এই মুহূর্তে




‘ক্ষমতায় এসে ভারতের দাদাগিরি বন্ধ করে দেব’, হুঙ্কার খালেদার দলের মহাসচিবের

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: জাতীয় সংসদ নির্বাচনের আগেই দিল্লির বিরুদ্ধে সুর চড়ালেন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৫ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সরাসরি মোদি সরকারকে কাঠগড়ায় তুলে বলেন, ‘নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পরে লক্ষ্য করেছি, তারা বাংলাদেশির চাপে ফেলেছেন, সব নিয়ে গিয়েছেন, কিন্তু বিনিময়ে আমাদের কিছু দেননি। তা আর হবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জিতে ক্ষমতায় এসে ভারতের দাদাগিরি বন্ধ করতে যা করার তাই করবে বিএনপি সরকার।’ ভারত বিদ্বেষী হিসাবে বরাবর পরিচিত বিএনপি মহাসচিবের এমন বক্তব্য ঢাকা-দিল্লির সম্পর্কের ক্ষেত্রে তিক্ততা বাড়াবে বলেই মনে করছেন কূটনীতিবিদরা।

গত বছরের ৫ আগস্ট সেনা অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পরেই বাংলাদেশে ভারত বিরোধীরা নকধাঁত বের করে ঝাঁপিয়ে পড়েছে। ভারতের বিরুদ্ধে লাগাতার প্রচার চলার পাশাপাশি ভারতের পণ্য বয়কটেরও ডাক দিয়েছে একাধিক সংগঠন। তার মধ্যে রয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপিও। দলের যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভি তো ঢাকার রাস্তায় দাঁড়িয়ে প্রকাশ্যে ভারতীয় শাড়ি পোড়ানোর কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছিলেন।

এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে দিল্লির বিরুদ্ধে সুর সপ্তমে নিয়ে গিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা চাই যে, ভারত আমাদের সঙ্গে সুসম্পর্ক রাখবে। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় তারা আমাদের সহায়তা করেছে। তাহলে তো আরও বেশি করে বাংলাদেশকে সহায়তা করা দরকার।কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা গত সরকার ও মোদি সরকারের সময় দেখেছি, উল্টে তারা বাংলাদেশির চাপে ফেলেছেন, সব নিয়ে গিয়েছেন। কিন্তু বিনিময়ে আমাদের কিছু দেননি। এটা ছিল আওয়ামী লীগ ও হাসিনা সরকারের ব্যর্থতা- যে তারা কিছু নিতে পারেনি।’

এখানে না থেমে দিল্লিকে হুমকি দিয়ে বলেন, ‘আমরা একশোভাগ  প্রতিশ্রুতিবদ্ধ, এটা আমাদের রাজনীতি। আমরা বাংলাদেশ নামে যে ভূ-অঞ্চলে বাস করি, এখানকার পুরো জলের ভাগ, আমাদের সীমান্তে হত্যা, আমাদের ব্যালেন্স অব ট্রেডের সব কিছু ঠিক করা, এই জিনিসগুলোকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাই।দেশের স্বার্থকে সবার আগে গুরুত্ব দিতে হবে।’

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

স্ত্রীকে পেটানোর মামলায় ২০০ টাকার মুচলেকায় জামিন পেলেন হিরো আলম

বউকে পেটানোর দায়ে গ্রেফতার বাংলাদেশের চর্চিত নায়ক হিরো আলম

হিন্দুত্বের গন্ধ থাকায় মৌলবাদীদের হামলার হুমকি, ঢাকায় বাতিল ‘নবান্ন উ‍ৎসব’

ভোটে লড়তে দেওয়া হবে না পাকিস্তান বিরোধী আওয়ামী লীগকে, জানিয়ে দিলেন মোল্লা ইউনূস

ইউনূসের বিশেষ সহকারী হিসাবে নিয়োগ পেলেন CIA এজেন্ট আলী রিয়াজ

দিল্লির লালকেল্লা বিস্ফোরণ সেলিব্রেট করতে ঢাকায় হাজির পাক জঙ্গি নেতারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ