এই মুহূর্তে




উডল্যান্ডসে ভর্তি শুভমন গিল, ইডেন টেস্টে খেলার সম্ভাবনা নেই টিম ইন্ডিয়ার অধিনায়কের

নিজস্ব প্রতিনিধি: ভারতের অধিনায়ক শুভমন গিল শনিবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, মাঠ থেকেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে শুভমনের(Shubman) ঘাড়ে ব্যাথা ছিল। তিনি তার জন্য ব্যথার ওষুধ খেয়েছিলেন। কিন্তু তাতে কোন ফল হয়নি। শনিবার ব্যাট করতে নামার আগে তিনি ওষুধ খেয়েছিলেন। ২২ গজের তৃতীয় বলে সাইমন হার্মারকে স্লগ সুইপ মারতে গিয়ে ভারতের অধিনায়ক ঘাড়ে অস্বস্তি বোধ শুরু করেন। সঙ্গে সঙ্গে মাঠে চলে আসেন ফিজিয়ো। পরীক্ষা করার পর ভারতের অধিনায়ককে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। মাত্র তিনটি বলের খেলার জন্য ক্রিসে ছিলেন শুভমন। কিছুতেই তিনি ঘাড় ঘোরাতে পারছিলেন না। এরপরই মাঠ থেকে সন্ধ্যায় তাকে উডল্যান্ডস নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি চিকিৎসক সপ্তর্ষি বসুর অধীনে ভর্তি রয়েছেন।

উডল্যান্ডে তার এমআরআই (MRI)করা হয়। সেখানে ঘাড় শক্ত হয়ে যাওয়ার প্রমাণ পান চিকিৎসকরা। এক বছর আগে এমনই একটি চোট পেয়েছিলেন শুভমন। তখনো এমআইআর করানো হয়েছিল। সেই রিপোর্টের সঙ্গে বর্তমান রিপোর্টের মিল আছে বলে মনে করছেন চিকিৎসকরা। চিকিৎসকরা দাবি করেন শুভমনের বয়স যেহেতু কম তার মধ্যে সহ্য শক্তির ক্ষমতা বেশি। কিন্তু এবার তার ঘাড়ের ব্যাথা এতটাই যে তিনি তা সহ্য করতে পারছেন না। তাই চিকিৎসকরা তাকে হোটেলে না থেকে শনিবারের রাতটা হাসপাতালে থাকার পরামর্শ দিয়েছেন। ভারতীয় দল পরিচালন সমিতি চিকিৎসকদের সেই পরামর্শ মেনে নিয়েছেন। ফলে শনিবার রাতে ভারতের অধিনায়ক ঘাড়ের ব্যথায় কাতর হয়ে রাত্রি কাটাবেন উডল্যান্ডস নাসিংহোমে। জানা গিয়েছে বর্তমানে ভারতের অধিনায়কের যা পরিস্থিতি তাতে তার পক্ষে প্রথম টেস্ট খেলার সম্ভাবনা আর নেই। শুক্রবার থেকে কলকাতার ইডেন গার্ডেন্সে শুরু হয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট ম্যাচ। চলবে মঙ্গলবার পর্যন্ত।

এদিকে ভারতের অধিনায়ক শনিবার মাঠ ছাড়ার পর বিসিসিআই বিবৃতি দিয়ে জানিয়েছেন শুভমনের ঘাড় শক্ত হয়ে গিয়েছে দলের মেডিকেল টিম ওর পরিস্থিতির ওপর নজর রাখছে আবার মাঠে নামতে পারবে কিনা তা নির্ভর করবে ওনার পরিস্থিতির উন্নতির ওপর। ভারতের ইনিংসে ৩৫ তম ওভারে ওয়াশিংটন সুন্দর আউট হওয়ার পর চার নম্বরে ব্যাট করতে নেমেছিলেন শুভমন। সেই ওভার এই ঘাড়ে টান লাগায় মাঠ ছেড়েছেন ভারতের অধিনায়ক। দলের সব উইকেট পড়ার পরেও ব্যাট করতে নামতে পারেননি তিনি। ইডেনের সাজ গড়ে ফেরার পর নেট কলার পড়ানো হয় শুভমনকে আইস প্র্যাক ও দেওয়া হচ্ছিল। ম্যাচের পর বোলিং কোচ মর্নি মর্কেল জানিয়েছেন, শোয়ার দোষের কারণে ঘাড় শক্ত হয়ে থাকতে পারে শুভ মনের। শারীরিক ধকলের মতো ব্যাপার নেই । শুভমন নিজের খেয়াল ভালই রাখেন। শনিবার সকালে দুর্ভাগ্যবশত ঘাড় শক্ত অবস্থাতেই ঘুম থেকে উঠেছিলেন। সারাদিন ধরেই সেটা ছিল।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কোহলি-রোহিতকে ধরে রাখল বেঙ্গালুরু-মুম্বই, চেন্নাইয়ের হয়ে খেলবেন ধোনি

KKR News: আন্দ্রে রাসেল ও ভেঙ্কটেশ আইয়ারকে তাড়িয়ে দিলেন শাহরুখ খান

জাদেজা-কুলদীপের ঘূর্ণিতে বেসামাল দক্ষিণ আফ্রিকা, ৯৩ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকছে প্রোটিয়ারা

সঞ্জু যাচ্ছেন চেন্নাইয়ে, পুরানো দল রাজস্থান রয়্যালসে ফিরছেন জাডেজা, IPL-এ কত টাকার চুক্তি হল জানেন?

৮০৭ দিন পর শতরান পাক ব্যাটার বাবরের, ১০২ রানের ইনিংসে ছুঁলেন বিরাট কোহলির রেকর্ড

ভয়াবহ বিস্ফোরণ, পুড়ে গেল বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলরক্ষকের বাড়ি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ