এই মুহূর্তে




দুর্গাপুজোয় ইলিশ না পাঠানোর জন্য ক্ষমা চাইল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার




নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আসন্ন শারদো‍ৎসবে ওপার বাংলা-সহ ভারতে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালির পাতে উঠছে না পদ্মা-মেঘনার ইলিশ। শুক্রবার প্রাণিসম্পদ ও ম‍ৎস্য উপদেষ্টা ফরিদা আখতার স্পষ্ট জানিয়েছেন, এবারের পুজোয় পশ্চিমবঙ্গ-সহ ভারতে ইলিশ মাছ রফতানির অনুমতি দেওয়া হবে না। এবারের দুর্গোৎসবে বাংলাদেশের হিন্দুধর্মাবলম্বী-সহ অন্যান্য নাগরিকরা যাতে প্রাণ ভরে ইলিশ মাছ খেতে পারেন, সেদিকেই প্রাধান্য দেওয়া হবে। ভারত থেকে ডিম নেওয়ার পরেও ইলিশ না পাঠানোর জন্য ক্ষমা চেয়েছেন তিনি।

প্রতি বছরই দুর্গাপুজোর সময়ে বন্ধুত্বের নজির হিসেবে পশ্চিমবঙ্গ-সহ ভারতে ইলিশ পাঠাতেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত কয়েক বছর ধরে প্রায় চার হাজার টন করে ইলিশ পাঠানোর অনুমতি দিয়েছিলেন তিনি। কিন্তু গত ৫ অগস্টে সেনা বিদ্রোহের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন মুজিব কন্যা। বাংলাদেশের ক্ষমতায় আসীন হয় ভারত বিদ্বেষী হিসাবে পরিচিত অন্তর্বর্তী সরকার। দায়িত্ব নেওয়ার পরেই অন্তর্বর্তী সরকারের প্রাণিসম্পদ ও ম‍ৎস্য উপদেষ্টা ফরিদা আখতার জানিয়ে দিয়েছিলেন, দেশের মানুষ আগে ইলিশ খাবে। তার পরেই অন্য কোনও দেশকে ইলিশ পাঠানো হবে।

সম্প্রতি বাংলাদেশের মানুষ যাতে সস্তায় প্রোটিন পেতে পারেন তার জন্য কয়েক লক্ষ পিস ডিম সরবরাহ করেছে ভারত। আর বাংলাদেশকে ডিম পাঠানোর পরেই পশ্চিমবঙ্গের মাছ আমদানিকারকদের তরফে চিঠি পাঠিয়ে ইলিশ পাঠানোর আর্জি জানানো হয়। সৌজন্য দেখিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ইলিশ রফতানির অনুমতি দেয় কিনা, তা নিয়ে জল্পনা শুরু হয়। শুক্রবার  দুপুরে অন্তর্বর্তী সরকারের প্রাণিসম্পদ ও ম‍ৎস্য উপদেষ্টা ফরিদা আখতার ইলিশ রফতানির সম্ভাবনায় জল ঢেলে বলেন, ‘পুজোর সময়ে ভারতে মাছ পাঠানোর কোনও প্রয়োজনীয়তা ছিল না। ভারতের সঙ্গে ভাল সম্পর্কের কথা বলে প্রাক্তন প্রধানমন্ত্রীর ইলিশ রফতানির অনুমতি দেওয়া উচিত হয়নি। ভারতে মাছ রফতানি করতে গিয়ে তিনি বাংলাদেশের মানুষের প্রয়োজনীয়তাকে উপেক্ষা করেছেন।’ এখানেই থামেননি ম‍ৎস্য উপদেষ্টা। আসন্ন দুর্গাপুজোয় ভারতে মাছ পাঠানো হবে না জানিয়ে তিনি বলেন, ‘আমরা ক্ষমা চাচ্ছি। কিন্তু আমরা ভারতে কোনও ইলিশ পাঠাতে পারব না। আমরা দেখেছি আমাদের দেশের মানুষই ইলিশ খেতে পারেন না। কারণ সব ভারতে পাঠানো হয়। যেগুলো থাকে সেগুলো অনেক দামে খেতে হয়। আমরাও দুর্গোৎসব পালন করি। আমাদের জনগণও এটি উপভোগ করতে পারবে।’




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কুয়ালালামপুর বিমানবন্দরে আটক বাংলাদেশের ‘জাকির নায়েক’ আজহারী

ঢাকার তাঁতীবাজারে পুজোমণ্ডপে পেট্রল বোমা-ছুরি নিয়ে হামলা, আহত ৪

আচমকাই ঢাকার রমনা কালী মন্দিরে ছুটে গেলেন বাংলাদেশের তিন বাহিনীর প্রধান, কী ঘটল?

ঢাকার গোপীবাগের রামকৃষ্ণ মিশনে নির্বিঘ্নে সম্পন্ন কুমারী পুজো

বাংলাদেশের যশোরেশ্বরী মন্দির থেকে চুরি মোদির দেওয়া মুকুট, ক্ষুব্ধ দিল্লি

ক্ষমা চেয়েও রেহাই পেলেন না, মিরপুর স্টেডিয়াম চত্বরে সাকিব বিরোধী গ্রাফিতি

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর