এই মুহূর্তে

তক্তার উপর সন্তান প্রসব করলেন মহিলা, হাসপাতালের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, উত্তর প্রদেশ: উত্তর প্রদেশের একটি ঘটনার কথা সম্প্রতি প্রকাশ্যে এসেছে। সেখানে এক গর্ভবতী মহিলা একটি কিয়স্কের কাছে রাখা কাঠের বেঞ্চের প্রসব করেছেন সন্তান। তথ্য অনুযায়ী, ওই মহিলা প্রথমে কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে গিয়েছিলেন। সেখানে কর্তব্যরত নার্স মহিলার লো প্রেশার সন্দেহ করে কিছু পরীক্ষার রিপোর্ট চেয়েছিলেন। কিন্তু তাঁর পরিবার কোনও রিপোর্ট দেখাতে পারেনি। তখন ওই নার্স রোগীর রক্তাল্পতা দেখে তাকে উচ্চকেন্দ্রে নিয়ে যাওয়ার পরামর্শ দেন এবং অ্যাম্বুলেন্স ডাকতে বলেন।

কিন্তু অ্যাম্বুলেন্সের ব্যবস্থা না করে প্রসূতির পরিবারের সদস্যরা কাউকে কিছু না জানিয়ে পায়ে হেঁটে চুপচাপ মহিলাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানেও তাকে ভর্তি করা যায়নি। এমন পরিস্থিতিতে, মহিলা একটি কিয়স্কের কাছে পড়ে থাকা একটি তক্তার উপর সন্তানের জন্ম দেন।

প্রসূতির পরিবার হাসপাতালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে। কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রের সুপারিনটেনডেন্ট এই সকল অভিযোগ সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছেন। ওই মহিলার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। প্রসূতর স্বামী বলেন, “আমরা যখন স্ত্রীকে হাসপাতালে নিয়ে যাই, কর্তৃপক্ষ জানায় যে তার রক্তচাপ কম। তাই ওকে নিয়ে উচ্চকেন্দ্রে যাওয়া উচিত।”

সিএইচসি সুপারিনটেনডেন্ট ভি.পি. শাক্য বলেন, “আচলদা ব্লকে শাহুপুর নামে একটি গ্রাম রয়েছে। সেখান থেকে গতকাল সন্ধ্যায় একজন মহিলা আমাদের হাসপাতালে প্রসবের জন্য এসেছিলেন। স্টাফ নার্স তাকে দেখে জিজ্ঞাসা করেন, তার কাছে কোন কাগজপত্র আছে কিনা। কিন্তু মহিলার কাছে আধার কার্ডও ছিল না। হিমোগ্লোবিনের মাত্রাও খুব কম ছিল। স্টাফ নার্স মহিলাকে জিজ্ঞাসা করেন, কোনও পরীক্ষা করা আছে কিনা। মহিলা জানায় কোনও পরীক্ষা হয়নি। নার্স পরীক্ষার জন্য কিট আনতে ভেতরে গেলে মহিলা হাসপাতাল থেকে চলে যায়। স্টাফ নার্স যখন ফিরে আসেন, তখন সেখানে কেউ ছিল না।”

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাংলায় বিধানসভা ভোটের জন্য পর্যবেক্ষক নিয়োগ কংগ্রেস হাইকমান্ডের, কারা দায়িত্ব পেলেন?

বাংলায় কথা বলা ‘অপরাধ’, ছত্তিশগড়ে নিপীড়িত পুরুলিয়ার আট শ্রমিক

‘আপনাকে দেখতে ভারতীয় লাগছে না’, শুনে কী জবাব আইপিএস আধিকারিকের?

মুরগি-ছাগলের প্রাণ কী জীবন নয়? পথকুকুর মামলায় প্রশ্ন সুপ্রিম কোর্টের

‘কৌন সা কুত্তা কিস মুড মে, ইয়ে পাতা নেহি হোথা’, পথকুকুর মামলায় টিপ্পনি সুপ্রিম কোর্টের

চলতি মাসেই ভারতে আসছেন সুনীতা উইলিয়ামস, কোথায় যাবেন মার্কিন মহাকাশচারী?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ