এই মুহূর্তে




জল্পনার অবসান, ২৬ ফেব্রুয়ারি উদয়পুর প্রসাদে চার হাত এক হচ্ছে বিজয় ও রশ্মিকার

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: জল্পনার অবসান। আগামী বছরের ২৬ ফেব্রুয়ারি চার হাত এক হতে চলেছে দুই দক্ষিণী তারকা বিজয় দেবরাকোন্ডা ও রশ্মিকা মন্দানার। রাজস্থানের উদয়পুর রাজপ্রসাদেই বসতে চলেছে বিয়ের আসর। দুই পরিবারের ঘনিষ্ঠরাই শুধু ওই বিয়ের সাক্ষী হওয়ার সুযোগ পাচ্ছেন। বিয়ের শেষে হায়দরাবাদ ফিরে দুই তারকা ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও পরিচিতদের জন্য বিশেষ রিসেপশন পার্টির আয়োজন করবেন বলে জানা গিয়েছে। বিজয় ও রশ্মিকার ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, নিজেদের বিয়েকে স্মরণীয় করে রাখতে প্রেমের মাস হিসাবে পরিচিত ফেব্রুয়ারিকেই বেছে নিয়েছেন দুই তারকা।

২০১৭ সালের জুলাইয়ে আভিনেতা রক্ষিত শেট্টির সঙ্গে দেশের বহু যুবকের ক্রাশ রশ্মিকা মন্দানার বাগ্‌দান হয়েছিল। যদিও দুজনের চার হাত এক হয়নি। তার আগেই ২০১৮ সালের সেপ্টেম্বরে ভেঙে যায় সম্পর্ক। তখনই গুঞ্জন ছড়িয়েছিল, ২০১৮ সালের হিট ছবি ‘গীত গোবিন্দম’ এবং ‘ডিয়ার কমরেড’ নাকি বদলে দিয়েছে রশ্মিকার জীবন! বিজয় দেবরাকোন্ডার সঙ্গে জুটি বাঁধার সুবাদে তিনি দুর্বল হয়ে পড়েছিলেন নায়কের প্রতি দুর্বল। তাঁরা একসঙ্গে সময় কাটাতে শুরু করেন। সম্পর্কের গুঞ্জন জোরালো হয় ২০২৩ সালে। গত অক্টোবরে

হায়দরাবাদে চুপিসাড়ে বাগ্‌দানও সেরে ফেলেন দুজনে। একাধিক জায়গায় রশ্মিকার অনামিকায় দেখা গিয়েছে বড় হিরের আংটি। যদিও বাগ্‌দান নিয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি যুগল। সম্প্রতি এক সাক্ষাৎকারে বাগ্‌দানের কথা জিজ্ঞাসা করা হলে সরাসরি উত্তর না দিয়ে রশ্মিকা জানান, লোকে সবাই সবটা জানেন। গত সপ্তাহেই যুগলকে দেখা গিয়েছিল হায়দরাবাদ বিমানবন্দরে। বিদেশে পাড়ি দিয়েছেন দুজনে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

গায়ে জ্বর নিয়েই ‘দুর্গা অঙ্গন’ শিলান্যাস অনুষ্ঠানে গেয়ে মুখ্যমন্ত্রীর প্রশংসা কুড়োলেন ইমন

​চোখের জল লুকানোর বৃথা চেষ্টা! বাবার শেষ সিনেমা ‘ইক্কিস’ দেখে আবেগপ্রবণ ববি দেওল

মারণরোগ ক্যান্সারের কাছে পরাজিত, প্রয়াত জনপ্রিয় টেলি অভিনেত্রী শ্রাবণী

চেন্নাই বিমানবন্দরে চরম বিশৃঙ্খলা! ভক্তদের হুড়োহুড়িতে সজোরে আছাড় খেলেন থালাপথি বিজয়

ফিরে দেখা ২০২৫: ‘এমন আমি ঘর বেঁধেছি…’, নতুন ইনিংস শুরু যে সব তারকাদের

না ফেরার দেশে কিংবদন্তি ফরাসি‌ নায়িকা ব্রিজিৎ‌ বার্দো

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ