এই মুহূর্তে

ফরাক্কার বিডিও অফিসে তাণ্ডব কাণ্ডে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে খড়গহস্ত নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিনিধি: ফরাক্কার বিডিও অফিসে ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। ওই ঘটনার প্রেক্ষিতে স্থানীয় তৃণমূল কংগ্রেস বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের তরফে জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিককে স্পষ্টভাবে জানানো হয়েছে,দ্রুত এই মামলা রুজু করতে হবে।

কমিশনের নির্দেশ অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল ৫ টার মধ্যেই এফআইআর দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ফরাক্কার বিডিও অফিসে তাণ্ডবের বিষয়টিকে কমিশন অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে বলে প্রশাসনিক সূত্রে খবর। নির্বাচনী বিধিভঙ্গ ও সরকারি সম্পত্তি ক্ষতির অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: মধ্যমগ্রামে রঙের কারখানায় আগুন, ঘটনাস্থলে দমকলের ৫ ইঞ্জিন

এই ঘটনার পর জেলা প্রশাসনের অন্দরেও তৎপরতা বেড়েছে। নির্বাচন কমিশনের নির্দেশ কার্যকর করতে ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে প্রস্তুতি শুরু হয়েছে বলে সূত্রের খবর। পুরো বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে। এই ঘটনার জেরে রাজনৈতিক মহলেও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শাসক ও বিরোধী দলগুলির মধ্যেও এই ইস্যুতে তরজা শুরু হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দেবতা রূপে পূজিত নেতাজি, ভোগে কেক-পায়েস-পিঠে

তিন কলেজকে একসঙ্গে নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয়, প্রস্তাবে রাজি মুখ্যমন্ত্রী

সরস্বতী পুজো ও নেতাজি জন্মজয়ন্তীতে তালাবন্দি সরকারি স্কুল,চরম লজ্জার ছবি

সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমা অগ্রাহ্য, গ্রেফতারি পরোয়ানা জারি হবে রাজগঞ্জের বিডিও-র বিরুদ্ধে?

প্রথাগত পৌরোহিত্য নয়, ইউটিউব দেখে শিখে বাগদেবীর পুজো করলেন চন্দননগরের ছাত্রী

জাত-লিঙ্গের গণ্ডি ভাঙল স্কুল, অব্রাহ্মণ শিক্ষিকার মন্ত্রোচ্চারণে সম্পন্ন সরস্বতী পুজো

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ