এই মুহূর্তে




শেষ দিনেও এসআইআর ফর্ম ফিলআপ করেননি মুখ্যমন্ত্রী, জানিয়ে দিলেন নিজের অনড় অবস্থান

নিজস্ব প্রতিনিধি: এসআইআর আবহে নাগরিকদের নাম যাতে বাদ না যায় সেদিকে খেয়াল রেখেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনের আগে এসআইআর করে ভোটারদের তালিকা থেকে নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে বিজেপি বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। নির্বাচন কমিশনের পূর্ব ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবারই এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ দিন। কিন্তু এখনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের ওই ফর্ম পূরণ করেননি। বাংলার মানুষের সকলের নাম ভোটার তালিকায় না ওঠা পর্যন্ত তিনি ফর্ম পূরণ করবেন না বলে আগেই জানিয়েছিলেন। এবার সেই সিদ্ধান্তে অনড় রইলেন।

এদিকে বাংলায় এসআইআরের প্রথম পর্বের শেষ দিন আজ, ১১ ডিসেম্বর। রাত ১২টার মধ্যে এনিউমারেশন ফর্ম ফিলআপের কাজ শেষ করতে হবে বলে জানিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু বৃহস্পতিবার নদিয়ার কৃষ্ণনগরের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তিনি এখনও এনিউমারেশন ফর্ম পূরণ করেননি। কেন এখনও ফর্ম ফিলাপ করেননি?‌ তার কারণও নিজেই জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘শুনুন আমি এখনও ফর্ম ফিলআপ করিনি। আমি তিনবার সেন্ট্রাল মিনিস্টার ছিলাম। সাতবার সাংসদ হয়েছি। আর আপনাদের আর্শীবাদ, শুভেচ্ছায় তিনবার মুখ্যমন্ত্রীও হয়েছি। আমাকে আজকে ওই দাঙ্গাবাজদের কাছে প্রমাণ করতে হবে, আমি ভারতের নাগরিক কিনা? তার চেয়ে নাকখত দেওয়া অনেক ভাল।’‌

অন্যদিকে এসআইআর নিয়ে এদিনের সভা থেকেও ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘‌দেশ যখন স্বাধীন হয়েছিল কোথায় ছিলে তোমরা? ইংরেজদের রাজত্বের সময় ওদের দাসত্ব করেছো তোমরা। আজকে দেশ চেনাচ্ছো আমাদের? রবীন্দ্রনাথকে গালি দিয়ে, বঙ্কিম, রাজা রামমোহনকে অসম্মান করে নেতাজিকে অসম্মান করে মাতঙ্গিনী, ক্ষুদিরামকে অসম্মান করে। এটা কোন ভারত? তৃণমূল এসআইআরের বিরোধী নয়। কিন্তু যেভাবে তাড়াহুড়ো করে দু’‌মাসের মধ্যে গোটা এসআইআর প্রক্রিয়া শেষ করার চেষ্টা করছে সেটাতে আপত্তি আছে।’‌

এছাড়া নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, মুখ্যমন্ত্রী একজন নির্বাচিত জনপ্রতিনিধি। তিনি একজন ‘চিহ্নিত ভোটার’। আগে থেকেই তাঁর নাম ভোটার তালিকায় নথিভুক্ত রয়েছে। তাই তিনি ফর্ম ফিলআপ না করলেও অসুবিধা নেই। রাজ্যের মুখ্যমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রীর মতো পদে থাকা ব্যক্তিদের স্বাভাবিকভাবেই নাম নথিভুক্ত হয়ে যায়। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘‌আমরা তো বলেছিলাম, সময় নিয়ে এসআইআর করো। এত তাড়াহুড়ো কেন? হোয়াই সো হাঙ্গরি? আসলে গায়ের জোরে বাংলা দখল করতে চাইছে। ভাবছে বিহারের মতো এখানেও করবে। কিন্তু আমরা থাকতে ওদের গা জোয়ারি বরদাস্ত করব না।’‌

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ঝাড়গ্রাম জেলায় ১৫৫টি নতুন ও পুরনো রাস্তার উন্নয়নমূলক কাজ শুরু, ব্যয় হবে ১২৮ কোটি টাকা

শিলিগুড়িতে স্বামীর অবৈধ সম্পর্কের জেরে স্ত্রীর আত্মহত্যা, প্রেমিকার বাড়িতে হামলা এলাকাবাসীর

বনগাঁয় ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় পুলিশকে আক্রমণ করে বিজেপি নেতা সহ গ্রেফতার ৮

রবিবার ফের ৮ ঘন্টার জন্য বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন পথে চলবে গাড়ি?

চিংড়িঘাটার মেট্রোর জট কাটাতে ফের বৈঠক করার নির্দেশ হাইকোর্টের

কৃষ্ণনগরে মুখ্যমন্ত্রীর জনসভা শুনতে এসে ভিড়ের মধ্যে গলার হার খোয়ালেন একাধিক মহিলা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ