এই মুহূর্তে




ত্রিপুরেশ্বরী মন্দিরে ‘আল্লাহ কে বান্দে …’ গেয়ে হিন্দুত্ববাদীদের হেনস্থার শিকার হিন্দু শিল্পী




নিজস্ব প্রতিনিধি, ত্রিপুরা: ত্রিপুরার গোমতি জেলায় ঘটল এক লজ্জাজনক ঘটনা। বিশিষ্ট লোকসঙ্গীতশিল্পী শানু মালাকারকে হেনস্থা ও হুমকি দেওয়া হয়েছে। তাঁর অভিযোগ একজন হিন্দু লোকসঙ্গীত শিল্পী হয়ে শানু কৈলাস খেরের ‘আল্লা কে বান্দে’ গানটি গেয়েছিলেন। গোমতি জেলার ত্রিপুরেশ্বরী মন্দিরের সামনে এই ঘটনাটি ঘটেছে। ১৮ মে সোশ্যাল মিডিয়ায় সঙ্গীতশিল্পীকে হেনস্থার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর ঘটনাটি প্রকাশ্যে আসে।

মঙ্গলবার ত্রিপুরার প্রধান বিরোধী দল সিপিআইএম ক্ষমতাসীন বিজেপি সরকারকে এই নিয়ে তীব্র আক্রমণ করে। তাদের অভিযোগ একজন সঙ্গীতশিল্পীর যেখানে কোনও নিরাপত্তা নেই, সেখানে সাধারণ মানুষের কী হবে। এই বিষয়ে রাজ্য সরকারের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। শানু মালাকারের ঘটনার পর ত্রিপুরায় প্রবল অসহিষ্ণুতার পরিবেশ সৃষ্টি হয়েছে।

জানা গিয়েছে, অনুষ্ঠানটি হচ্ছিল ত্রিপুরাসুন্দরী মন্দির প্রাঙ্গনে। সঙ্গীতশিল্পী যখন লাইভ পারফর্মেন্স করছিলেন, তখন আচমকা শানুকে একজন ব্যক্তি আক্রমণ করেন। তিনি নিজেকে জাতীয়তাবাদী হিসেবে পরিচয় দেন।

সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি প্রকাশ পেয়েছে তাতে দেখা যাচ্ছে, মন্দির প্রাঙ্গণে ‘আল্লাহ’র প্রশংসা করে গান গাওয়াতেই ক্ষেপে যান ওই ব্যক্তি। তারপরেই আক্রমণ করেন এবং হুমকি দিতে থাকেন। পুলিশ ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান এই ধরনের গান মন্দিরের জন্য অনুপযুক্ত।

যদিও শিল্পীর দাবি ‘আল্লাহ কে বান্দে’ গানটি আধ্যাত্মিক ও মানবিক আবেদনের জন্য পরিচিত। সিপিআইএম বক্তব্য রাজ্য সরকারের উচিত, মত প্রকাশের স্বাধীনতা রক্ষা এবং সাংস্কৃতিক সম্প্রীতি বজায় রাখার উপর জোর দেওয়া। এর আগে গোমতির জেলা ম্যাজিস্ট্রেট একটি বিবৃতি জারি করেছিলেন যাতে সাম্প্রদায়িক উত্তেজনা উস্কে দিতে পারে বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে এমন বিষয়বস্তুর চিত্রগ্রহণ বা আপলোড না হয়।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

একদিনেই ৫ ড্রিমলাইনার বিমান উড়ান বাতিল এয়ার ইন্ডিয়ার, আতঙ্কিত যাত্রীরা

খামেনির দশা হবে সাদ্দাম হুসেনের থেকেও খারাপ, হুঙ্কার ইজরায়েলের

মুক্তিযুদ্ধে একাই খতম করেছিলেন ৬ রাজাকারকে, না ফেরার দেশে বীরাঙ্গনা সখিনা

মিলল ছাড়পত্র, ২০ জুন কি মুক্তি পাচ্ছে আমির অভিনীত ‘সিতারে জমিন পর’?

গোবিন্দার পদবী সরিয়ে ফেললেন সুনিতা, তবে কি বিবাহ বিচ্ছেদের পথেই হাঁটছেন দম্পতি?

বেটিং অ্যাপের বিরুদ্ধে কড়া ব্যবস্থা ইডির, নজরে হরভজন, যুবরাজ, রায়নারা

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ