন্দরী’র ফাঁদে পড়ে সেনার গোপন তথ্য পাচার! রাজস্থানে গ্রেফতার ‘গুপ্তচর’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ