এই মুহূর্তে




KKR News: আন্দ্রে রাসেল ও ভেঙ্কটেশ আইয়ারকে তাড়িয়ে দিলেন শাহরুখ খান

নিজস্ব প্রতিনিধিঃ নিলামের এক মাস আগে শুরু হয়েছে আইপিএল ২০২৬ ট্রেড। আর তাতে মোহভঙ্গ হচ্ছে অনেক দলের এবং খেলোয়াড়ের। এবার আন্দ্রে রাসেলকে নিয়ে মোহভঙ্গ হল কলকাতা নাইট রাইডার্স তথা শাহরুখ খানের দলের। ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড় আন্দ্রে রাসেলকে ছেড়ে দিল কেকেআর। শনিবার (১৫ নভেম্বর) নিলামের আগে আইপিএলে ধরে রাখা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করা হয়েছে। অর্থাৎ যে সকল ক্রিকেটারকে বের করে দেওয়া হচ্ছে তারা সরাসরি নিলামে যাবে, এবং যে সকল খেলোয়াড়দের কিনে নেওয়া হচ্ছে, তারা আর নিলামে অংশ নেবে না। যাই হোক, শনিবার প্রকাশিত আইপিএলের ট্রেডে নাম নেই আন্দ্রে রাসেলের।

তাঁর পাশাপাশি ছেড়ে দেওয়া হয়েছে ২৩.৭৫ কোটি টাকার ভেঙ্কটেশ আইয়ারকেও। ২০১৪ সালে আন্দ্রে রাসেল কে কিনেছিল KKR। তারপর থেকে ১০ বছর দলের হয়ে খেলেছেন রাসেল। কিন্তু গতবছর মহানিলামের সময় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল। এরপর থেকেই গুঞ্জন ওঠে, হয়তো রাসেলকে ছেড়ে দিতে চাইছে KKR। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে দলে রেখে দেওয়া হয়। কিন্তু দলে ফিরলেও KKR কর্তাদের আস্থার দাম রাখতে পারেননি রাসেল। তাই একপ্রকার দলের ‘বোঝা’ হয়ে উঠছিলেন ওয়েস্ট ইন্ডিজের এই প্রাক্তন খেলোয়াড়। তাঁকে প্রথম একাদশ ছাড়া আর কোনও ম্যাচেই রাখা হয়নি। তবে এবার কেকেআর থেকেই বের করে দেওয়া হল এই অলরাউন্ডারকে। অর্থাৎ আইপিএলের মহানিলামের আগেই ঠিক সিদ্ধান্ত নিল কেকেআর ম্যানেজমেন্ট।ঠিক সময়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। পাশাপাশি কেকেআর ছেড়ে দিয়েছে ভেঙ্কটেশ আইয়ারকেও।

রাসেল আইপিএলে ১৪০টি ম্যাচ খেলেছেন। যেখানে তিনি মোট ২৬৫১ রান করেছেন। ১২৩টি উইকেট নিয়েছেন। তিনি হলেন আইপিএলের সেরা বোলিং ফিগার। অন্যদিকে ২০২১ সালে ভেঙ্কটেশকে কিনে ছিল KKR। সে বারে তাঁর জন্যই ফাইনালে উঠতে পেরেছিল কেকেআর। এরপর গত বছর মহা নিলাম এর আগে ভেঙ্কটেশকে ছেড়ে দিলেও নিলামে তাঁকে ২৩.৭৫ কোটি টাকায় কিনে নেয় KKR। কিন্তু কেকেআরের এই সিদ্ধান্তে অবাক হয়ে গিয়েছিলেন অনেকে। কারণ ২৩.৭৫ কোটি টাকা পাওয়ার মতো খেলোয়াড় নন ভেঙ্কটেশ। গত আইপিএলে ভেঙ্কটেশ একেবারেই ভাল খেলেননি। ফলে তাঁকে ছেড়ে দিল KKR। এছাড়া বিদেশি কিছু ক্রিকেটারকেও ছেড়ে দিয়েছে কেকেআর। যাদের মধ্যে আছেন, মইন আলি, অনরিখ নোখিয়া, কুইন্টন ডি’কক, রহমানুল্লাহ গুরবাজ় এবং স্পেন্সার জনসন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

উডল্যান্ডসে ভর্তি শুভমন গিল, ইডেন টেস্টে খেলার সম্ভাবনা নেই টিম ইন্ডিয়ার অধিনায়কের

কোহলি-রোহিতকে ধরে রাখল বেঙ্গালুরু-মুম্বই, চেন্নাইয়ের হয়ে খেলবেন ধোনি

জাদেজা-কুলদীপের ঘূর্ণিতে বেসামাল দক্ষিণ আফ্রিকা, ৯৩ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকছে প্রোটিয়ারা

সঞ্জু যাচ্ছেন চেন্নাইয়ে, পুরানো দল রাজস্থান রয়্যালসে ফিরছেন জাডেজা, IPL-এ কত টাকার চুক্তি হল জানেন?

৮০৭ দিন পর শতরান পাক ব্যাটার বাবরের, ১০২ রানের ইনিংসে ছুঁলেন বিরাট কোহলির রেকর্ড

ভয়াবহ বিস্ফোরণ, পুড়ে গেল বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলরক্ষকের বাড়ি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ