এই মুহূর্তে




‘শোচনীয় হারে দুঃখ নেই, তবে…’ বিহারে ভরাডুবি নিয়ে নীরবতা ভাঙলেন তেজস্বী

নিজস্ব প্রতিনিধি: বিহার নির্বাচনে শোচনীয় পরাজয় হয়েছে বিরোধীদের। নীতীশ ঝড়, উড়ে গিয়েছে RJD-কংগ্রেস-বামেদের মহাজোট। এই হারের পর শনিবার প্রথম মুখ খুলল রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)। দলের পক্ষ থেকে বলা হয়েছে, “জনসেবার অন্তহীন যাত্রায়” “উত্থান-পতন অনিবার্য”। এক্স-এর একটি পোস্টে লালুপুত্র লিখেছেন, ‘আরজেডি গরিব মানুষদের দল।’

ভরাডুবির পর, এক্স হ্যান্ডলে একটি পোস্টে তেজস্বী লিখেছেন, ‘জনসেবা একটি অবিরাম প্রক্রিয়া। এই যাত্রার শেষ নেই। সেখানে উত্থান-পতন অনিবার্য। পরাজয়ে যেমন কোনও দুঃখ নেই, তেমনই জয় নিয়েও অহংকার নেই। রাষ্ট্রীয় জনতা দল গরিব মানুষের পার্টি। ভবিষ্যতেও তারা দরিদ্রদের জন্য আওয়াজ তুলবে।”

শুক্রবার বিহার নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই বিরাট ধাক্কা খেয়েছে লালুপ্রসাদ যাদবের শিবির। এক ধাক্কায় রাষ্ট্রীয় জনতা দল(আরজেডি)-এর আসন কমে দাঁড়িয়েছে ৭৫ থেকে ২৫টিতে। তেজস্বী যাদবের নেতৃত্বাধীন দল ২৪৩ সদস্যের বিধানসভায় মাত্র ২৫টি আসন জয় ২০১০ সালের পর বিহার নির্বাচনে দ্বিতীয়বার সবচেয়ে খারাপ ফলাফল,। সেই সময়ে তারা মাত্র ২২টি আসন পেয়েছিল।

২০২০ সালের নির্বাচনে ৭৫টি আসন জিতেছিল আরজেডি, যা বিহারে একক দল হিসেবে ছিল সর্বোচ্চ। সেখান থেকেই এক ধাক্কায় ২৫ আসনে নেমে এসেছে। আরজেডি-নেতৃত্বাধীন বিরোধী জোট, মহাগঠবন্ধন, মাত্র ৩৫টি আসন দখল করতে সক্ষম হয়েছে। কংগ্রেস পেয়েছে ছয়টি আসন, যা গত বারের নির্বাচনে ছিল ১৯টি। অর্থাৎ কংগ্রেসেরও আসন কমেছে অর্ধেকের বেসি। সিপিআই(এমএল)এল দুটি আসন, সিপিআই(এম) একটি এবং সিপিআই শূন্য হয়েই রয়ে গিয়েছে।

অন্যদিকে ক্ষমতাসীন এনডিএ জোট বিরোধীদের টেক্কা দিয়ে ২০২টি আসন জিতেছে, যার মধ্যে বিজেপি ৮৯টি, জেডিইউ ৮৫টি, কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টি (রাম বিলাস) ১৯টি, কেন্দ্রীয় মন্ত্রী জিতন রাম মাঝির হিন্দুস্তানি আওয়াম মোর্চা পাঁচটি এবং রাজ্যসভার সাংসদ উপেন্দ্র কুশওয়াহার জাতীয় লোক মোর্চা চারটি আসন পেয়েছে। হায়দরাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়াইসির এআইএমআইএম পাঁচটি বিধানসভা আসন জিতেছে, তবে প্রাক্তন ভোটকুশলী প্রশান্ত কিশোরের নেতৃত্বাধীন জন সুরাজ পার্টি এবং মুকেশ সাহানির বিকাশশীল ইনসান পার্টি (ভিআইপি) খাতা খুলতে পারেনি। ৬ নভেম্বর এবং ১১ নভেম্বর দুটি ধাপে বিহারে ভোটগ্রহণ হয়েছে। রাজ্যে ৬৬ শতাংশেরও বেশি ভোট পড়েছে, যা ১৯৫১ সালের পর থেকে সর্বোচ্চ। পুরুষ ভোটারদের মধ্যে ভোটদানের হার ছিল ৬২.৮ শতাংশ, যেখানে মহিলা ভোটারদের মধ্যে ভোটদানের হার ছিল ৭১.৬ শতাংশ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিহারে বিধায়কদের ২১৮ জন কোটিপতি, ১৭০ কোটির সম্পত্তি নিয়ে সবচেয়ে ধনী ইনি

১০ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অপরাধে বিজেপি নেতার আমৃত্যু কারাবাস

SBI-তে অ্যাকাউন্ট রয়েছে? সাবধান হোন, বন্ধ হয়ে যাচ্ছে এই পরিষেবা

প্রকাশ্যে নয়া সিসিটিভি ফুটেজ, ফরিদাবাদের মোবাইলের দোকানে বসে চিন্তিত উমর, কিন্ত কেন?

করুণ দশা প্রশান্ত কিশোরের, জন সুরাজের ২৩৮ প্রার্থীর মধ্যে ২৩৬ জনের জামানত জব্দ

৬০ লক্ষ টাকার বীমার লোভে ভাইয়ের ‘হামশকল’-কে খুন! যাবজ্জীবন কারাদণ্ড দাদার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ