এই মুহূর্তে




রিল বানাতে গিয়ে নির্মীয়মাণ ভবনের ১৩ তলা থেকে পড়ে মৃত্যু তরুণীর




নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: এক মর্মান্তিক ঘটনায় দক্ষিণ বেঙ্গালুরুর পারাপ্পানা আগ্রাহারে একটি নির্মীয়মাণ ভবনের ১৩ তলা থেকে পড়ে মৃত্যু হল এক তরুণী। বছর কুড়ির তরুণীর নাম নন্দিনী।  তিনি শহরের একটি হাইপারমার্কেটে সেলস এক্সিকিউটিভ হিসেবে কাজ করতেন। পুলিশ সূত্রে খবর, নন্দিনী তাঁর ৩ বন্ধুর সঙ্গে মিলে ওই নির্মীয়মাণ বাড়িটিতে মদ্যপান এবং পার্টি করতে গিয়েছিলেন। তখনই মৃত্যু হয় নন্দিনীর। তিন বন্ধুর মধ্যে দুজন ছিলেন পুরুষ। এই ঘটনা ঘটতেই তিন জনই পালিয়ে যায়।

তদন্তের সময় পুলিশের হাতে আসে সিসিটিভি ফুটেজ। সেই ফুটেজ দেখেই পুলিশ  মৃত তরুণীর এক বন্ধুকে খুঁজে বের করে। তখনই জানা যায় পার্টিতে ঠিক কী ঘটেছিল। রিপোর্ট অনুসারে, প্রেমঘটিত বিষয় নিয়ে বন্ধুদের মধ্যে ঝগড়া শুরু হয়। পরে নন্দিনী ভবনের বারান্দায় একটি ‘স্যাড রিল’ শুটিং করতে গিয়েছিলেন। রিল রেকর্ড করার সময় নন্দিনী ভারসাম্য হারিয়ে লিফটের জন্য তৈরি করা ফাঁকা জায়গায় পড়ে যান।

ঘটনার পরপরই নন্দিনীর বন্ধুরা যারা নির্মীয়মাণ ভবনে পার্টি করতে এসেছিলেন তাঁরা পালিয়ে যায়। বন্ধুদের মধ্যে ২ জন পুরুষ এবং একজন মহিলা ছিলেন। ভবনের সিসিটিভির সাহায্যে পুলিশ ওই মহিলাকে খুঁজে বের করে।

ডিসিপি (দক্ষিণ-পূর্ব) ফাতিমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “তাঁরা ভবনে পার্টি করছিলেন। পরে রিল রেকর্ড করার জন্য তরুণী বারান্দায় যান এবং পিছলে পড়ে মারা যান। এখনও পর্যন্ত প্রেমঘটিত কারণে এটি হয়েছে কিনা তা আমরা জানি না। সবকিছু তদন্তাধীন। অস্বাভাবিক মৃত্যুর অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে।”

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পণের জন্য নরক হয়েছে জীবন, দেহে খুনিদের নাম লিখে আত্মহত্যা গৃহবধূর

নজিরবিহীন! ১২ বছরের নাবালকের কথা শুনে নিজের ভুল স্বীকার করে রায় বদলাল সুপ্রিম কোর্ট

১ বছর জামিনের আবেদন করতে পারবে না সোনা পাচার মামলায় ধৃত রান্যা রাও

নাতিকে নিয়ে বেপাত্তা রুশ পুত্রবধূ, লুকআউট নোটিস জারির নির্দেশ শীর্ষ আদালতের

নতুন ঘর বাঁধার স্বপ্ন! স্বামীকে ফাঁসাতে মেয়েকে খুন করল মা, দেহের সামনে ৩৬ ঘণ্টা ধরে চলল উল্লাস

বিরাট কোহলিই দায়ী! বেঙ্গালুরুর পদপিষ্টের ঘটনায় রিপোর্ট কর্নাটক সরকার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ