এই মুহূর্তে




শিলিগুড়িতে স্বামীর অবৈধ সম্পর্কের জেরে স্ত্রীর আত্মহত্যা, প্রেমিকার বাড়িতে হামলা এলাকাবাসীর

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: স্বামীর অবৈধ সম্পর্কের জেরে আত্মঘাতী স্ত্রী। উত্তেজনায় ফেটে পড়ল এলাকা। স্বামীর প্রেমিকার বাড়িতে হামলা ও ভাঙচুর।পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।অবৈধ সম্পর্ককে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ির আশিঘর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, ভজন সরকারের সঙ্গে প্রতিবেশী মাম্পি সরকারের(Mampi sarkar) দীর্ঘদিনের অবৈধ সম্পর্ক নিয়ে সংসারে অশান্তি তৈরি হয়। এই পরিস্থিতি সহ্য করতে না পেরে ভজনের স্ত্রী ঝর্না সরকার(Jharna Sarkar) আত্মঘাতী হন বলে অভিযোগ পরিবারের।ঘটনা সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরেই ভজন ও মাম্পির ঘনিষ্ঠতার বিষয়টি নিয়ে দাম্পত্যে অশান্তি বাড়ছিল।

অভিযোগ, মানসিক চাপে পড়ে ঝর্না সরকার বৃহস্পতিবার বিষ পান করেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।ঝর্নার মৃত্যুর খবর এলাকায় পৌঁছাতেই উত্তেজনা তুঙ্গে ওঠে। ক্ষুব্ধ স্থানীয়রা অভিযুক্ত মাম্পি সরকারের বাড়িতে চড়াও হয় এবং ভাঙচুর চালায় বলে অভিযোগ। মুহূর্তেই পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়।
খবর পেয়ে আশিঘর ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভিড় সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে নতুন করে কোনো অশান্তি না ছড়ায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং সকল পক্ষের বক্তব্য নেওয়া হচ্ছে।স্থানীয়রা দাবি করেছেন, অবৈধ সম্পর্ক নিয়ে বহুদিন ধরেই এলাকায় গুঞ্জন ছিল। ঝর্নার অস্বাভাবিক মৃত্যুর পর ক্ষোভ বিস্ফোরিত হয়েছে। তবে পুলিশ পরিস্থিতি শান্ত রাখতে সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনও চাপা উত্তেজনা রয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ঝাড়গ্রাম জেলায় ১৫৫টি নতুন ও পুরনো রাস্তার উন্নয়নমূলক কাজ শুরু, ব্যয় হবে ১২৮ কোটি টাকা

বনগাঁয় ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় পুলিশকে আক্রমণ করে বিজেপি নেতা সহ গ্রেফতার ৮

রবিবার ফের ৮ ঘন্টার জন্য বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন পথে চলবে গাড়ি?

চিংড়িঘাটার মেট্রোর জট কাটাতে ফের বৈঠক করার নির্দেশ হাইকোর্টের

কৃষ্ণনগরে মুখ্যমন্ত্রীর জনসভা শুনতে এসে ভিড়ের মধ্যে গলার হার খোয়ালেন একাধিক মহিলা

‌প্যাটিস বিক্রেতাদের মারধর করেও মিলল জামিন, উল্টে আক্রান্তের বিরুদ্ধে থানায় অভিযোগ হিন্দুত্বের পোস্টার বয়দের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ