এই মুহূর্তে




অভিষেকের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় শ্রমমন্ত্রক ৫ বছরে দেশে বেকারের পরিসংখ্যান জানাল সংসদে

নিজস্ব প্রতিনিধি,নয়াদিল্লি : গোটা দেশে বেকারত্বের বর্তমান হার কত কেন্দ্রে থাকা বিজেপি সরকারের কাছে লিখিত আকারে পাঁচটি প্রশ্নের মাধ্যমে জানতে চেয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Bandopadhay)। অভিষেকের দাবি ছিল যদি কেন্দ্রের কাছে গ্রাম- শহর – যুবসমাজ, নারী পুরুষ এবং রাজ্যভিত্তিক পরিসংখ্যান থাকে তাহলে তা জানাক। অন্যথায় কেন এই পরিসংখ্যান নেই তার জবাব দিক কেন্দ্র। এই বিষয় কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান বিষয়ক প্রতিমন্ত্রী শোভা করেন্দলাজে প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেন, দেশে সামগ্রিক বেকারত্বের হার ক্রমশ হ্রাস পাচ্ছে। দেশে গত পাঁচ বছরে বাৎসরিক পিডিয়াডিক লেবার ফোর্স সার্ভের তথ্য উল্লেখ করে কেন্দ্রের শ্রম দফতরের প্রতিমন্ত্রী দাবি করেন, ২০১৯ ও ২০২০ সালের দেশে ১৫ বছর বা তার বেশি বয়সের ব্যক্তিদের বেকারত্বের হার ছিল ৪.৮%। ২০২০ এবং ২০২১ সালে সেই হার ছিল ৪. ২শতাংশ।

২০২১- ২০২২ সালে হার ছিল ৪.১%। ২০২২ ও ২০২৩ সালে হার ছিল ৩.২%। ২০২৩ ও ২০২৪ সালে হার ছিল ৩.২%। পাঁচ বছরে দেশে বেকারত্বের হার কমেছে এমনটাই দাবি কেন্দ্রের। তবে বেকারত্বের হার কমলেও যুব সমাজের বেকারত্বের হার বিশেষ আশারূপ নয়। শ্রম মন্ত্রকের তথ্য অনুযায়ী, ২০১৯- ২০২০ সালে দেশে ১৫ থেকে ২৯ বছর বয়সীদের বেকারত্বের হার ১৫ শতাংশ ,২০২০ থেকে ২০২১ সালে ১২.৯ শতাংশ, ২০২১ থেকে ২২ সালে ১২.৪ শতাংশ, ২০২২ থেকে ২৩ সালে ১০% এবং ২০২৩ থেকে ২০২৪ সালে পরিসংখ্যান ১০.২%। এর পাশাপাশি শহর গ্রাম এবং লিঙ্গভিত্তিক পরিসংখ্যান সামনে এনে কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে কর্মসংস্থানে মহিলারা পুরুষের চেয়ে পিছিয়ে রয়েছেন। শুধু তাই নয় গ্রামাঞ্চলে মহিলাদের চেয়ে বেকারত্বতে এগিয়ে রয়েছেন শহরেরে মেয়েরা। ২০১৯ এবং ২০২০ সালে দেশে গ্রামাঞ্চলের ৪.৫ শতাংশ পুরুষ এবং ২.৬ শতাংশ মহিলা কর্মহীন। ২০২৩- ২০২৪ সালে সেই হার হল পুরুষদের ক্ষেত্রে ২.৭ শতাংশ এবং মহিলাদের ক্ষেত্রে ২.১ শতাংশ ।

২০১৯ ও ২০২০ সালে শহরাঞ্চলে কর্মহীন পুরুষের পরিসংখ্যান ৬.৪ শতাংশ, মহিলাদের সংখ্যা ৮.৯ শতাংশ। ২০২৩ ও ২০২৪ সালে তা হয়েছে পুরুষদের ক্ষেত্রে ৪.৪ শতাংশ এবং মহিলাদের ক্ষেত্রে ৭.১ শতাংশ। কেন্দ্রের যুক্তি হল তারা হাত গুটিয়ে বসে নেই। বেকারত্ব কমাতে পিএমইজিপি, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম ,স্টার্ট অফ ইন্ডিয়া, দীন দয়াল অন্ন্ত্যদয় এসব প্রকল্প চালু করেছে। এর পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে পড়ুয়াদের বিশেষ বৃত্তি প্রদানের ব্যবস্থা করা হয়েছে। উৎপাদন ক্ষেত্রের কর্মসংস্থান বাড়াতে আনা হয়েছে এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেনটিভের মতো প্রকল্প। সারাদেশে বেকারত্বের হার নিয়ে কেন্দ্রের কাছে মোট পাঁচটি প্রশ্ন রেখেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই প্রশ্নের উত্তর জানাল কেন্দ্রীয় শ্রম মন্ত্রক, পাঁচ বছরের একাধিক পরিসংখ্যান সহ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

স্কুলেই মিড ডে মিলের রাঁধুনির সঙ্গে রতিক্রিয়ায় মগ্ন শিক্ষক, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

‘বাড়ি যেতে চাই’, পড়াশোনার চাপে শৈশব হারিয়ে কাঁদছে শিশুরা

বিরোধীদের বিরাট জয়, সঞ্চার সাথী অ্যাপ নিয়ে নির্দেশ প্রত্যাহার কেন্দ্রের

শখ করে KTM-এর নাম রেখেছিলেন ‘লায়লা’, সেই বাইক দুর্ঘটনাতেই বলি তরুণ ব্লগারের

দিল্লি সফরে প্রাণঘাতী হামলার আশঙ্কা? পুতিনের পাহারায় ৫ স্তরের নিরাপত্তা বলয়

বৈধ নথি ছাড়াই আকাশে উড়ছে এয়ার ইন্ডিয়ার বিমান, তদন্তে DGCA

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ