এই মুহূর্তে




ছ’মাস পর্যন্ত লাগবে না রিচার্জ, রোজ মিলবে 2.5 জিবি ডেটা, দুর্দান্ত প্ল্যান আনল Jio

নিজস্ব প্রতিনিধি: গ্রাহকদের জন্য একগুচ্ছ দুর্দান্ত প্ল্যান আনল Jio। বেসরকারি এই টেলিকম সংস্থাটি গ্রাহক ধরে রাখার ক্ষেত্রে বরাবরই প্রথম স্থানে রয়েছে। জিও তার বিভিন্ন প্ল্যানে নানা রকম সুবিধা দেয়। বর্তমানে Jio যে নতুন প্ল্যানটি এনেছে সেখানে কোম্পানিটি গ্রাহকদের একগুচ্ছ ডেটা, দীর্ঘকালীন ভ্যালিডিটি অফার করছে। তাই যদি আপনি Jio সিম কার্ড ব্যবহার করেন এবং এমন একটি প্ল্যানের সন্ধানে থাকেন যেখানে দীর্ঘকালীন মেয়াদ পাবেন আবার লাভও আছে, তাহলে এই দুর্দান্ত প্ল্যানটি আপনার জন্যই।

এই প্ল্যানে ছয় মাসের ভ্যালিডিটি পাওয়া যাবে। এর সঙ্গে থাকবে 2.5 জিবি ডাটা। 200 দিনের ভ্যালিডিটির সহ Jio সবচেয়ে সস্তা প্ল্যান এর সঙ্গে আনলিমিটেড 5 জির সুবিধাও পাওয়া যাবে। আসুন জেনে নেওয়া যাক এই প্ল্যানে কী কী আর্থিক সুবিধা রয়েছে।

Jio’র এই প্ল্যান নিতে গেলে আপনাকে দিতে হবে 2025 টাকা। এই বড় অঙ্কের টাকা দিয়ে আপনি পাবেন 200 দিনের ভ্যালিডিটি অর্থাৎ মাস হিসেবে ধরলে ছয় মাসের বেশি ভ্যালিডিটি থাকবে। এই প্ল্যানে আপনি 500 জিবি এটা পাবেন, প্রত্যেক দিন 2.5 জিবি করে যেটা থাকবে আপনার ফোনে। এর পাশাপাশি থাকবে আনলিমিটেড কলিং এর ফেসিলিটি।

এই প্ল্যানে আপনি প্রতিদিন ১০০টি এসএমএস করা করতে পারবেন। ৯০ দিনের জন্য জিও হটস্টার (Jio Hotstar) মোবাইল সাবস্ক্রিপশন বিনামূল্যে পাওয়া যাবে। ২০২৫ টাকার Jio’র প্ল্যানে 50 জিবি Jio AI ক্লাউড স্টোরেজ ফ্রি থাকছে। এছাড়া যদি আপনার এলাকায় 5জি নেটওয়ার্ক থাকে তাহলে এই প্লানের সঙ্গে আপনি আনলিমিটেড 5জি’র সুবিধাও পেতে পারেন।

আপনি যদি বার্ষিক রিচার্জ এর প্ল্যান করতে চান তাহলে জিওর 3500 টাকা বা 3999 টাকায় দুর্দান্ত একটি প্ল্যান রয়েছে, এতে আপনি 365 দিনের ভ্যালিডিটি এবং প্রতিদিন 2.5 জিবি করে ডেটা পাবেন। এই দুটি প্লানে আনলিমিটেড 5 জি সহ অতিরিক্ত সুবিধা পাবেন। আর আনলিমিটেড কলিং ফেসিলিটি থাকছেই।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিজ্ঞাপন জগতে নক্ষত্রপতন! প্রয়াত ‘ক্যাডবেরি’, ‘ফেভিকল’-খ্যাত ‘অ্যাডম্যান’ পীযূষ পাণ্ডে

10,000 টাকারও কমে 6000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা নিয়ে আসছে Realme C85!

বয়স্কদের জন্য সস্তা রিচার্জ প্ল্যান আনল BSNL, জানুন বিস্তারিত

ভারতের ডিজিটাল লেনদেনের দুনিয়ায় নতুন চমক, আসছে  ‘জোহো পে’

হোয়াটসঅ্যাপে আসছে কড়াকড়ি! স্প্যাম আর বিরক্তিকর মেসেজ থেকে এবার মিলবে ছুটি

আসছে গেম চেঞ্জার OnePlus 15, কবে লঞ্চ, দাম ও স্পেসিফিকেশন জানুন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ