এই মুহূর্তে




ভেসেছে ঘর, সদ্যোজাতকে নিয়ে নার্সিংহোমেই প্রসূতি, চাঁদা তুলে মেটানো হল বিল

courtesy google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: উত্তরবঙ্গে বিপর্যয়ে ভেসে গিয়েছে সবকিছু। মাথাগোঁজার ঠাঁইটুকু পর্যন্ত নেই। নার্সিংহোমেই সদ্যোজাতকে নিয়ে ছিলেন প্রসূতি। বিল মেটানোর পরিস্থিতিও নেই। মানবিকতার খাতিরে এগিয়ে এলেন হাসপাতালের চিকিৎসক, নার্স, আয়ারা। নিজেদের রোজগার থেকেই একটা নির্দিষ্ট পরিমাণ টাকা প্রসূতির হাতে তুলে দিলেন তাঁরা। চাঁদা তুলে নার্সিংহোমের বিল মেটানো হয়েছে।

মানবতা যে এখনও শেষ হয়ে যায়নি, ফের প্রমাণ করলেন হাসপাতালের চিকিৎসক, নার্সরাই। বন্যায় ভেসে গিয়েছে ঘরবাড়ি। নার্সিংহোম থেকে বেরিয়ে কোথায় যাবেন সেই চিন্তার পাশাপাশি বিল মেটানোর বিষয়টিও ছিল। কোথা থেকে নার্সিংহোমের বিল দেবেন? ময়নাগুড়ির আমগুড়ি পঞ্চায়েতের বেতগাড়া খাটোরবাড়ির বাসিন্দা বিমল রায় ও কল্পনা রায়। সম্প্রতি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন কল্পনা। কিন্তু দুঃখের বিষয়, সন্তানকে নিয়ে ঘরে ফিরতে পারছেন না।

নার্সিংহোমের চিকিৎসক, নার্স ও আয়াদের প্রচেষ্টায় মেটানো হয়েছে বিল। এরপরেই স্ত্রী ও সদ্যোজাত সন্তানকে ময়নাগুড়ির টেকাটুলি এলাকায় এক আত্মীয়ের বাড়িতে রেখে আসেন। বাবা মা ও ভাই বোনকে নিয়ে জলঢাকা নদীর বাঁধের ওপরে ত্রাণশিবিরে রয়েছেন। সন্তান ও স্ত্রীকে ছাড়াই থাকতে হচ্ছে। কতদিন এইভাবে চলবে তা জানেন না। চিঁড়ে মিলে কাজ করে সংসারের দিন গুজরান হত। আগামীদিনে কীভাবে সংসার চলবে, ভেবে পাচ্ছেন না এই দম্পতি। গত সপ্তাহে টানা বৃষ্টিতে ধসে গিয়েছে উত্তরবঙ্গের বিস্তির্ণ এলাকা। তারমধ্যে রয়েছে ময়নাগুড়ির এই পরিবার। জীবনে খুশির সময়েও আনন্দের জোয়ারে ভাসার পরিবর্তে চোখের জলে ভাসছে তাঁরা। পরিবারে নতুন অতিথি এসেছে। তাকে ঠিক মতো স্বাগত জানাতেও পারেনি তাঁরা। এই দুর্দশা কবে কাটবে তা কেউ জানে না।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগে উত্তেজনা ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে, তুমুল বিক্ষোভ গ্রামবাসীদের

দলের নেতাদের দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলে তৃণমূল নেতা পেলেন খুনের হুমকি !

বারাসতে কালী পুজো নিষিদ্ধ, গ্রামের মানুষকে পুজো দেখতে যেতে হয় কয়েক কিলোমিটার দূরে

রাজ্যে ধর্ষণের ঘটনায় উত্তরপ্রদেশের ধাঁচে ‘এনকাউন্টার’ চান শুভেন্দু অধিকারী

সোনামুখীর ‘মা-ই-তো কালী’ পুজোর সঙ্গে জড়িয়ে বর্গী দস্যু ভাস্কর পণ্ডিতের নাম, জানুন ইতিহাস

কালীপুজোর আগে বাগনানে জবাব ফুলের গাছে দোয়া প্রকার আক্রমণ, চিন্তায় ফুল চাষিরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ