এই মুহূর্তে




দামোদর নদী থেকে উদ্ধার যুবকের মৃতদেহ, এলাকায় চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি,কাঞ্চননগর: বাড়ি থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে উদ্ধার যুবকের দেহ। দামোদর নদ থেকে উদ্ধার যুবকের নিথর দেহ।বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে নদীতে পড়ে মৃত্যু হল এক যুবকের। এক দিন পর অবশেষে শনিবার দামোদর নদ থেকে উদ্ধার হল তার নিথর দেহ।ঘটনাটি পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের উদয়পল্লী কাঞ্চননগর (kanchannagar) এলাকার। মৃত্যু হয় কাঞ্চননগর এলাকার বাসিন্দা ২১ বছর বয়সি দীপ সরকারের। জানা গেছে, গত ৯ই অক্টোবর বৃহস্পতিবার বন্ধুবান্ধবদের সঙ্গে বর্ধমানের উদয়পল্লী এলাকায় দামোদর নদে(Damodar River) ঘুরতে গিয়েছিল দীপ।

সেখানে নৌকায় চেপে থাকা অবস্থায় হঠাৎই সে নৌকা থেকে লাফ দিয়ে পাড়ে আসার চেষ্টা করে। কিন্তু নদীতে জল বেশি থাকায় এবং সে সাঁতার না জানায় নদীর জলে পড়ে গেলে তলিয়ে যায়।ঘটনার পর থেকেই শুরু হয় ব্যাপক খোঁজাখুঁজি, কিন্তু দীপের কোনো সন্ধান মেলেনি। অবশেষে শনিবার সকালে, ডুবে যাওয়া স্থান থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে পূর্ব বর্ধমানের জামালপুর থানার অন্তর্গত ৩২ বিঘা এলাকায় দামোদর নদ থেকে তার দেহ উদ্ধার করে পুলিশ।

জামালপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে(Bardhaman Hospital) পাঠিয়েছে । পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। কি করে এই ঘটনা ঘটলো তা জানতে পুলিশ তদন্ত করছে। মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেবে পুলিশ। শনিবার ওই যুবকের শেষকৃত্য হবে।হঠাৎ কেন ওই যুবক নৌকো থেকে লাফ দিয়ে নদের পাড়ে আসার চেষ্টা করছিল তা জানতে পুলিশ তদন্ত করছে। যদিও স্থানীয় মানুষজনের অভিযোগ এই ভাবেই ঝুঁকিপূর্ণভাবেই যাতায়াত করে এলাকার মানুষজন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগে উত্তেজনা ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে, তুমুল বিক্ষোভ গ্রামবাসীদের

দলের নেতাদের দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলে তৃণমূল নেতা পেলেন খুনের হুমকি !

বারাসতে কালী পুজো নিষিদ্ধ, গ্রামের মানুষকে পুজো দেখতে যেতে হয় কয়েক কিলোমিটার দূরে

রাজ্যে ধর্ষণের ঘটনায় উত্তরপ্রদেশের ধাঁচে ‘এনকাউন্টার’ চান শুভেন্দু অধিকারী

সোনামুখীর ‘মা-ই-তো কালী’ পুজোর সঙ্গে জড়িয়ে বর্গী দস্যু ভাস্কর পণ্ডিতের নাম, জানুন ইতিহাস

কালীপুজোর আগে বাগনানে জবাব ফুলের গাছে দোয়া প্রকার আক্রমণ, চিন্তায় ফুল চাষিরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ