এই মুহূর্তে




সঞ্জু যাচ্ছেন চেন্নাইয়ে, পুরানো দল রাজস্থান রয়্যালসে ফিরছেন জাডেজা, IPL-এ কত টাকার চুক্তি হল জানেন?

নিজস্ব প্রতিনিধি: বেশকিছুদিন ধরে চলা জল্পনার অবসান হয়েছে। ২০২৬ সালের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন সঞ্জু স্যামসন। কেরালার ৩০ বছর বয়সী এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান শনিবার (১৫ নভেম্বর) আইপিএল ২০২৬ নিলামের আগে আনুষ্ঠানিকভাবে সিএসকে-তে যোগ দিয়েছেন। রাজস্থান রয়্যালস থেকে এসেছেন চেন্নাই সুপার কিংসে। সিএসকের সঙ্গে তার একটি বাণিজ্য চুক্তি হয়েছে যেখানে রবীন্দ্র জাদেজা ফিরছেন রাজস্থান রয়্যালসে। অভিজ্ঞ এই অলরাউন্ডার ১৬ বছর পর নিজের পুরনো দলে ফিরে যাচ্ছেন।

আইপিএল এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, “সঞ্জু স্যামসন এখন তার বর্তমান লিগ ফি ১৮ কোটি টাকায় চেন্নাই সুপার কিংসের প্রতিনিধিত্ব করবেন।” আরও জানানো হয়েছে, “বাণিজ্যিক চুক্তি অনুযায়ী রবীন্দ্র জাডেজা চেন্নাই থেকে রাজস্থানে যোগ দিচ্ছেন। তাঁর আইপিএল বেতন ১৮ কোটি টাকা থেকে কমে ১৪ কোটি টাকা হচ্ছে। ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কারেনকেও ছেড়ে দিয়েছে চেন্নাই। তিনি রাজস্থানে যোগ দিচ্ছেন ২ কোটি ৪০ লাখ টাকায়।”

আইপিএল ইতিহাসে স্যামসন হলেন রাজস্থান রয়্যালস-এর হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার খেলোয়াড় এবং বিশ্বের সবচেয়ে ধনী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে তাদের হয়ে সবচেয়ে বেশি রান করার রেকর্ডও তাঁর দখলে। আইপিএল ২০২১-এর আগে তাকে আরআর-এর অধিনায়ক হিসেবে নিযুক্ত করা হয়েছিল এবং তারপর থেকে, তিনি ৬৭টি ম্যাচের মধ্যে ৩৩টিতে জিতেছেন। আইপিএলে স্যামসন হলেন  রাজস্থানের সবচেয়ে সফল অধিনায়ক।  আইপিএল ২০২৫-এর মেগা নিলামের আগে স্যামসনকে রাজস্থান রয়্যালস ১৮ কোটি টাকায় ধরে রেখেছিল। ইনজুরিজনিত সমস্যার কারণে তিনি আইপিএল ২০২৫-এ আরআর-এর হয়ে নয়টি ম্যাচ খেলেছিলেন এবং ২৮৫ রান করেছিলেন।

অন্যদিকে, জাদেজা ২০০৮ সালে রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে অভিষেক করেন এবং জয়পুর-ভিত্তিক ফ্র্যাঞ্চাইজির হয়ে দুই মৌসুমে মোট ২৭টি ম্যাচ খেলেন। তিনি ৪৩০ রান করেন এবং ছয়জন ব্যাটসম্যানকে আউট করেন। তিনি ২০১২ সাল থেকে আইপিএলে চেন্নাই সুপার কিংসের সাথে যুক্ত ছিলেন এবং ১৮৬ ম্যাচে ১৪৩ উইকেট নেওয়ার পাশাপাশি ২১৯৮ রান করেন। বিশ্বের সবচেয়ে ধনী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে জাদেজা সিএসকে-র সর্বোচ্চ উইকেট শিকারী।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

উডল্যান্ডসে ভর্তি শুভমন গিল, ইডেন টেস্টে খেলার সম্ভাবনা নেই টিম ইন্ডিয়ার অধিনায়কের

কোহলি-রোহিতকে ধরে রাখল বেঙ্গালুরু-মুম্বই, চেন্নাইয়ের হয়ে খেলবেন ধোনি

KKR News: আন্দ্রে রাসেল ও ভেঙ্কটেশ আইয়ারকে তাড়িয়ে দিলেন শাহরুখ খান

জাদেজা-কুলদীপের ঘূর্ণিতে বেসামাল দক্ষিণ আফ্রিকা, ৯৩ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকছে প্রোটিয়ারা

৮০৭ দিন পর শতরান পাক ব্যাটার বাবরের, ১০২ রানের ইনিংসে ছুঁলেন বিরাট কোহলির রেকর্ড

ভয়াবহ বিস্ফোরণ, পুড়ে গেল বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলরক্ষকের বাড়ি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ