এই মুহূর্তে




বিমানে উঠতে গেলে হাত-ব্যাগে ফোন-চার্জার

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিমানে উঠতে গেলে হাতে থাকা লাগেজের মধ্যে ঢুকিয়ে রাখতে হবে ফোন-চার্জার-সহ ইলেক্ট্রনিকস গ্যাজেট। সেই লাগেজ পরীক্ষার জন্য বসানো হচ্ছে বিশেষ মেশিন। বুধবার অসামরিক বিমান চলাচল নিরাপত্তা সংস্থা  নতুন নিয়মের কথা ঘোষণা করেছে। এতদিন পর্যন্ত ইলেক্ট্রনিকস গ্যাজেট পরীক্ষা করা হত আলাদাভাবে। রাখতে হত ট্রে-তে। ফলে, লাইন হত দীর্ঘ। দিল্লি বিমানবন্দর তার সাক্ষী।

কিছুদিন আগে দিল্লির বিমানবন্দরে দেখা যায় যাত্রীদের লম্বা লাইন। তাঁর কারণ হিসেবে উঠে এসেছে প্রত্যেক যাত্রীর ব্যাগ পরীক্ষার পাশাপাশি তাদের হাতে থাকা ইলেক্ট্রনিকস গ্যাজেট পরীক্ষা। প্রত্যেক যাত্রীর সঙ্গে থাকা ল্যাপটপ, মোবাইল-সহ অন্যান্য ইলেক্ট্রনিকস গ্যাজেট পরীক্ষা করতে গিয়ে সময় এতটাই ব্যয় করতে হয়েছিল নিরাপত্তাকর্মীদের যে লাইন হয়েছে লম্বা। অসামরিক বিমান চলাচল নিরাপত্তা সংস্থা সেই সময় আগামীদিনে নষ্ট করতে চাইছে না। জানা গিয়েছে, বিশেষ ধরনের এই স্ক্যানিং মেশিন আমেরিকা ও ইউরোপের বেশ কয়েকটি বিমানবন্দরে বসানোর ফলে খুব কম সময়ের মধ্যে যাত্রীদের লাগেজ পরীক্ষার কাজ দ্রুত হয়।

এক পদস্থকর্তা জানিয়েছেন, আমাদের লক্ষ্য হল যাত্রীদের আরও স্বাচ্ছ্যন্দের মধ্যে রাখা। বর্তমানে যে পদ্ধতিতে যাত্রীদের হাতে থাকা লাগেজ এবং ইলেক্ট্রনিকস যন্ত্রাংশ পরীক্ষা করা হয়, তা সময় সাপেক্ষ। নতুন পদ্ধতিতে লাগেজ পরীক্ষা করা হলে সময় কম লাগবে। আপাতত দেশের পাঁচ শহর দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু এবং হায়দরাবাদে বসছে এই যন্ত্র। আগামীদিনে অন্যান্য বিমানবন্দরেও বসানো হবে।

আরও পড়ুন আচমকাই কাতারগামী সব বিমান বাতিল মরক্কোর

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দিল্লি বিস্ফোরণে নাম জড়ানো আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাকে গ্রেফতার করল ইডি

হাসিনার ফাঁসির রায়ের কয়েক ঘন্টার মধ্যেই দিল্লিতে ইউনূসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা  

মোদির হাতে বিলাসবহুল ‘রোমান বাঘ’ ঘড়ি, দাম ও বিশেষত্ব শুনলে চমকে যাবেন

ইউনূস সরকারের ইন্ধনে জঙ্গি হামলার আশঙ্কা, বাংলাদেশ যাচ্ছেন না হরমনপ্রীত-রিচারা

মর্মান্তিক! অ্যাম্বুলেন্সে আগুন লেগে জীবন্ত দগ্ধ হয়ে মৃত নবজাতক, চিকিৎসক সহ ৪

ফের বোমা হামলার হুমকি! দিল্লিতে সিআরপিএফ স্কুল ও একাধিক আদালতে হুমকি মেল জৈশ-ই-মহম্মদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ