এই মুহূর্তে




অন্ধ্রের পর এবার উত্তরপ্রদেশ, আগুনের গোলায় পরিণত হল দ্বিতল বাস, কেমন আছেন যাত্রীরা?

নিজস্ব প্রতিনিধি:  শুক্রবার ভয়াবহ বাস দুর্ঘটনার সাক্ষী থেকেছে বেঙ্গালুরু-হায়দরাবাদ NH ৪৪।  কুর্নুল ট্র্যাজেডিতে ২০ জনের প্রাণহানির ঘটনায় শিউড়ে উঠেছে গোটা দেশ। সেই দুর্ঘটনা নিয়ে চর্চার মধ্যেই রবিবার ভোরে লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে আরেকটি বড় দুর্ঘটনা ঘটেছে। তবে অল্পের জন্য এড়ানো  গিয়েছে প্রাণহানির মত বিপদ। জানা গিয়েছে দিল্লি থেকে গোন্ডাগামী একটি ডাবল-ডেকার বাসের একটি টায়ারে হঠাৎ আগুন ধরে যাওয়ার পর তা আগুনের গোলায় পরিণত হয়। তবে সৌভাগ্যক্রমে আগুন পুরো গাড়িটিকে গ্রাস করার আগেই সকল যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

চাঞ্চল্যকর ও ভয়ানক এই ঘটনাটি ঘটেছে আগ্রা এক্সপ্রেসওয়ে টোল প্লাজার ঠিক আগে, ভোর ৫টার দিকে কাকোরি থানা এলাকার কাছে। প্রাথমিক তথ্য অনুসারে, বাসের টায়ার ফেটে আগুন ধরে যায়, যা দ্রুত গাড়িতে ছড়িয়ে পড়ে। চালক এবং যাত্রীরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেন এবং বাসটি সম্পূর্ণরূপে আগুনে পুড়ে যাওয়ার কিছুক্ষণ আগেই বাস থেকে সকল যাত্রীরা নেমে আসেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, টায়ারে আগুন কয়েক মিনিটের মধ্যেই বাসটিকে ভয়াবহ আগুন গ্রাস করে নেয়। এক্সপ্রেসওয়ে জুড়ে ঘন ধোঁয়া উড়তে শুরু করে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। দমকলকর্মীরা এবং স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এটাই স্বস্তির যে কোনও নিহত বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

অন্ধ্রপ্রদেশের কুর্নুলে চিন্নাতেকুর গ্রামের কাছে একটি বেসরকারি ট্রাভেল বাসের সঙ্গে একটি দু-চাকার গাড়ির সংঘর্ষের কয়েকদিন পর এই দুর্ঘটনাটি ঘটল। জানা গিয়েছে, বাসটি ৪০ জন যাত্রী নিয়ে জাতীয় সড়ক ধরে এগোচ্ছিল। আচমকাই একটি বাইক চলে আসে সামনে। বাইকের সঙ্গে ধাক্কা লেগে কিছুদূর এগোতেই বাসটির মধ্যে আগুন লেগে যায়। এই বাসটিও বাতানুকূল ছিল বলে জানা গিয়েছে। আগুন লাগার পর প্রথমেই কেউ বুঝতে পারেনি। ঘটনার সময় বাসে বেশিরভাগ যাত্রী ঘুমিয়ে ছিলেন। আগুন লাগার বিষয়টি টের পেতেই কয়েকজন জানলা ভেঙে লাফিয়ে পড়েন। অনেকেই বাসের থেকে বের হতে পারেননি। জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে তাদের।  আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে দমকল। স্থানীয়রা প্রথম আগুন লাগার খবর দেয় দমকলকে। আগুনকে নিয়ন্ত্রণে আনার আগেই পুরো বাসটি ভস্মীভূত হয়ে গিয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

লালকেল্লা বিস্ফোরণকাণ্ডে বিরাট সাফল্য NIA-র, শ্রীনগর থেকে গ্রেফতার আত্মঘাতী জঙ্গি উমরের সহযোগী

কর্নাটকের চিড়িয়াখানায় ৪ দিনে ৩১ টি কৃষ্ণসার হরিণের মৃত্যু, কর্তৃপক্ষের ভূমিকায় প্রশ্ন

‘দিল্লি বিস্ফোরণে জড়িতদের পাতাল থেকে খুঁজে এনে কঠোর শাস্তি দেব’, হুঙ্কার অমিতের

সৌদি আরবে ভয়াবহ বাস দুর্ঘটনায় হায়দরাবাদের একই পরিবারের ১৮ সদস্যের মর্মান্তিক মৃত্যু

ইউনূসের আবদার মানছে দিল্লি, ফেরত পাঠানো হচ্ছে না হাসিনাকে

আরজেডি বিধায়ক দলের নেতা হিসাবে ফের নির্বাচিত তেজস্বী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ