এই মুহূর্তে




খাস কলকাতায় প্রতিবন্ধী মহিলাকে ধর্ষণ, নাদিয়ালে গ্রেফতার অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি : খাস কলকাতায় ধর্ষণের শিকার প্রতিবন্ধী মহিলা। অভিযোগ পেয়েই তড়িঘড়ি তদন্তে নামে পুলিশ। রাত পার হতে না হতেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। বন্দরের নাদিয়াল থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে।

জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে বন্দরের নাদিয়াল থানা এলাকায় প্রতিবন্ধী মহিলাকে একা পেয়ে ধর্ষণ করে বলে অভিযোগ।  প্রথমে ভয়ে কাউকে কিছু জানাতে পারেনি সে। পরে পরিবারের লোকজন বুঝতে পরে তাঁর সঙ্গে কথা বলে। বিষয়টি জানতে পেরে নাদিয়াল থানায় অভিযোগ দায়ের করে পরিবার। অভিযোগ পেয়েই তদন্ত শুরু করে নাদিয়াল থানার পুলিশ। শনিবার সকালেই পুলিশের জালে ধরা পড়ে অভিযুক্ত যুবক। পুলিশ সূত্রে খবর, নির্যাতিতাতে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তাঁর শারীরিক পরীক্ষা করা হচ্ছে। মেডিক্যাল টেস্টের রিপোর্ট হাতে পেলে বিষয়টি আরও পরিষ্কার হবে। এই ঘটনায়  অভিযুক্ত যুবককে আদালতে পেশ করবে পুলিশ। ধৃতকে নিজেদের হেফাজতে রাখার জন্য আবেদন করবে পুলিশ।

ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও করতে চাইছে পুলিশ। ঘটনার আগে প্রতিবন্ধী মহিলার সঙ্গে কেউ ছিলেন কিনা।কেন আচমকাই হামলা চালানো হয়েছে সবটাই জানার চেষ্টা চলছে। অন্যদিকে, দুর্গাপুরেও ঘটেছে ধর্ষণের ঘটনা। দুর্গাপুরে একটি বেসরকারি মেডিক্যাল কলেজ ও  হাসপাতালের এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ওই ডাক্তারি ছাত্রী দ্বিতীয় বর্ষের পড়ুয়া।  জানা গিয়েছে, শুক্রবার রাত প্রায় ন’টা নাগাদ ওই ছাত্রী তাঁর সহপাঠী ছাত্রর সঙ্গে কলেজ ক্যাম্পাসের বাইরে গিয়েছিলেন। সেই সময়ই তাঁর উপর চড়াও হয় পাঁচ যুবক। পাঁচ জন মিলে প্রথমে দুজনকে ঘিরে ধরে, তারপর ছাত্রীকে জোর করে রাস্তা থেকে তুলে নিয়ে পার্শ্ববর্তী জঙ্গলে যায়। অভিযোগ, সেখানেই গণধর্ষণের শিকার হন ওই ছাত্রী।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগে উত্তেজনা ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে, তুমুল বিক্ষোভ গ্রামবাসীদের

দলের নেতাদের দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলে তৃণমূল নেতা পেলেন খুনের হুমকি !

বারাসতে কালী পুজো নিষিদ্ধ, গ্রামের মানুষকে পুজো দেখতে যেতে হয় কয়েক কিলোমিটার দূরে

রাজ্যে ধর্ষণের ঘটনায় উত্তরপ্রদেশের ধাঁচে ‘এনকাউন্টার’ চান শুভেন্দু অধিকারী

সোনামুখীর ‘মা-ই-তো কালী’ পুজোর সঙ্গে জড়িয়ে বর্গী দস্যু ভাস্কর পণ্ডিতের নাম, জানুন ইতিহাস

কালীপুজোর আগে বাগনানে জবাব ফুলের গাছে দোয়া প্রকার আক্রমণ, চিন্তায় ফুল চাষিরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ