এই মুহূর্তে




শাহিদ আফ্রিদি-ফাওয়াদ খান-মাহিরা খানদের ইনস্টাগ্রাম-এক্স অ্যাকাউন্ট ফের নিষিদ্ধ করল কেন্দ্র




নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নিষেধাজ্ঞা প্রত্যাহারের ২৪ ঘন্টা কাটতে না কাটতেই ফের শাহিদ আফ্রিদি-ফাওয়াদ খান-হানিয়া আমীর সহ এক ঝাঁক পাকিস্তানি তারকার সমাজমাধ্যম নিষিদ্ধ করল কেন্দ্র। আজ বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে পাক তারকাদের ইনস্টাগ্রাম ও ‘এক্স’ (পূর্বতন টুইটার) হ্যান্ডলের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শাহিদদের ইনস্টাগ্রাম ও এক্স হ্যান্ডলে ঢুকলেই ভেসে উঠছে লেখা, ‘অ্যাকাউন্টটি ভারতে উপলব্ধ নয়। কারণ এই অ্যাকাউন্ট নিয়ে আইনগত নোটিশ পাওয়া গিয়েছে।’ ভারতে ফের সমাজমাধ্যম অ্যাকাউন্ট নিষিদ্ধ হওয়া নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি শাহিদ আফ্রিদিরা।

পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার বদলা নিয়ে গত ৭ মে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসী ঘাঁটি গুঁড়িয়ে দিতে ‘অপারেশন সিঁদুর’ নামে বিশেষ অভিযান চালিয়েছিল ভারতীয় সেনা। ওই অভিযানের পরেই ভারতে বিরুদ্ধে মিথ্যা প্রচার চালানোর দায়ে শাহিদ আফ্রিদি-ফাওয়াদ খান-মাহিরা খান-হানিয়া আমীর সহ এক ঝাঁক পাকিস্তানি তারকার সমাজমাধ্যম (ইউটিউব চ্যানেল, এক্স ও ইনস্টাগ্রাম) নিষিদ্ধ করেছিল তথ্য-প্রযুক্তি মন্ত্রক। এমনকি পাকিস্তানি ছবি ও গান সম্প্রচারও নিষিদ্ধ করা হয়েছিল। নেটা নাগরিকরা ওই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন।

অপারেশন সিঁদুরের পরে ভারত ও পাকিস্তানের মধ্যে রীতিমতো যুদ্ধ শুরু হয়েছিল। ওই সময়ে ভারতীয় সেনার বিরুদ্ধে লাগাতার অপপ্রচার চালিয়ে যান শাহিদ আফ্রিদি সহ পাকিস্তানি সেলিব্রেটিরা। গ ১০ মে দুই দেশের মধ্যে অবশ্য যুদ্ধবিরতি হয়। গত পয়লা জুলাই থেকে পাকিস্তানি তারকাদের সমাজমাধ্যমের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় কেন্দ্র। ফের চালু হয় শাহিদ আফ্রিদিদের ইউটিউব চ্যানেল, এক্স হ্যান্ডল ও ইনস্টাগ্রাম। যদিও কেন্দ্রের ওইও সিদ্ধান্তে গর্জে ওঠেন নেটা নাগরিকরা। ভারতীয় সেনা জওয়ানদের আত্মবলিদানের চেয়ে পাক তারকারা মূল্যবান কিনা, সেই প্রশ্ন তোলেন তাঁরা। নিন্দা ও সমালোচনার ঝড় উঠতেই বৃহস্পতিবার সকালে ফের আফ্রিদি-হানিয়া আমীরদের সমাজমাধ্যম নিষিদ্ধ করা হয়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘মহারাষ্ট্র থেকে মুম্বইকে যে আলাদা করবে, তাকে টুকরো করে ফেলব’, হুঙ্কার উদ্ধবের

‘INDIA’ জোটের সঙ্গে সম্পর্ক চুকিয়ে দিল কেজরিওয়ালের আপ, বিজেপির সঙ্গী হচ্ছে?

SSC মামলায় হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ

‘জন্মদিনে দারুণ উপহার পেলাম’, আবগারি দুর্নীতির অভিযোগে গ্রেফতার ভূপেশ বাঘেলের ছেলে চৈতন্য

মোদির বঙ্গ সফরের দিনে নাড্ডার বাসভবনে দিলীপ ঘোষ

‘অন্য দেশের নির্বাচন নিয়ে মন্তব্য নয়’, কূটনীতিকদের কড়া নির্দেশ ট্রাম্প প্রশাসনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ