এই মুহূর্তে

‘এখানেই ইতি টানলাম..’, প্লেব্যাক থেকে বিদায় নিলেন অরিজিৎ সিংহ

নিজস্ব প্রতিনিধি: একেই বোধহয় বলে বিনা মেঘে বজ্রপাত। আচমকাই সিনেমার গান না গাওয়ার সিদ্ধান্ত নিলেন চলতি প্রজন্মের অন্যতম সেরা সঙ্গীতশিল্পী অরিজি‍ৎ সিংহ। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে সমাজমাধ্যমে এক পোস্টে কোটি কোটি ভক্তের হৃদয় ভেঙে এমনই ঘোষণা করেছেন ‘রং দে তু মোহে গেরুয়া’র গায়ক। সিনেমার গানকে আলবিদা জানিয়ে তিনি লিখেছেন, ‘এখন থেকে মৌলিক গান নিয়েই কাজ করব।’ আচমকাই কেন সিনেমার গান অর্থা‍ৎ প্লেব্যাক নিয়ে তাঁর মোহভঙ্গ হল তার কোনও ব্যাখ্যা দেননি বঙ্গ সন্তান।

এদিন রাত ৮টা ২৬ মিনিটে ৩৮ বছর বয়সী সঙ্গীতশিল্পীর অফিশিয়াল ফেসবুক ও এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডলে এক পোস্ট করা হয়। ওই পোস্টে শিল্পী লিখেছেন, ‘সকলকে নতুন বছরের শুভেচ্ছা। এত বছর শ্রোতা হিসেবে আপনারা অনেক ভালবাসা দিয়েছেন, সে জন্য ধন্যবাদ। আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, আমি আর কোনও সিনেমায় গায়ক হিসাবে কণ্ঠ দেব না। আমি প্লেব্যাক গাওয়া বন্ধ করলাম। এটি একটি অনবদ্য সফর ছিল।’

২১ বছর আগে ২০০৫ সালে এক বেসরকারি বিনোদন চ্যানেলে রিয়্যালিটি শোয়ের মাধ্যমেই সঙ্গীতপ্রেমীদের মন জয় করে নিয়েছিলেন মুর্শিদাবাদের জঙ্গিপুরের সন্তান অরিজি‍ৎ সিংহ। ‘মার্ডার ২’ ছবিতে ‘ফির মহব্বত’ গান গেয়ে গায়ক হিসাবে বলিউডে বা হিন্দি সিনেমার জগতে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। তবে সমালোচকদের প্রশংসা কুড়ালেও শ্রোতাদের মধ্যে তেমন জনপ্রিয়তা পাননি। ২০১৩ সালে মুক্তি পাওয়া ‘আশিকি ২’ ছবির ‘তুম হি হো’ গানটির হাত ধরে তিনি রাতারাতি তারকা বনে যান। তার পর আর তাঁকে পিছু ফিরে তাকাতে হয়নি। উপহার দিয়েছেন ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’, ‘আপনা বানালে’, ‘ভে মাহি’, ‘গেহরা হুয়া’, ‘কেশারিয়া’,  ‘রং দে তু মোহে গেরুয়া’-র মতো অসংখ্য হিট গান।

হিন্দির পাশাপাশি বাংলাতেও রয়েছে তাঁর একাধিক হিট গান। তার মধ্যে উল্লেখযোগ্য হল-‘বোঝে না সে বোঝে না’, ‘কে তুই বল’, ‘গানে গানে’, ‘ভালবাসার মরশুম’। শুধু সিনেমার গান নয়, প্রেমের গান হোক বা মন খারাপের, নাচের গান হোক বা ভক্তিগীতি, সবেতেই সাবলীল তিনি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং সাতটি ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন তিনি। গত বছরই পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ডিভোর্সি বন্ধুকে বিয়ে, কেন দ্বিতীয় স্ত্রী ও সন্তানদের লাইমলাইট থেকে দূরে রাখেন অরিজিৎ?

ঘাটাল মাস্টার প্ল্যানের শিলান্যাসের জন্য মমতাকে ধন্যবাদ দেবের, আর কী বললেন সাংসদ?

‘মহারাষ্ট্রের বিশাল ক্ষতি’, অজিত পাওয়ারের অকাল মৃত্যুতে শোক প্রকাশ রীতেশ দেশমুখের

৫৩-তেও যেন ৩০-এর জেল্লা! ৪০ পেরিয়েও কীভাবে ফিট থাকবেন? সহজ ফর্মূলা দিলেন মন্দিরা বেদী

আচমকা প্লেব্যাক থেকে অবসর, ১ টি গানে ১০ লক্ষ পারিশ্রমিক, কত কোটির সম্পত্তির মালিক অরিজিৎ?

মুক্তির পঞ্চম দিনেই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল ‘বর্ডার ২’, তবুও ছবির আয় ছাড়াল ২০০ কোটি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ