এই মুহূর্তে

পিকনিক স্পটে বাগদত্তার সামনেই ভয়াবহতার শিকার নাবালিকা, তারপর…

নিজস্ব প্রতিনিধি: যে সমস্ত খারাপ বিষয় যেমন আতঙ্ক-ধর্ষণ-ডাকাতি-বধূ নির্যাতন-পণপ্রথা- উত্তরপ্রদেশকে এই সব দুষ্কর্মের আখড়া বলা হয়। উত্তরপ্রদেশে ধর্ষণের ঘটনা কোনও নতুন বিষয় নয়। ওই এলাকায় শিশু থেকে বৃদ্ধা সকলেই নিজের প্রাণের ভয় করে চলে। নারী নিরাপত্তা একদম তলানিতে গিয়ে ঠেকেছে সেখানের। এবার কাশগঞ্জ জেলার হাজরা ক্যানেলে, ১৬ বছরের এক তরুণী তার বাগদত্তা কুড়ি বছরের যুবকের সঙ্গে জনপ্রিয় একটি পিকনিক স্পটে ঘুরতে গিয়েছিলেন। দুপুর বেলা প্রকাশ্য দিবালোকে কিছু দুষ্কৃতী তাঁকে গায়ের জোরে সেখান থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। সঙ্গে তাঁর হবু স্বামীকে মারধর করে। এই ধর্ষণের ঘটনার বিবরণ দিতে গিয়ে তরুণী অসুস্থ বোধ করতে থাকে।

একজন নয় একের পর এক অর্থাৎ একে একে মিলে সাত আট জন তাঁকে মারাত্মক ভাবে ধর্ষণ করে। এই ঘটনার পর ওই কিশোরী তাঁর নিজের বাড়িতেও কিছু বলাত মতো সাহস পায় না। কিন্তু তাঁর শারীরিক অবস্থার ক্রমশ অবনতি ঘটতে থাকে। তার পর সে তাঁর পরিবারে সম্পূর্ণ বিষয়টি জানায়। এরপর পুলিশের হেল্পলাইন নম্বর ১০৯৮ ফোন করে, পুলিশকে সমস্ত ঘটনা জানায়। তাঁরা জানিয়েছেন, অভিযুক্তরা ঐ কিশোরীকে ধর্ষণ করার সময় ধর্ষণের ভিডিও তুলেছিল। তাঁকে ভয় দেখানো হয়েছিল। এ ধর্ষণের কথা প্রকাশ্যে আসলে সেই ভিডিও ফাঁস করে দেওয়া হবে।

তাঁর হবু বাগদত্তার সঙ্গে সে যখন ক্যানেলের ধারে হাঁটছিল, ঠিক তখনই গায়ের জোড়ে পাশের ঝোপে টেনে নিয়ে গিয়ে এই কুকর্ম চালায়। মেয়েটি জানিয়েছে যে, পুরুষরা মোটরসাইকেলে করে ঘটনাস্থলে এসে তাঁদের উপর অকথ্য ভাষায় কথা বলতে শুরু করে। তারপর তারা তাঁকে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে। তাদের মধ্যে কয়েকজন তাঁর বাগদত্তাকে ধরে ফেলে। প্রায় দুই ঘণ্টা পর, তাঁদের যেতে দেওয়া হয়। নির্যাতিতার সোনার কানের দুলও কেড়ে নেয় দুষ্কৃতিরা।

এই ধর্ষণের অভিযোগে উত্তরপ্রদেশের কাশগঞ্জের পুলিশ আটজনকে গ্রেফতার করে, দু’জন এখনও পলাতক। কাশগঞ্জ পুলিশের মতে, ভারতীয় ন্যায় সংহিতা (BNS) ধারায় গণধর্ষণ এবং অপরাধমূলক ভয় দেখানোয় ১০ জন ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তারা ওই কিশোরীর কাছ থেকে কিছু টাকাও ছিনিয়ে নেয়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাংলায় বিধানসভা ভোটের জন্য পর্যবেক্ষক নিয়োগ কংগ্রেস হাইকমান্ডের, কারা দায়িত্ব পেলেন?

বাংলায় কথা বলা ‘অপরাধ’, ছত্তিশগড়ে নিপীড়িত পুরুলিয়ার আট শ্রমিক

‘আপনাকে দেখতে ভারতীয় লাগছে না’, শুনে কী জবাব আইপিএস আধিকারিকের?

মুরগি-ছাগলের প্রাণ কী জীবন নয়? পথকুকুর মামলায় প্রশ্ন সুপ্রিম কোর্টের

‘কৌন সা কুত্তা কিস মুড মে, ইয়ে পাতা নেহি হোথা’, পথকুকুর মামলায় টিপ্পনি সুপ্রিম কোর্টের

চলতি মাসেই ভারতে আসছেন সুনীতা উইলিয়ামস, কোথায় যাবেন মার্কিন মহাকাশচারী?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ