এই মুহূর্তে

অন্তর্জলি যাত্রা! ৩৫ বছরের তরুণীকে বিয়ের পর দিন মৃত্যুর কোলে ৭৫ বছরের বৃদ্ধ

নিজস্ব প্রতিনধি, লখনউ: বয়সকে তুড়ি মেরে উড়িয়ে বিয়ের পিঁড়িতে ৭৫ বছরের বৃদ্ধ। বিয়ে করলেন ৩৫ বছরের এক মহিলাকে। কিন্তু সেই বিবাহিত জীবনের সুখ ভোগ করার আগেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। সংসার শুরু করার আগেই সব শেষ। বিয়ের পরের দিন মৃত্যু হয়েছে বৃদ্ধের। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিয়ের পরের দিনেই মৃত্যু ঘিরে নানা প্রশ্নও উঠছে।

উত্তর প্রদেশের জৌনপুরে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধ ৩৫ বছর বয়সী এক মহিলাকে বিয়ে করার পরের দিন সকালেই হঠাৎ করেই মারা যান। এই ঘতনা পরিবারের সদস্যদের মধ্যে সন্দেহের সৃষ্টি করেছে।  কুচমুচ গ্রামে ঘটে যাওয়া এই ঘটনাটি  মোড় নিয়েছে অন্যদিকে। মৃত ব্যক্তির পরিবার এই মৃত্যুকে সন্দেহজনক বলে উল্লেখ করে শেষকৃত্য স্থগিত করেছে। সাংরু রাম নামে ওই ব্যক্তি একজন কৃষক ছিলেন। তাঁর আগেও বিয়ে হয়েছিল।  এক বছর আগে স্ত্রীর মৃত্যুর পর থেকে তিনি একাই থাকতেন। বৃদ্ধের  ভাই এবং ভাগ্নে বর্তমানে দিল্লিতে থাকেন। বৃদ্ধ নিঃসন্তান এবং পরিবারের সদস্যদের কেউ কাছে  না থাকায়, সম্প্রতি তিনি আবার বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। গ্রামবাসীরা বিয়ে না করার কথা বললেও  সাংরু সোমবার মানভাবতীকে বিয়ে করেন। সামাজিক ভাবে বড় অনুষ্ঠান করে নয় আদালতে গিয়ে বিয়ে  করেন এবং তারপরে একটি মন্দিরে একটি ছোট অনুষ্ঠানের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

এটি মানভাবতীরও দ্বিতীয় বিয়ে ছিল এবং তার আগের সম্পর্কের দুটি মেয়ে এবং একটি ছেলে রয়েছে। তিনি স্থানীয়দের জানান যে সাংরু তাকে আশ্বস্ত করেছিলেন যে তাকে কেবল তার ঘর সামলাতে হবে, আর সে তার এবং তার সন্তানদের ভরণপোষণের দায়িত্ব নেবে।  বিয়ের পরেই জীবনে এত বড় দুর্যোগ নেমে আসবে তা সে স্বপ্নেও ভাবেনি। মানভাবতী বলেন,  "আমাদের বিয়ের পর, আমরা গভীর রাত পর্যন্ত কথা বলছিলাম। সকালে হঠাৎ তার স্বাস্থ্যের অবনতি হয়। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।" তবে বৃদ্ধের মৃত্যুর কারণ এখনও নিশ্চিত করে জানা যায়নি। 

 বৃদ্ধের মৃত্যুতে গোটা গ্রামের মানুষ শোক প্রকাশ করেছে এবং সাংরু'র পরিবারের পক্ষ থেকে নানা পতিক্রিয়া জানানো হয়েছে।  সাংরু রামের ভাগ্নে, যারা এখনও দিল্লি থেকে আসেননি, তারা মৃত্যুকে সন্দেহজনক বলে  দাবি করেছেন এবং শেষকৃত্যের কার্যক্রম বন্ধ রেখেছেন। তারা দাবি করেছেন যে তাদের ফিরে না আসা পর্যন্ত কোনও শেষকৃত্য করা হবে না। পুলিশ এই ঘটনার 
 তদন্ত শুরু করবে নাকি ময়নাতদন্তের নির্দেশ দেবে তা এখনও স্পষ্ট নয়।
 
Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাংলায় বিধানসভা ভোটের জন্য পর্যবেক্ষক নিয়োগ কংগ্রেস হাইকমান্ডের, কারা দায়িত্ব পেলেন?

বাংলায় কথা বলা ‘অপরাধ’, ছত্তিশগড়ে নিপীড়িত পুরুলিয়ার আট শ্রমিক

‘আপনাকে দেখতে ভারতীয় লাগছে না’, শুনে কী জবাব আইপিএস আধিকারিকের?

মুরগি-ছাগলের প্রাণ কী জীবন নয়? পথকুকুর মামলায় প্রশ্ন সুপ্রিম কোর্টের

‘কৌন সা কুত্তা কিস মুড মে, ইয়ে পাতা নেহি হোথা’, পথকুকুর মামলায় টিপ্পনি সুপ্রিম কোর্টের

চলতি মাসেই ভারতে আসছেন সুনীতা উইলিয়ামস, কোথায় যাবেন মার্কিন মহাকাশচারী?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ