এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

ইংরেজবাজারে মনোনয়ন দাখিল কৃষ্ণেন্দুর, সঙ্গী স্ত্রীও

নিজস্ব প্রতিনিধি: সোমবার মালদা জেলার সদর শহর ইংরেজবাজারে আসন্ন পুরনির্বাচনের জন্য মনোনয়ন দাখিল করলেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। সঙ্গী ছিলেন তাঁর অনুগামীরা ও তাঁর স্ত্রী কাকলি চৌধুরী। এবারের পুরভোটে ইংরেজবাজার পুরসভার ১০ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী হয়েছেন কৃষ্ণেন্দুবাবু। তাঁর স্ত্রীও এবারের পুরভোটে প্রার্থী হয়েছেন। তিনি দাঁড়াচ্ছেন শহরের ৮ নম্বর ওয়ার্ড থেকে। এদিন কৃষ্ণেন্দুবাবুর সঙ্গে তৃণমূলের আরও ৩জন প্রার্থী তাঁদের মনোনয়ন দাখিল করেন। এদিন মনোনয়ন দাখিলের আগে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জহুরা কালীবাড়ি সহ শহরের একাধিক কালী মন্দিরে পূজো দেন। এদিন মনোনয়ন দাখিল করে বেশ আত্মবিশ্বাসের সঙ্গে কৃষ্ণেন্দুবাবু জানান, আসন্ন পুরসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পাবে তৃণমূল কংগ্রেস।

কৃষ্ণেন্দুবাবু দীর্ঘদিনের রাজনীতিবিদ। তাঁর রাজনীতির কেরিয়ারও রীতিমত ইর্ষা করার মতোই। বার বার দলবদল, তারপরেও ক্ষমতা ধরে রাখার কায়দা তিনি বেশ ভালই রপ্ত করেছিলেন। তবে ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে ইংরেজবাজার বিধানসভা নির্বাচনে পরাস্ত হওয়ার পর থেকেই তাঁর কেরিয়ার বার বার ধাক্কা খাচ্ছে। ১৯৭৪ সালে কংগ্রেসের হাত ধরে তিনি তাঁরা রাজনীতির কেরিয়ার শুরু করেছিলেন। ১৯৯৮ সালে তিনি যোগ দেন তৃণমূলে। কিন্তু ২০০৬ সালে তিনি আবারও ফেরেন কংগ্রেসে। সেখানেও থিতু হননি তিনি। ২০১৩ সালে আবারও ফেরেন তিনি সেই তৃণমূলেই। এখনও সেখানেই আছেন। তবে অনেকটাই ক্ষমতাহীন অবস্থায়। তিনি এখন না বিধায়ক, না মন্ত্রী, না পুরসভার কাউন্সিলর বা চেয়াম্যানও। যদিও ২০০৬ ও ২০১১ সালে তিনি ইংরেজবাজার থেকেই কংগ্রেস প্রার্থী হিসাবে জয়ী হয়েছিলেন। এমনকি ২০১৩ সালেও তিনি এই বিধানসভা কেন্দ্র থেকেই উপনির্বাচনে জিতে রাজ্যের মন্ত্রীও হন। ২০০৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান ছিলেন।

কিন্তু ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে হারের পর থেকেই তাঁর হাত থেকে একের পর এক ক্ষমতার ভরকেন্দ্র হাতছাড়া হতে শুরু করে। এবারে একুশের বিধানসভা নির্বাচনেও দল তাঁকে ইংরেজবাজার বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করেছিল। ঘটনাচক্রে একুশের বিধানসভা নির্বাচনেই তৃণমূল মালদা জেলা থেকে সব থেকে বেশি আসন পেয়েছিল। এর আগে মালদা থেকে তৃণমূল এইরকম কোনও সাফল্যের মুখ দেখেনি। জেলার ১২টি আসনের মধ্যে ৮টি আসনেই জয়ের মুখ দেখে তৃণমূল। কিন্তু তারপরেও ইংরেজবাজারে জয়ী হননি কৃষ্ণেন্দু। সেখানে জিতেছে বিজেপি। তাই এবারে কৃষ্ণেন্দু ও তাঁর স্ত্রীকে তৃণমূলের তরফে পুরনির্বাচনে প্রার্থী করলেও তাঁদের জয় নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। তবে কৃষ্ণেন্দুবাবু ও তৃণমূল ইংরেজবাজারের পুরসভা নির্বাচনে জয়ী হলে দল যে তাঁকে আবারও পুরপ্রধানের পদে বসাতে পারে সেই সম্ভাবনা এখন অনেকটাই বেড়ে গিয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘আজ না হয় কাল এর বদলা আমি নেবই নেব’, তমলুকে হুঙ্কার মমতার

‘গদ্দার’ রথীনকে আবারও হারিয়ে প্রসূণকে দিল্লি যাত্রার ছাড়পত্র দিতে প্রস্তুত হাওড়া

তাপপ্রবাহের সতর্কতার সঙ্গে বর্ষা নিয়ে সুখবর দিল হাওয়া অফিস 

শান্তনুর যাত্রাভঙ্গের আশায় প্রহর গুণছেন বনগাঁ লোকসভা কেন্দ্রের ক্ষুব্ধ ভোটাররা

তৃণমূল কর্মীর  রহস্যমৃত্যু, গোসাবায় ছড়িয়ে উত্তেজনা

তীব্র দাবদাহের জেরে রাস্তায় নামানো হচ্ছে বাড়তি এসি বাস, নয়া পদক্ষেপ সরকারের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর