এই মুহূর্তে




‘‌২০২৯ সালের আগেই কেন্দ্রের সরকার পড়ে যাবে’‌, নদিয়া থেকে বড় ভবিষ্যদ্বাণী মমতার

নিজস্ব প্রতিনিধি: দেশের সরকার আর কতদিন টিকে থাকবে?‌ এই প্রশ্ন এখন রাজ্য–রাজনীতিতে আলোড়ন ফেলে দিয়েছে। এই প্রশ্ন আজ উঠছে কারণ নদিয়ার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে বিজেপি এবং কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করতে গিয়ে এমন ভবিষ্যবাণী করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই প্রশ্ন উঠতে শুরু করেছে, কেন্দ্রীয় সরকার কি পড়ে যাবে?‌ নতুন কোনও অঙ্ক তৈরি হয়েছে?‌ এনডিএ জোট কি ভেঙে যাবে?‌ এমন নানা প্রশ্ন উঠতে শুরু করেছে রাজ্য–রাজনীতির অলিন্দে। এমনকী জাতীয় রাজনীতিতেও জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ জানিয়ে দিয়েছেন, কেন্দ্রীয় সরকার মেয়াদ পূর্ণ করতে পারবে না। এই সরকার পড়ে যাবে। তাতেই চর্চা তুঙ্গে উঠেছে।

এদিকে অমিত শাহকে নাম করে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর চোখ দুটো কেমন তার ব্যাখ্যাও দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। মুখ্যমন্ত্রী বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর এক চোখে দুর্যোধন, অপর চোখে দুঃশাসন। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর চোখ দুটি ভয়ঙ্কর। ওঁর দু–চোখ দেখলেই বোঝা যায় ভয়াবহ। এক চোখে দুর্যোধন ও অপর চোখে দুঃশাসন। উনি পারেন না এমন কোনও কাজ নেই। যতই চেষ্টা করুন বাংলা দখল করতে পারবেন না। বাংলার মণীষীদের অপমান করে আবার বাংলা দখল করতে চায়। লজ্জা করে না। বাংলার শিক্ষা, সংস্কৃতি সম্পর্কে কোনও ধারণা নেই। আবার বাংলা দখল করতে চায়।’‌

অন্যদিকে এসআইআর করে বিহারে যা করা গিয়েছে সেটা বাংলায় করা যাবে না বলে সুর চড়ান মুখ্যমন্ত্রী। একইসঙ্গে কেন্দ্রীয় সরকার পড়ে যাওয়ার ভবিষ্যদ্বাণী করে দেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘‌ভোট করছে লুট আর ওরা বলছে ঝুট। এত করে কিছু হবে না। ২০২৯ পর্যন্ত দিল্লিতে থাকতে হবে না। ওরা তার আগেই উল্টে যাবে। বলছে এসআইআরে দেড় কোটি লোকের নাম বাদ দিতে হবে। বিজেপি সবার নামে অভিযোগ করেছে। শুধু বিজেপি বাদে সবাইয়ের নাম বাদ যাবে। বিজেপি চিঠি দিলেই কেন নাম কাটতে হবে। যদি ঈশ্বর, আল্লাহ বলে কিছু থাকে তাহলে ২০২৯ সাল পর্যন্ত দিল্লিতে বিজেপি কেন্দ্রে থাকবে না।’‌

এছাড়া মানুষকে সতর্ক করেন মুখ্যমন্ত্রী। ফর্ম ফিলাপ করার পক্ষে সওয়াল করেন। আর ডেকে পাঠালে যেতে বলেছেন তিনি নাগরিকদের। মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিন মঞ্চে ছিলেন সাংসদ মহুয়া মৈত্র। এখান থেকে সুর সপ্তমে তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘‌বিজেপির আইটি সেলের তৈরি করা তালিকা দিয়ে ভোট করাবেন? যা ইচ্ছে করুন, কিছু করতে পারবেন না। ক্ষমতায় না থাকলে তখন কি করবেন?‌ কেন্দ্রের ওই সরকার আগেই উল্টে যাবে। আমরা কেন্দ্রীয় সরকারের ভিক্ষা চাই না। আদালতের নির্দেশ পেয়ে ছ’‌মাস ঘুমিয়ে ছিল। হঠাৎ একটা নোটিস পাঠিয়েছে কেন্দ্র। রাস্তা তৈরির টাকাও বন্ধ করেছে কেন্দ্রীয় সরকার। ভাল কাজ করলেও পশ্চিমবঙ্গকে বঞ্চনা। কেন্দ্রের টাকা রাজ্যের লাগবে না। রাজ্য নিজের অর্থে ১০০ দিনের কাজ চালিয়ে নিয়ে যাবে।’‌

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ঝাড়গ্রাম জেলায় ১৫৫টি নতুন ও পুরনো রাস্তার উন্নয়নমূলক কাজ শুরু, ব্যয় হবে ১২৮ কোটি টাকা

শিলিগুড়িতে স্বামীর অবৈধ সম্পর্কের জেরে স্ত্রীর আত্মহত্যা, প্রেমিকার বাড়িতে হামলা এলাকাবাসীর

বনগাঁয় ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় পুলিশকে আক্রমণ করে বিজেপি নেতা সহ গ্রেফতার ৮

রবিবার ফের ৮ ঘন্টার জন্য বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন পথে চলবে গাড়ি?

চিংড়িঘাটার মেট্রোর জট কাটাতে ফের বৈঠক করার নির্দেশ হাইকোর্টের

কৃষ্ণনগরে মুখ্যমন্ত্রীর জনসভা শুনতে এসে ভিড়ের মধ্যে গলার হার খোয়ালেন একাধিক মহিলা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ