28ºc, Haze
Friday, 24th March, 2023 8:37 pm
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ব্রিটিশ সংসদে ‘গণতন্ত্র’ নিয়ে মন্তব্যের জন্য রাহুল গান্ধির ক্ষমা চাওয়ার দাবিতে যখন সোচ্চার বিজেপি নেতৃত্ব, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে চাপ বাড়ানোর পথে হাঁটল কংগ্রেস। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যসভায় স্বাধিকার ভঙ্গের নোটিশ জমা দিলেন কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কে সি বেনুগোপাল। প্রাক্তন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধি ও রাহুল গান্ধির বিরুদ্ধে সংসদে দাঁড়িয়ে অবমাননাকর ও অশালীন মন্তব্য করে প্রধানমন্ত্রী স্বাধিকার ভঙ্গ করেছেন বলে দাবি করে ওই নোটিশ জমা দেওয়া হয়েছে।
গত ৯ ফেব্রুয়ারি রাজ্যসভায় রাষ্ট্রপতির ভাষণের ওপরে বিতর্কে গান্ধি পরিবারকে কুৎসিত ভাষায় আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘নেহরুকে আমরা অপমান করছি বলে ওরা (কংগ্রেস) অভিযোগ তুলেছেন। কিন্তু নেহরুর প্রতি যদি এতই দরদ তাহলে কেন গান্ধি পরিবার নেহরুর পদবি ব্যবহার করেন না? নেহরুর পদবি ব্যবহার করতে কেন লজ্জা পান?’ মোদির ওই মন্তব্য নিয়ে শোরগোল পড়ে যায়। কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা প্রধানমন্ত্রীকে পাল্টা আক্রমণ করে বলেছিলেন, ‘মাতামহের পদবি কে ব্যবহার করেন? যদি ভারতের সংস্কৃতি জানেন না তার হাতে দেশ শাসনের ভার! এই দেশকে ভগবান ছাড়া কেউ রক্ষা করতে পারবেন না!’ তবে কংগ্রেসের স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আদৌ গৃহীত হবে কিনা তা নিয়ে সন্দিহান রাজনৈতিক পর্যবেক্ষকরা।
শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধেই নয়, রাহুল গান্ধির বিরুদ্ধে অসম্মানসূচক মন্তব্য করার জন্য রাজ্যসভার দলনেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের বিরুদ্ধেও স্বাধিকার ভঙ্গের নোটিশ জমা দিয়েছে কংগ্রেস। দলের রাজ্যসভা সাংসদ শক্তি সিন গোহিল ওই স্বাধিকার ভঙ্গের নোটিশ জমা দিয়েছেন।