এই মুহূর্তে

ওড়িশার ঢেঙ্কানলে পাথর খাদানে বিস্ফোরণে মৃত ২ শ্রমিক, আহত বহু

নিজস্ব প্রতিনিধি, ঢেঙ্কানল : ওড়িশার পাথর খাদানে ভয়াবহ বিস্ফোরণ। এই বিস্ফোরণের জেরে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একাধিক শ্রমিক। পাথর খাদানের ধ্বংসস্তূপের নিচে আরো বহু শ্রমিক আটকে রয়েছেন বলে মনে করা হচ্ছে। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাদের চিকিৎসা চলছে।

বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও উদ্ধআরকারী দল। ধ্বংসস্তুপ সরিয়ে চলছে উদ্ধারকাজ। সূত্রের খবর, পাথর খাদান থেকে অবৈধভাবে পাথর তোলার কাজ চলছিল। শনিবার এই পাথর তোলার কাজ চলছিল। গভীর রাতে আচমকাই বিভৎস্য শব্দে কেঁপে ওঠে এলাকা। স্থানীয়রা ছুটে ঘর থেকে বেরিয়ে আসে। তাঁরাই দেখেন পাথর খাদানের মধ্যে বিস্ফোরণ হয়েছে। তাঁরাই প্রথমে উদ্ধারকাজ শুরু করে। পুলিশে খবর দেওয়া হয়। ঘটনার কিছুক্ষণ পরেই ঘটনাস্থল পৌঁছে গোটা এলাকা ঘিরে ফেলেছে পুলিশ।

ঘটনাস্থলের ছবিতে দেখা গিয়েছে, খনির তারদিকে পাথর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। একটি বড় গর্তের সৃষ্টি হয়েছে। সেখানেও বড় বড় চাঙড় পড়ে রয়েছে। রক্তে ভেসে যাচ্ছে চারদিক। স্থানীয়রাই প্রথমে উদ্ধার শুরু করে। কয়েকজনকে উদ্ধার করে স্থযানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পাথর খাদারে ভিতরে কেউ আটকে রয়েছেন কিনা, সেই জন্য উদ্ধার কাজ চালানো হচ্ছে। ঘটনাস্থলে জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিস্ফোরণের জেরে খনিতে মাটির একাংশ ধসে গিয়েছে। আশাঙ্কা রয়েছে। ভিতরে কেউ রয়েছে কিনা তারজন্য তল্লাশি চলছে।

জানা গিয়েছে, ঢেঙ্কানল জেলা খনি অফিসের পক্ষ থেকে খনিতে বিস্ফোরণ বন্ধ রাখার কথা বলা হয়েছিল কিন্তু সেই নিয়ম লঙ্ঘন করে অবৈধভাবে চলছিল পাথর খাদান

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাংলায় বিধানসভা ভোটের জন্য পর্যবেক্ষক নিয়োগ কংগ্রেস হাইকমান্ডের, কারা দায়িত্ব পেলেন?

বাংলায় কথা বলা ‘অপরাধ’, ছত্তিশগড়ে নিপীড়িত পুরুলিয়ার আট শ্রমিক

‘আপনাকে দেখতে ভারতীয় লাগছে না’, শুনে কী জবাব আইপিএস আধিকারিকের?

মুরগি-ছাগলের প্রাণ কী জীবন নয়? পথকুকুর মামলায় প্রশ্ন সুপ্রিম কোর্টের

‘কৌন সা কুত্তা কিস মুড মে, ইয়ে পাতা নেহি হোথা’, পথকুকুর মামলায় টিপ্পনি সুপ্রিম কোর্টের

চলতি মাসেই ভারতে আসছেন সুনীতা উইলিয়ামস, কোথায় যাবেন মার্কিন মহাকাশচারী?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ