এই মুহূর্তে

দুটি মাথা ও তিনটি চোখ নিয়ে জন্ম বাছুরের, ‘ঈশ্বরের অবতার’কে দেখতে উপচে পড়ছে ভিড়

নিজস্ব প্রতিনিধি, লখনউ: উত্তর প্রদেশের বাগপত জেলার টিকরি গ্রামে এক অদ্ভুত দর্শন বাছুরের জন্ম দিয়েছে একটি গাভী। বাছুরটির দুটি মাথা এবং তিনটি চোখ। তার জন্মের পর স্বভাবতই হতবাক হয়ে যান সকলে। এমন অস্বাভাবিক জন্মের ধরন নিয়ে শুরু হয় ব্যাপক জল্পনা। বিরল এই ঘটনাটি স্থানীয় বাসিন্দাদের মধ্যেও চাঞ্চল্যের সৃষ্টি করে। দূর-দূরান্ত থেকে খবর পেয়ে মানুষ আসেন এমন অদ্ভুত দর্শন সদ্যজাতকে দেখতে।

গরুটি স্থানীয় গবাদি পশুপালক জাহিদের। গাভীটি সদ্য একটি বাছুরটি প্রসব করে। কিন্তু দেখা যায় দুটি মাথা এবং তিনটি চোখ নিয়ে বাছুরটি জন্ম নিয়েছে। তার অদ্ভুত শারীরিক গঠনের খবর দ্রুত ছড়িয়ে পড়ে। কয়েক ঘন্টার মধ্যেই কৌতূহলী মানুষ ঘটনাস্থলে ভিড় জমান। কেউ কেউ বাছুরটিকে ঐশ্বরিক বলেও মন্তব্য করেন।

 

আবার কেউ কেউ এই বিকৃতির পিছনে জিনগত ব্যাধি রয়েছে বলে সন্দেহ পোষণ করেন। তবে অধিকাংশ স্থানীয়ই বাছুরটির চারপাশে প্রার্থনা এবং আচার অনুষ্ঠান শুরু করেন। অর্থ এবং পুষ্প দান করেন।

জাহিদের বাড়ির বাইরের দৃশ্য প্রায় তীর্থস্থানের মতো হয়ে রয়েছে এখন। বাছুরটিকে এক ঝলক দেখার জন্য এবং ছবি তোলার জন্য পড়ে গিয়েছে লাইন। আবাল-বৃদ্ধ-বণিতা সকলেই ভিড় জমিয়েছেন।

পশুচিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন যে এই ধরণের ঘটনা প্রায়শই ভ্রূণের বিকাশের সময় জন্মগত ত্রুটির কারণে ঘটে। মানুষ মনে করেন ঐশ্বরিক ব্যাপার, তবে তেমন কিছুই নয়। ওর সঠিক চিকিৎসার প্রয়োজন। এই নিয়ে সরকারের পক্ষ থেকে এই বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু বলা হয়নি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাংলায় বিধানসভা ভোটের জন্য পর্যবেক্ষক নিয়োগ কংগ্রেস হাইকমান্ডের, কারা দায়িত্ব পেলেন?

বাংলায় কথা বলা ‘অপরাধ’, ছত্তিশগড়ে নিপীড়িত পুরুলিয়ার আট শ্রমিক

‘আপনাকে দেখতে ভারতীয় লাগছে না’, শুনে কী জবাব আইপিএস আধিকারিকের?

মুরগি-ছাগলের প্রাণ কী জীবন নয়? পথকুকুর মামলায় প্রশ্ন সুপ্রিম কোর্টের

‘কৌন সা কুত্তা কিস মুড মে, ইয়ে পাতা নেহি হোথা’, পথকুকুর মামলায় টিপ্পনি সুপ্রিম কোর্টের

চলতি মাসেই ভারতে আসছেন সুনীতা উইলিয়ামস, কোথায় যাবেন মার্কিন মহাকাশচারী?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ