এই মুহূর্তে




বিহারের ভাইরাল গার্লকে রাশিয়ান ভেবে ধোঁকা খাচ্ছে সকলে! জেনে নিন পরিচয়

নিজস্ব প্রতিনিধি: সমাজ মাধ্যমে প্রতিদিন কত কিছুই ভাইরাল হয়। কিছু জিনিস নিয়ে চর্চা তুঙ্গে ওঠে। তেমনি বিহারের এক তরুণী ভাইরাল হয়েছেন সোশ্যাল মিডিয়াতে। সমাজ মাধ্যমে ‘রাশিয়ান গার্ল’ নামে তিনি চর্চিত হচ্ছেন। বিহারের বাসিন্দাকে দেখে যে কেউ রাশিয়ান ভেবে ভুল করবে। এমনকি তাঁর ছবি দেখে কেউ বিশ্বাসই করতে চাইবেন না আদতে তিনি ভারতের বিহারের বাসিন্দা।

বিহারের ভাইরাল মেয়ে যাকে সকলে রাশিয়ান ভেবে বোকা বেনে যায় তাঁর নাম হল রোজি নেহা সিং। তিনি মূলত বিহারের এবং বর্তমানে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে থাকেন। তার চেহারা ও বাহ্যিক লুকের জন্য প্রথম দেখায়, যে কেউ তাকে বিদেশী ভেবে ভুল করতে পারে। তারপর, তার স্থানীয় উচ্চারণে, সে বলতে শুরু করে, “আমি রাশিয়ান নই।” তিনি রাঁচিতে একটি লিট্টি চোখার দোকান খোলেন এবং দ্রুত তার স্টাইলের জন্য বিখ্যাত হয়ে ওঠেন।

জানা গিয়েছে, লিট্টি চোখার দোকান চালানোর পাশাপাশি তিনি একজন বিউটিশিয়ান হিসেবেও কাজ করেন। এর আগে রোজি নেহা সিং তার কাজের সঙ্গে সম্পর্কিত বিষয়বস্তু নিয়ে ভিডিও তৈরি করতেন। বর্তমানে তিনি তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে foodmakeoverranchi নামের প্রোফাইলে রিল তৈরি এবং পোস্ট করেন। ধীরে ধীরে, রোজি সোশ্যাল মিডিয়ায় রাশিয়ান গার্ল হিসেবে বিখ্যাত হয়ে ওঠেন। এরপর থেকে, তিনি তার চেহারাকে বহার করতে শুরু করেন। লিট্টি চোখা বিক্রির পাশাপাশি, বিহারি রাশিয়ান গার্ল হিসেবে খ্যাত রোজি নেহা সিং তার চেহারার উপর সোশ্যাল মিডিয়ায় আসা মন্তব্যের উপর ভিত্তি করে কন্টেন্ট তৈরি করতে শুরু করেন। এইভাবেই রোজি ব্যপক জনপ্রিয়তা লাভ করেছেন। বর্তমানে রোজি তাঁর ব্যবসার থেকেও বেশি ‘বিহারি রাশিয়ান গার্ল’ নামে সকলের কাছে পরিচিত।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দুই স্ত্রীকে নিয়ে করওয়া চৌথ পালন আগ্রার ব্যক্তির, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

আলিগড়ের ব্যবসায়ী খুনের অভিযোগ, গ্রেফতার অখিল ভারত হিন্দু মহাসভার সদস্য পূজা শকুন পান্ডে

বন্ধ করা হল অখিলেশ যাদবের ফেসবুক অ্যাকাউন্ট, সমাজবাদী পার্টির নিশানায় বিজেপি

জাল সমন ও ডিজিটাল গ্রেফতারির মাধ্যমে ১০০ কোটির প্রতারণা, গুজরাতে গ্রেফতার ৪

ফিরছেন তবে কফিনবন্দী হয়ে, অনন্তনাগে জঙ্গিদমনে গিয়ে মৃত বাংলার ২ জওয়ান

পাকিস্তানি ‘সুন্দরী’র ফাঁদে পড়ে সেনার গোপন তথ্য পাচার! রাজস্থানে গ্রেফতার ‘গুপ্তচর’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ