এই মুহূর্তে

প্রথমে ধর্ষণের অভিযোগ, পরে থানার মধ্যেই ভাইপোকে বিয়ে পিসির, ঘটনায় স্তম্ভিত পরিবার

নিজস্ব প্রতিনিধি, লখনউ: চাঞ্চল্যকর ঘটনা উত্তরপ্রদেশের রামপুর জেলায়। ঘটনা সামনে আসতে রীতিমত চর্চা শুরু হয়েছে। রামপুরের শাহাবাদ তহসিলের পাটওয়াই থানায় এক যুবক তার নিজের পিসিকে বিয়ে করেছেন বলেই খবর সামনে এসেছে। জানা গিয়েছে, মহিলা তার ভাইপোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন অথচ তিনি তাকেই বিয়ে করেন।

মহিলার স্বামী দাবি করেছেন যে তার ভাইপোর সঙ্গে স্ত্রীর তিন বছর ধরে তার সম্পর্ক ছিল এবং আইনগত বাধা থাকা সত্বেও অবৈধ সম্পর্ক বজায় রেখেছিলেন। অভিযোগ পিসি যখন বাড়িতে একা থাকতেন তখনই তার ভাইপো বাড়ি যেতেন। চমকে যাওয়ার মত খবর এটাই যে যুবকের পিসেমশাই পিসি-ভাইপোর সম্পর্কের কথা জানতেন না। দুজনের সম্পর্কের কথা গ্রামে খবর ছড়িয়ে পড়লে তখন মহিলার স্বামী বিষয়টি নিয়ে জানতে পারেন। ঘটনা জানাজানি হওয়ার পর ওই ব্যক্তি তাঁর স্ত্রীর মুখোমুখি হলে, স্ত্রী তাকে তাঁর সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে বলেন এবং ভাইপোর সঙ্গে থাকার কথা জানায়। মহিলার দাবি শুনে পুরো পরিবার হতবাক হয়ে যায়।

এখানেই শেষ নয় এরপর মহিলা পাটওয়াই থানায় যান এবং তার ভাইপোর বিরুদ্ধে মামলা দায়ের করেন। মহিলা তাকে বিয়ে না করলে তার ভাইপোকে জেলে পাঠানোর হুমকিও দেন। এরপর পুলিশ মহিলার ভাইপোকে থানায় ডেকে পাঠায়। থানার মধ্যেই পিসি তার ভাইপোকে বলে তার গলায় মালা ও কপালে সিঁদুর পরাতে বলেন। এইভাবে মহিলা তাঁর স্বামীকে ডিভোর্স না দিয়েই তার ভাইপোকে বিয়ে করে নেয়। মহিলার স্বামী নূরপাল হঠাৎ এই ঘটনায় হতবাক হয়ে যান এবং জানান, পিসি-ভাইপোর মধ্যে না থেকে তিনি শান্তিপূর্ণ জীবনযাপন করতে চান।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাংলায় বিধানসভা ভোটের জন্য পর্যবেক্ষক নিয়োগ কংগ্রেস হাইকমান্ডের, কারা দায়িত্ব পেলেন?

বাংলায় কথা বলা ‘অপরাধ’, ছত্তিশগড়ে নিপীড়িত পুরুলিয়ার আট শ্রমিক

‘আপনাকে দেখতে ভারতীয় লাগছে না’, শুনে কী জবাব আইপিএস আধিকারিকের?

মুরগি-ছাগলের প্রাণ কী জীবন নয়? পথকুকুর মামলায় প্রশ্ন সুপ্রিম কোর্টের

‘কৌন সা কুত্তা কিস মুড মে, ইয়ে পাতা নেহি হোথা’, পথকুকুর মামলায় টিপ্পনি সুপ্রিম কোর্টের

চলতি মাসেই ভারতে আসছেন সুনীতা উইলিয়ামস, কোথায় যাবেন মার্কিন মহাকাশচারী?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ