27ºc, Haze
Tuesday, 28th March, 2023 11:45 pm
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বাজেটের আগে প্রথা মেনে সর্বদল বৈঠক ডাকল সরকার। সোমবার সংসদভবনের অ্য়ানেক্স বিল্ডিংয়ে ডাক দেওয়া হয়েছে বৈঠকের। সর্বদল বৈঠকের কথা জানিয়েছেন সংসদ বিষয়কমন্ত্রী প্রহ্লাদ যোশী। আসন্ন বাজেট অধিবেশন যাতে সুষ্ঠভাবে সম্পন্ন হয়, সে ব্যাপারে বিরোধীদলের সহযোগিতা চাইতে প্রথা মেনে সরকার সর্বদল বৈঠকের আয়োজন করে।
সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, সর্বদল বৈঠক নানা ইস্যুতে তপ্ত হতে পারে। সেই সব ইস্যুর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী মোদির ওপর তৈরি বিবিসির তথ্যচিত্র। সোমের বৈঠকে বিরোধী শিবির এই ব্যাপারে প্রস্তাব রাখতে চলেছে। সেই প্রস্তাব সরকার মেনে নেবে কি না, তা নিয়ে রয়েছে সন্দেহ।
ধরে নেওয়া যেতে পারে, সংসদের আসন্ন বাজেট অধিবেশনে বিরোধী শিবির প্রধানমন্ত্রী মোদির ওপর তৈরি বিবিসির তথ্যচিত্র নিয়ে আলোচনার দাবি জানাবে। সরকার সেই দাবিতে সাড়া দেবে কি না, সেটাই দেখার। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সরকারি নিষেধ উপেক্ষা করে পডু়য়ারা ওই তথ্যচিত্রের প্রদর্শনীর ব্যবস্থা করে। কয়েকটি বিশ্ববিদ্যালয়ের পডুুয়াদের কর্তৃপক্ষ সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে, সরকার রীতিমতো কোণঠাসা।
তথ্যচিত্র প্রসঙ্গে সরকার জানিয়েছ, এটা শুধুমাত্র প্রধানমন্ত্রী, তাঁর সরকারের ভাবমূর্তি কালিমালিপ্ত করার কু উদ্দেশ্য নিয়ে এটা তৈরি করা হয়েছে। অন্যদিকে, ভারত-বন্ধু আমেরিকা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, ওই তথ্যচিত্র নিয়ে ভারতে যা চলছে, তা সমর্থনযোগ্য নয়। ফলে, নয়াদিল্লি বেশ বেকায়দায়। এই তপ্ত আবহে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন।
আরও পড়ুন তথ্যচিত্রে কোণঠাসা ‘নীরব মোদি’ অবশেষে ভাঙলেন মৌনব্রত