এই মুহূর্তে




উত্তরপ্রদেশের বহু জেলার ভোটার তালিকায় একাধিক ভুয়ো ভোটার, বাদ যেতে পারে ৫০ লক্ষ নাম

নিজস্ব প্রতিনিধি: ভুয়ো ভোটর ধরতে তৎপর হয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। দেশজুড়ে ঘোষণা করা হয়েছে এসআইআর। সেই আবহে বিজেপি শাসিত উত্তরপ্রদেশে ধরা পড়ল ভুয়ো ভোটার। ত্রি-স্তরীয় পঞ্চায়েত নির্বাচনের মাত্র কয়েক মাস আগে উত্তরপ্রদেশের ভোটার তালিকা বিশ্বাসযোগ্যতার সম্মুখীন হয়েছে। বেশ কয়েকটি জেলা এবং ব্লকে ব্যাপকভাবে ভুয়ো ভোটারের নাম প্রকাশ্যে এসেছে। এই ঘটনা নয়েই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। অনেকেই তুলছেন প্রশ্ন।

ত্রি-স্তরীয় পঞ্চায়েত নির্বাচনের আগে নির্বাচন কমিশনের রাজ্য পর্যায়ের পর্যালোচনায় এই ভুয়ো ভোটারের ঘটনা প্রকাশ্যে এসেছে। ব্যাপকভাবে নাম নকল করার ঘটনা দেখা গিয়েছে যে, কিছু ভোটারের নাম তালিকায় দুই থেকে তিনবার রয়েছে। আধিকারিকদের মতে, পিলিভিট, বারাণসী, বিজনৌর এবং হাপুরের মতো জেলাগুলিতে সর্বাধিক সংখ্যক ভুয়ো ভোটারের নাম রেকর্ড করা হয়েছে। শুধুমাত্র পিলিভিটের পুরানপুর ব্লকেই, প্রায় ৯৭,০০০ নাম ভোটার তালিকায় পুনরাবৃত্তি হতে দেখা গিয়েছে।

কমিশন স্বীকার করেছে যে এই অনিয়মগুলি সংশোধন করার জন্য একটি ব্যাপক আকারে স্বচ্ছ অভিযানের প্রয়োজন হবে, যা প্রায় ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (SIR) এর সমতুল্য। সংশোধন প্রক্রিয়া শুরু করার জন্য নির্বাচন কমিশন ইতিমধ্যেই সংশ্লিষ্ট জেলাগুলিতে ব্লক-ভিত্তিক ডুপ্লিকেট এন্ট্রির তালিকা পাঠিয়েছে। কর্মকর্তারা অনুমান করেছেন যে পুঙ্খানুপুঙ্খ যাচাইয়ের পরে প্রায় ৫০ লক্ষ নাম তালিকা থেকে বাদ দেওয়া যেতে পারে। ভোটারদের নাম, তাদের বাবার নাম এবং লিঙ্গ যাচাইয়ের মাধ্যমে এই নকল হওয়ার বিষয়টি সনাক্ত করা হয়েছিল। রাজ্যের ৮২৬টি উন্নয়ন ব্লকের মধ্যে ১০৮টিতে ৪০,০০০-এরও বেশি নকল এন্ট্রি রয়েছে। সবচেয়ে বেশি নকল ভোটার রয়েছে বারাণসীর আরাজিলাইন ব্লকে। যেখানে  ৭৭,৯৪৭টি  , গাজীপুরের সৈয়দপুরে ৭১,১৭০টি, পিন্দ্রায় ৭০,৯৪০টি এবং জৌনপুরের শাহগঞ্জ সোন্ধিতে ৬২,৮৯০টি ভুয়ো ভোটারের নাম রয়েছে। 

বিশেষজ্ঞরা সতর্ক করে  বলেছেন, যদি এই অসঙ্গতিগুলি সময়মতো সংশোধন না করা হয়, তাহলে আসন্ন নির্বাচনের  স্বচ্ছতা  প্রশ্নের মুখে পড়বে। অভিযোগ সামনে আসার পরেই নির্বাচন কমিশন জেলা ম্যাজিস্ট্রেটদের দ্রুত যাচাই প্রক্রিয়া সম্পন্ন করার এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। গত সপ্তাহে, নির্বাচন কমিশন উত্তরপ্রদেশ সহ ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে SIR-এর দ্বিতীয় ধাপ চালু করার ঘোষণা করেছে।
Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দিল্লি বিস্ফোরণে নাম জড়ানো আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাকে গ্রেফতার করল ইডি

হাসিনার ফাঁসির রায়ের কয়েক ঘন্টার মধ্যেই দিল্লিতে ইউনূসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা  

মোদির হাতে বিলাসবহুল ‘রোমান বাঘ’ ঘড়ি, দাম ও বিশেষত্ব শুনলে চমকে যাবেন

ইউনূস সরকারের ইন্ধনে জঙ্গি হামলার আশঙ্কা, বাংলাদেশ যাচ্ছেন না হরমনপ্রীত-রিচারা

মর্মান্তিক! অ্যাম্বুলেন্সে আগুন লেগে জীবন্ত দগ্ধ হয়ে মৃত নবজাতক, চিকিৎসক সহ ৪

ফের বোমা হামলার হুমকি! দিল্লিতে সিআরপিএফ স্কুল ও একাধিক আদালতে হুমকি মেল জৈশ-ই-মহম্মদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ