এই মুহূর্তে




স্ত্রীকে পেটানোর মামলায় ২০০ টাকার মুচলেকায় জামিন পেলেন হিরো আলম

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: স্ত্রীকে মারধরের মামলায় গ্রেফতারের হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই জামিন পেলেন বহুল চর্চিত জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। শনিবার (১৫ নভেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান মাত্র ২০০ টাকার মুচলেকায় হিরো আলমের জামিন মঞ্জুর করেছে। স্ত্রীকে পেটানো, হত্যার চেষ্টা চালানোর মতো মারাত্মক অভিযোগ থাকা সত্বেও কিভাবে বিতর্কিত কনটেন্ট ক্রিয়েটরকে জামিন দেওয়া হল তা বুঝতে পারছেন না বর্ষীয়ান আইনজীবীরা। বিচারক আদৌ নারী ও শিশু নির্যাতন দমন সংক্রান্ত আইনের ধারা সম্পর্কে ওয়াকিবহাল কিনা, সেই প্রশ্নও তুলেছেন তাঁরা।

সম্প্রতি হিরো আলম ও তাঁর স্ত্রী রিয়া মনির মধ্যে দাম্পত্য কলহ তুঙ্গে ওঠে। এর পরেই স্ত্রীকে তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দেন বিতর্কিত কনটেন্ট ক্রিয়েটর। গত ২১ জুন রিয়ার পরিবারকে মীমাংসা করার জন্য হাতিরঝিলের বাড়িতে ডেকে পাঠান হিরো আলম। অভিযোগ, হাতিরঝিলের বাড়িতে ঢোকার পরেই হিরো আলম ও তার সঙ্গীরা রিয়া ও তার পরিবারের সদস্যদের উপরে আক্রমণ চালায়। বেধড়ক মারধর করা হয় এবং আক্রান্তদের কাছ থেকে সোনার গয়না লুট করা হয়। এ নিয়ে হাতিরঝিল থানায় হিরো আলমের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন রিয়া মনি। কিন্তু পুলিশ কোনও ব্যবস্থা না নেওয়ায় আদালতের দ্বারস্থ হন তিনি। গত ১২ নভেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান গার্হস্থ্য হিংসার মামলায়  হিরো আলম ও তার সহযোগী আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এদিন সকালেই হাতিরঝিলের বাড়ি থেকে বিতর্কিত কনটেন্ট ক্রিয়েটরকে গ্রেফতার করে পুলিশ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘ক্ষমতায় এসে ভারতের দাদাগিরি বন্ধ করে দেব’, হুঙ্কার খালেদার দলের মহাসচিবের

শাহরুখের মুকুটে নয়া পালক, দুবাইয়ে বসছে কিং খানের মূর্তি, তৈরি হচ্ছে টাওয়ার

বউকে পেটানোর দায়ে গ্রেফতার বাংলাদেশের চর্চিত নায়ক হিরো আলম

স্বামী জাহিরের সঙ্গে প্রথমবার মসজিদে গিয়ে উচ্ছ্বসিত সোনাক্ষী, তবে কী ধর্ম বদলে ফেললেন?

চতুর্থ বিবাহবার্ষিকীতেই সংসারে নতুন সদস্যের আগমন, বাবা-মা হলেন রাজকুমার-পত্রলেখা

জামাইবাবুকে বিয়ে, প্রথম সাক্ষাতেই ধর্মেন্দ্রর প্রেমে পড়েন, রহস্যে মোড়া কামিনী কৌশলের জীবনী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ