এই মুহূর্তে




কিডনি দিয়েছিলেন লালুকে, এবার ‘বাবার’ সঙ্গে সম্পর্ক চুকিয়ে দিলেন কন্যা রোহিনী

নিজস্ব প্রতিনিধি, পটনা: বিধানসভা ভোটে ভরাডুবির পরেই রাষ্ট্রীয় জনতা দলের অন্দরে থাকা অসন্তোষ আগ্নেয়গিরি হয়ে আবির্ভূত হল। আরজেডি নেতা লালুপ্রসাদ যাদবের সুখের সংসারেও ভাঙন ধরল। ভোটের ফলাফল প্রকাশের ২৪ ঘন্টার মধ্যেই রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন লালু-কন্যা রোহিনী আচার্য্য। শুধু তাই নয়, পরিবারকে ত্যাজ্য বলে ঘোষণা করেছেন। অর্থা‍ৎ বাপের বাড়ির সঙ্গে যাবতীয় সম্পর্ক চুকিয়ে দিলেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ভোটে ভরাডুবির পরেই খোদ ঘরের মধ্যে থাকা অসন্তোষ এইভাবে প্রকাশ হয়ে পড়ায় আরও বিড়ম্বনায় পড়লেন বিহার রাজনীতির অন্যতম বর্ণময় চরিত্র লালুপ্রসাদ যাদব।

বিহারে বিধানসভা ভোটের আগেই আরজেডি সুপ্রিমোর ঘরে অশান্তির আগুন লেগেছিল। বিদ্রোহ ঘোষণা করে আলাদা দল গড়েছিলেন লালুর বড় ছেলে তেজপ্রতাপ যাদব। যদিও আরজেডির খাসতালুক মহুয়া আসনে লোক জনশক্তি পার্টির (রামবিলাস) প্রার্থীর কাছে হেরে গিয়েছেন। তবে ভোট কাটুয়া হিসাবে অবতীর্ণ হয়ে আরজেডি প্রার্থীর কারণ হয়ে দাঁড়িয়েছেন। বড় ছেলের ওই বিদ্রোহ হজম করেননি লালু। ত্যাজ্য পুত্র হিসাবে ঘোষণা করেছেন। তবে মেয়ে রোহিনী যে ‘মরার উপরে খাঁড়ার ঘা’-এর মতো আঘাত হানবে তা বুঝতে পারেননি প্রাক্তন রেলমন্ত্রী।

পেশায় চিকি‍ৎসক রোহিনী আচার্য্য গত বছর লোকসভা ভোটে আরজেডির হয়ে সারণ কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে বিজেপি প্রার্থী রাজীব প্রতাপ রুডির কাছে হার মানতে হয়েছিল। সদ্য সমাপ্ত বিধানসভা ভোটেও লড়তে চেয়েছিলেন। যদিও টিকিট দেননি লালু। তাতে যথেষ্টই ক্ষুব্ধ হয়েছিলেন রোহিনী। বাবার উপরে ক্ষুব্ধ হওয়ার পাশাপাশি দাদা তেজপ্রতাপকে জেতানোর জন্য ভোটারদের কাছে আর্জি জানিয়ে অপমানের খানিকটা বদলা নেওয়ার  চেষ্টা চালিয়েছিলেন।

এদিন মাইক্রো ব্লগিং সাইট ‘এক্স’ (টুইটার) হ্যান্ডেলে রাজনীতি ও পরিবারের সঙ্গে সম্পর্ক চুকিয়ে দিয়ে দেওয়ার কথা জানিয়ে লেখেন, ‘আমি রাজনীতি ছেড়ে দিচ্ছি এবং আমার পরিবারের সঙ্গে সম্পর্ক চুকিয়ে দিচ্ছি। সঞ্জয় যাদব এবং রমিজ আমাকে এটাই করতে বলেছিলেন… এবং আমি সমস্ত দোষ নিজের কাঁধে নিচ্ছি।’

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিহারে বিধায়কদের ২১৮ জন কোটিপতি, ১৭০ কোটির সম্পত্তি নিয়ে সবচেয়ে ধনী ইনি

১০ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অপরাধে বিজেপি নেতার আমৃত্যু কারাবাস

SBI-তে অ্যাকাউন্ট রয়েছে? সাবধান হোন, বন্ধ হয়ে যাচ্ছে এই পরিষেবা

প্রকাশ্যে নয়া সিসিটিভি ফুটেজ, ফরিদাবাদের মোবাইলের দোকানে বসে চিন্তিত উমর, কিন্ত কেন?

করুণ দশা প্রশান্ত কিশোরের, জন সুরাজের ২৩৮ প্রার্থীর মধ্যে ২৩৬ জনের জামানত জব্দ

৬০ লক্ষ টাকার বীমার লোভে ভাইয়ের ‘হামশকল’-কে খুন! যাবজ্জীবন কারাদণ্ড দাদার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ