এই মুহূর্তে




বনগাঁয় ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় পুলিশকে আক্রমণ করে বিজেপি নেতা সহ গ্রেফতার ৮

নিজস্ব প্রতিনিধি, বনগাঁ: উত্তর ২৪ পরগনার বনগাঁয় অষ্টম শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে পুলিশ – জনতা সংঘর্ষের ঘটনায় এক মহিলা সহ গ্রেফতার ৮। ধৃতদের মধ্যে একজন বিজেপির মণ্ডল সভাপতি।বুধবার উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ থানার(Banga P.S.) গাঁড়াপোতায় উচ্চ বালিকা বিদ্যালয়ের(Garapota Girl’s High School) অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে এক অস্থায়ী চতুর্থ শ্রেণীর কর্মচারী শ্লীলতাহানি করে। সেই অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। প্রায় ৮ ঘন্টা ধরে বিদ্যালয় প্রাঙ্গণে এবং বনগাঁ – বাগদা রাজ্য সড়কে বিক্ষোভ দেখান বিদ্যালয়ের ছাত্রী সহ অভিভাবক-অভিভাবিকারা এবং স্থানীয়রা।

বিদ্যালয়ের মধ্যে রীতিমত ভাঙচুর চালায় জনতা। সন্ধ্যা গড়াতেই দফায় দফায় পুলিশ এবং উত্তেজিত জনতার মধ্যে সংঘর্ষ বাঁধে। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু হয়। উত্তেজিত জনতাকে হটাতে লাঠিচার্জ শুরু করে পুলিশ। পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়ে জনতা। বিক্ষোভকারীদের ছোঁড়া ইটে আহত হন বেশ কয়েকজন পুলিশ কর্মী। এই ঘটনার এক বিজেপি নেতা ও এক মহিলা সহ মোট নয়জনকে গ্রেফতার করে পুলিশ।পুলিশ সূত্রে খবর ধৃতদের বিরুদ্ধে, সরকারি সম্পত্তি নষ্ট, কর্তব্যরত পুলিশদের উপর হামলা, রাজ্য সড়ক অবরোধ এবং পুলিশি কাজে বাঁধা দেওয়া সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ধৃতদের বৃহস্পতিবার বনগাঁ থানার পুলিশের পক্ষ থেকে বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হয়। তার মধ্যে আট জনকে ৭ দিনের জন্য নিজেদের হেপাজতে চেয়েছে পুলিশ।

জানা গেছে, বুধবার স্কুল শেষ হবার পর চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগ ওঠে স্কুলের এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে ৷ ওই কর্মীর নাম ট্যুরে সাধু ৷ জানাজানি হতেই স্কুলে স্থানীয়রা এসে বিক্ষোভ দেখিয়ে ভাঙচুর চালায় ৷ ওই অস্থায়ী কর্মীকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা |অভিযোগ উত্তেজিত ছাত্রছাত্রী এবং স্থানীয় মানুষজন ভাঙচুর চালায় এবং শাস্তির দাবিতে বনগাঁ বাগদা সড়কের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। অভিযোগ ওই অস্থায়ী কর্মীকে নিয়ে যাওয়ার সময় আক্রান্ত হয় পুলিশ । শুধু তাই নয় এলাকার মানুষ ওই অস্থায়ী স্কুলের কর্মীকে তাদের হাতে বিচারের জন্য ছেড়ে দেওয়ার দাবি জানায়। পরে এই ঘটনার জন্য স্কুলের প্রধান শিক্ষিকার নিঃশর্ত ক্ষমা দাবি করে তাঁরা। দীর্ঘক্ষণ ধরে রাস্তা অবরোধ চলার পর বুধবার সন্ধ্যা নেমে আসে। পুলিশের পক্ষ থেকে বারবার অবরোধ তুলে নিতে অনুরোধ করা হয়। এদিকে বিক্ষোভকারীরা স্কুলের শিক্ষিকাদের বাড়ি যেতে বাধা দেয়। বাধ্য হয়ে পুলিশ বল প্রয়োগ করে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ঝাড়গ্রাম জেলায় ১৫৫টি নতুন ও পুরনো রাস্তার উন্নয়নমূলক কাজ শুরু, ব্যয় হবে ১২৮ কোটি টাকা

শিলিগুড়িতে স্বামীর অবৈধ সম্পর্কের জেরে স্ত্রীর আত্মহত্যা, প্রেমিকার বাড়িতে হামলা এলাকাবাসীর

রবিবার ফের ৮ ঘন্টার জন্য বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন পথে চলবে গাড়ি?

চিংড়িঘাটার মেট্রোর জট কাটাতে ফের বৈঠক করার নির্দেশ হাইকোর্টের

কৃষ্ণনগরে মুখ্যমন্ত্রীর জনসভা শুনতে এসে ভিড়ের মধ্যে গলার হার খোয়ালেন একাধিক মহিলা

‌প্যাটিস বিক্রেতাদের মারধর করেও মিলল জামিন, উল্টে আক্রান্তের বিরুদ্ধে থানায় অভিযোগ হিন্দুত্বের পোস্টার বয়দের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ