এই মুহূর্তে

পরিবর্তনের দোরগোড়ায় দাঁড়িয়ে ত্রিপুরা: অভিষেক

নিজস্ব প্রতিনিধি: প্রকৃত পরিবর্তনের দোরগোড়ায় ত্রিপুরা (TRIPURA)। এমনটাই দাবি করলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের (TMC) সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (ABHISHEK BANERJEE)। আগামী ২৩ মার্চ ত্রিপুরা বিধানসভা উপনির্বাচন। নির্বাচনী প্রচারের জন্য ত্রিপুরা গিয়েছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি সাংবাদিক বৈঠক (PRESS MEET) করেন। কেন ত্রিপুরায় তৃণমূলের সরকার দরকার তা বলেন। ত্রিপুরার অবস্থা বেহাল দাবি করে বিঁধলেন বিজেপিকে। তাঁর নিশানা থেকে বাদ যায়নি সিপিএম ও কংগ্রেস। এদিন তিনি বলেন, প্রকৃত পরিবর্তনের দোরগোড়ায় ত্রিপুরা। দৃঢ় কন্ঠে কন্ঠে দাবি করলেন, উপনির্বাচনে জয়ী হচ্ছে তৃণমূল।

এদিন তিনি বলেন, নির্বাচনের (ELECTION) আগে ভুয়ো ও মিথ্যা মামলা দিয়ে তৃণমূল কর্মীদের জেলে ঢোকানো হচ্ছে। ক্ষমতায় আসার আগে বিজেপির প্রতিশ্রুতি ছিল মিসডকলেই হবে চাকরি, আদৌ তা হয়নি। বলেন, এক ঘন্টা বৃষ্টি হলে আগরতলা জলে ডুবে যায় তবুও বিজেপির কাউকে পাওয়া যায় না। এরপর এই দাবি করেন, কোনও প্রতিশ্রুতি রাখেনি বিজেপি (BJP) সরকার। বলেন, এখনই রুখে না দাঁড়ালে অবস্থা আরও শোচনীয় হবে। তাঁর বার্তা, ‘ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ান, তৃণমূলের হাত শক্ত করুন’। বলেন, তৃণমূল কারও চোখ রাঙানির কাছে মাথা নোয়ায় না। কোনও হুমকিকে ভয় পেতে না বলে তিনি বলেন, ফেসবুক-ট্যুইটারে প্রতিবাদ রাজনৈতিক পরিবর্তন আনে না। পরিবর্তন আনতে গেলে বিজেপি বিরোধী ভোট তৃণমূলে দিতে হবে। এদিন অভিষেক বলেন, ত্রিপুরা জুড়ে পায়ের পরিবেশ তৈরি করা হয়েছে। দেওয়া হচ্ছে মিথ্যা মামলা। তাঁর দাবি, ত্রিপুরার কোনও পরিবার তৃণমূলের নাম লেখালে ওই পরিবারের ৫-৭ বছরের শিশুকেও রক্ষা দেয়নি গেরুয়া শিবির।

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, এই লড়াই বিজেপির সঙ্গে তৃণমূলের নয়। আসলে এই লড়াই বিজেপির সঙ্গে ত্রিপুরাবাসীর। তারপরেই পরিসংখ্যান তুলে ধরেন। বলেন, ত্রিপুরায় বেকারত্ব ১৮ শতাংশ। আর বাংলায় বেকারত্বের সংখ্যা মাত্র ৪ শতাংশ। ত্রিপুরার ভয়াবহতা বোঝাতে গিয়ে তিনি বলেন, এখানে এমন কণ্ঠরোধ করা হয়, যে সংবাদমাধ্যমও আক্রান্ত হয়। তাঁর দাবি, ২৫ বছরের সিপিএমের সন্ত্রাসকে হার মানিয়েছে ৫ বছরের বিজেপির শাসন। বলেন, ত্রিপুরায় যতদিন না গণতান্ত্রিক সরকার আসছে ততদিন মাটি কামড়ে পড়ে থাকবে তৃণমূল। শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করবে সবুজ শিবির। বিজেপিকে কটাক্ষ করে বলেন, ত্রিপুরার ডবল ইঞ্জিনে সরকারের অবস্থা শোচনীয়। পশ্চিমবঙ্গের সিঙ্গেল ইঞ্জিন সরকার এগিয়ে চলেছে জোর কদমে। তারপরেই ফের কটাক্ষ করে বলেন, ২৪৫ কোটি টাকা দিয়ে ত্রিপুরায় স্মার্ট সিটি করে তোলা হয়েছে কিন্তু অবস্থা মর্মান্তিক। নামেই স্মার্ট সিটি।

এদিন অভিষেক বলেন, ত্রিপুরায় বিজেপির সঙ্গে গুণ্ডারা আছে। আর তৃণমূলের সঙ্গে রয়েছে মানুষের শক্তি। বলেন, ত্রিপুরার অবস্থা এমন শোচনীয় যে রাস্তা দিয়ে অন্তঃসত্ত্বাকে নিয়ে যাওয়া যায় না। নিয়ে যেতে হয় কাঁধে করে। তারপরেই দৃঢ় কন্ঠে বলেন, তিনি বিজেপিকে উৎখাত করবেন। তাঁর দাবি, বিজেপি শাসিত ত্রিপুরার অবস্থা এমন যে এখানে বিনিয়োগ- শিল্প কিছুই আসবে না। এদিন তিনি বলেন, বিজেপি বিরোধী ভোট ঐক্যবদ্ধ করে ফেলতে হবে তৃণমূলের প্রতীকে। কংগ্রেস ও সিপিএম ভোট পেলে সেই ভোট নষ্ট হবে দাবি করে তিনি বলেন, তাহলে পরিবর্তন আসবে না, আখেরে লাভ হবে বিজেপির। তিনি বলেন, ত্রিপুরায় বহু শিক্ষকের চাকরি চলে গিয়েছে। বলেন, বিজেপি শাসিত কেন্দ্রের হাতে এত এজেন্সি তবুও তৃণমূলকে ভয় পায় গেরুয়া শিবির কারণ মানুষের হৃদয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস।

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের আবেদন, ত্রিপুরার মানুষের দাবীকে মান্যতা দেওয়ার জন্য তৃণমূলে ভোট দেওয়ার। বলেন, যত এজেন্সি দিয়ে তৃণমূলকে জমানোর চেষ্টা করুক বিজেপি, তৃণমূল সর্বশক্তি প্রয়োগ করে তা প্রতিরোধ করে। এর পরেই বলেন, নির্বাচনে জয়ী হলে বিজেপির মত উদ্ধত হয়ে নয়, মাথা নীচু করে মানুষের সেবা করবে তৃণমূল।

কেন্দ্র সরকারের ‘অগ্নিপথ’ প্রকল্পে দেশ উত্তাল। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, অপরিকল্পিতভাবে এই প্রকল্প। সেই জন্যেই উত্তাল দেশ। তারপরেই কটাক্ষ করেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয় বর্গীয়ের বক্তব্যকে। বলেন, উনি বলেছেন বিজেপি অফিসের দারোয়ান এই কাজ করবেন। তা উল্লেখ করে অভিষেক বলেন, এই স্বজনপোষণের রাজনীতি করার জন্যেই সেনাবাহিনীতে অগ্নিপথ প্রকল্প। শুধু তাই নয় দেশজুড়ে কর্মসংস্থানের ক্ষেত্রে বিজেপি স্বজনপোষণ করছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, কর্মসংস্থানের এই করুণ পরিণতির শিকার ত্রিপুরা। কর্মসংস্থান থেকে সকল ক্ষেত্রে প্রকৃত উন্নয়ন আনতে তিনি তৃণমূলকে ভোট দেওয়ার আবেদন জানান।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৭ দিন আগেই জেলে বিষ মেশানো খাবার দেওয়ার অভিযোগ করেছিলেন মুখতার

‘অস্বাভাবিক মৃত্যু’ জেলবন্দি বাহুবলী নেতার, উত্তরপ্রদেশজুড়ে জারি সতর্কতা

কমল-পুত্র নকুলের সম্পত্তির পরিমাণ প্রায় ৭০০ কোটি

ভোট বেলাতে জোর টক্কর! রাজনীতিতে ডেবিউ করতে চলেছেন ‘কাপুর সিস্টার্স’

শঙ্খ ছেড়ে পদ্ম হাতে নবীনের সাংসদ  

ইনি তামিলনাড়ুর সবচেয়ে ধনী প্রার্থী, সম্পত্তি কত জানেন?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর