এই মুহূর্তে




সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাসে ঠাঁই শুভমনের! WTC-তে ভাঙলেন রোহিত শর্মার রেকর্ড, ছুঁলেন কোহলিকে

নিজস্ব প্রতিনিধিঃ জাতীয় দলের অধিনায়ক হিসেবে ঘরের মাঠে প্রথম সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন শুভমন গিল। শুরু থেকেই টেস্ট ক্রিকেটে দুর্দান্ত ফর্ম দেখিয়েছেন এই তরুণ ক্রিকেটার। ১১ অক্টোবর, শনিবার, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দিল্লি টেস্টের দ্বিতীয় দিনে ১৭৬ বলে সেঞ্চুরি করেছেন শুভমন গিল। ভারতের প্রথম ইনিংসের ১৩০তম ওভারে খারি পিয়েরের পঞ্চম বলে তিন রান নিয়ে তাঁর দশম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেছেন শুভমন গিল। শুভমন ১৭৬ বলে ১৩টি চার এবং একটি ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করেছেন। যার ফলে ইতিহাসে নাম উঠল তাঁর। অধিনায়ক হিসেবে ১২ ইনিংসে শুভমন গিলের এটি পঞ্চম টেস্ট সেঞ্চুরি।

এর আগে অধিনায়ক হিসেবে কম ইনিংসে এত সেঞ্চুরি করেছিলেন কেবল অ্যালিস্টার কুক (৯ ইনিংস) এবং সুনীল গাভাস্কার (১০ ইনিংস)। শুভমন এ বছর পাঁচটি টেস্টের সবকটিতেই সেঞ্চুরি করেছেন। এক বছরে অধিনায়ক হিসেবে পাঁচটি টেস্টে সেঞ্চুরি করা তিনি হলেন দ্বিতীয় ভারতীয়। শুভমনের আগে কেবল বিরাট কোহলি এই কৃতিত্ব অর্জন করেছিলেন। ২০১৭ ও ২০১৮ সালে বিরাট কোহলি এই কৃতিত্ব পেয়ে ছিলেন। শুভমন এখন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (WTC) সর্বাধিক সেঞ্চুরি করা ভারতীয় ব্যাটসম্যান। তিনি রোহিত শর্মাকেও ছাড়িয়ে গিয়েছেন, যিনি ডব্লিউটিসিতে নয়টি সেঞ্চুরি করেছিলেন। গিল এখনও পর্যন্ত ৭১ ইনিংসে ৪৩.৪৭ গড়ে ২,৮২৬ রান করেছেন, যার মধ্যে ১০টি সেঞ্চুরি রয়েছে। তিনি এখন WTC-তে সর্বাধিক রান করা ভারতীয় ব্যাটসম্যান। যিনি রোহিত শর্মাকেও ছাড়িয়ে গিয়েছেন, যিনি এই ক্ষেত্রে ২,৭১৬ রান করেছিলেন।

এই ইনিংসে শুভমান গিল ভারতীয় অধিনায়ক হিসেবে টেস্ট ক্রিকেটে ১০০০ রান পূর্ণ করেছেন। শুভমান গিল ১৯৬ বল খেলে ১২৯ রান করেছেন, যার মধ্যে ১৬টি চার এবং দুটি ছক্কা ছিল। এটি ছিল শুভমান গিলের ঘরের মাঠে সর্বোচ্চ টেস্ট স্কোর। এর আগে, ঘরের মাঠে শুভমানের সেরা স্কোর ছিল ১২৮ রান, যা তিনি ২০২৩ সালে আমেদাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করেছিলেন। শুভমানের আগে, যশস্বী জয়সওয়ালও দিল্লি টেস্টের প্রথম ইনিংসে ভারতের হয়ে একটি সেঞ্চুরি (১৭৫ রান) করেছিলেন। শুভমান এবং যশস্বীর সেঞ্চুরির ভিত্তিতে, ভারতীয় দল ৫১৮/৫ স্কোর করে তাদের প্রথম ইনিংস ঘোষণা করেছে।

 

 

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শুভমন যেন ‘অশ্বমেধ ঘোড়া’! অধিনায়ক হিসেবে ঘরের মাঠে প্রথম টেস্ট সেঞ্চুরি হাঁকালেন গিল

এশিয়া কাপের ট্রফি বিতর্ক! নকভিকে গদি ছাড়া করতে কোমর বেঁধে ঝাঁপাচ্ছে BCCI

আজারবাইজানের বিরুদ্ধে ফ্রান্সের জয়, টানা ১০ ম্যাচে গোল এমবাপ্পের

জিওভানির গোলে ভেনেজুয়েলাকে পরাজিত করে জয়ের সরণীতে আর্জেন্টিনা

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শতরান যশস্বীর, গড়লেন নয়া মাইলফলক

প্রকাশ্যে IPL ২০২৬ নিলামের দিনক্ষণ, এই তারিখের মধ্যে দল গোছাতে হবে ফ্র্যাঞ্চাইজিদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ