এই মুহূর্তে




শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছে না আমেরিকা, ভিসা বাতিল করল মার্কিন দূতাবাস

Courtesy - Google




নিজস্ব প্রতিনিধি: সময়টা ভীষণ খারাপ চলছে বাংলাদেশের(Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী(Former Prime Minister) শেখ হাসিনা(Sheikh Hasina) ও তাঁর মন্ত্রিসভার মন্ত্রীদের। কেননা হাসিনা সহ এদের সকলেরই ভিসা বাতিল(Cancellation of Visa) করে দিল মার্কিন যুক্তরাষ্ট্র(USA)। সেটাও এই সঙ্কটের সময়ে যখন তাঁরা দেশ ছেড়ে আশ্রয়ের জন্য এ দোর ও দোরে কড়া নেড়ে বেড়াচ্ছেন। হাসিনা নিজে কাল বাংলাদেশ ছেড় যেতে চেয়েছিলেন ইংল্যান্ডে। কিন্তু সে দেশের সরকার তাঁকে ঢুকতে দিতেই নারাজ। এবার সেই একই পন্থা দিল মার্কিন প্রশাসনও। শেখ হাসিনার ভিসা বাতিলের তথ্য নিশ্চিত করেছেন বৃটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান। তিনি ট্যুইট করে বিশ্ববাসীর কাছে এই তথ্য তুলে ধরেছেন। এই অবস্থায় ভারতেই দীর্ঘমেয়াদী স্তরে হাসিনার থেকে যাওয়ার সম্ভাবনা ক্রমশ বাড়ছে। কেননা আর যাই হোক ভারত কোনওদিনই হাসিনার বিরুদ্ধে কোনও পদক্ষেপ করবে না। তিনি আশ্রয় চাইলে ভারত সরকার তা দেবেও।

আরও পড়ুন রাস্তার করুণ অবস্থা নিয়ে উদ্বিগ্ন কলকাতা পুলিশের ট্র্যাফিক বিভাগের কর্তারা

এদিন ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের কাছে সেদেশের সংবাদমাধ্যমের প্রতিনিধিরতা জানতে চেয়েছিলেন শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, হাসিনার মন্ত্রিসভার সদস্যরা, সরকারের উপদেষ্টা ও কর্মকর্তাদের মার্কিন ভিসা প্রত্যাহার করা হয়েছে কিনা। সেই প্রশ্নের উত্তরেই ঢাকার মার্কিন দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইবেলি জানিয়ান, ‘ভিসা রেকর্ডগুলি মার্কিন আইনের অধীনে গোপনীয়। তাই, আমরা পৃথক ভিসার বিষয়ে  বিস্তারিত আলোচনা করি না।’ অর্থাৎ হাসিনাসহ অন্যান্য মন্ত্রীদের ভিসা প্রত্যাহার নিয়ে মন্তব্য করতে রাজি নয় ঢাকার মার্কিন দূতাবাস। কিন্তু ডেভিড বার্গম্যানের ট্যুইট গোটা বিষয়টিকে প্রতিষ্ঠা দিয়েছে। উল্লেখ্য, হাসিনা সহ তাঁর বোন এবং তাঁর মন্ত্রিসভার সব সদস্যদেরই মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা রয়েছে। কিন্তু এই চরম সঙ্কটকালে সেই ভিসাই বাতিল করে দিল বাইডেন প্রশাসন।

আরও পড়ুন বাংলাদেশ থেকে ফেরত আসার পথে হেনস্থার শিকার ভারতীয়রা

সব থেকে বড় কথা হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসতে সক্ষম হলেও তাঁর সরকারের সব মন্ত্রীরা তা পারেননি। এদিনই এক মন্ত্রী ঢাকার বিমানবন্দরে আটকে যান। তাঁকে দেশ ছাড়তে দেওয়া হয়নি। হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় থাকেন। হাসিনা সেখানেই যেতে চাইছেন। কিন্তু এখন ভিসা বাতিল হওয়ায় ছেলের কাছেও যেতে পারবেন না তিনি। আবার ইংল্যান্ডের তরফে এদিন জানানো হয়েছে, শেখ হাসিনা তাঁদের কাছে যে পদ্ধতিতে আশ্রয় চেয়েছেন, তা সে দেশের অভিবাসন আইন অনুযায়ী সম্ভব নয়। আইন অনুযায়ী ওই পদ্ধতিতে অন্য দেশের নাগরিককে আশ্রয় দিতে পারে না দেশটি। কারণ, নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক নিরাপত্তা প্রয়োজন রয়েছে এমন ব্যক্তির ক্ষেত্রে দেশছাড়ার পর তিনি প্রথম যে নিকটবর্তী নিরাপদ দেশে পা রাখছেন, সেখানেই আশ্রয় চাইতে হবে। সেটাই তার নিরাপত্তা পাওয়ার দ্রুততম রাস্তা। এক্ষেত্রে শেখ হাসিনা যেহেতু ভারতে গেছেন সেক্ষেত্রে ভারতেই তাঁকে থাকতে হবে। তবে হাসিনার কাছে ইংল্যান্ডের ভিসা থাকলে তাঁকে ভ্রমণের অনুমতি দেওয়া হতে পারে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাংলাদেশকে পাঁচ টুকরো করার দাবি তুললেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা

খুলল মুখোশ, নয়া রাজনৈতিক মঞ্চ গঠন করল কোটা আন্দোলনকারীরা

তারেক রহমানকে ব্যঙ্গ করায় হিরো আলমকে গণধোলাই বিএনপি কর্মীদের

বাংলাদেশে দুর্গাপুজোয় মণ্ডপ ও মন্দির পাহারা দেবে মাদ্রাসা ছাত্ররা, আতঙ্কিত হিন্দুরা

বঙ্গভঙ্গের গান ‘আমার সোনার বাংলা’ যেভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয়ে উঠল

ভারতীয় সেনাকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ শুনেই ঠকঠকিয়ে কাঁপছে বাংলাদেশ

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর