এই মুহূর্তে




অপারেশন সিঁদুর নিয়ে ফেসবুক পোস্ট করে গ্রেফতার গুজরাত কংগ্রেসের সাধারণ সম্পাদক

নিজস্ব প্রতিনিধি, আহমেদাবাদ: অপারেশন সিঁদুর নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে গ্রেফতার গুজরাত কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজেশ সোনি। গুজরাত পুলিশের সিআইডি সাইবার ক্রাইম বিভাগ  তাঁকে গ্রেফতার করে। রাজেশ সোশ্যাল মিডিয়ায় অপারেশন সিঁদুর এবং ভারতীয় সশস্ত্র বাহিনীকে নিয়ে বেশ কিছু পোস্ট করেছিলেন।

রাজেশ সোনির বিরুদ্ধে থানায় যে অভিযোগ দায়ের করা হয়েছিল সেখানে তাঁর করা প্রথম দুটি সোশ্যাল মিডিয়া পোস্টের উল্লেখ করা হয়েছিল। তার ভিত্তিতেই এই গ্রেফতার। একটি পোস্টে তিনি লিখেছিলেন, “এটা অবশ্যই মনে রাখতে হবে যে সেনারা কৃতিত্ব পাবেন না। অপারেশন সিঁদুরে রাফাল জেট ওড়ানোর তুলনায় দ্বিগুণ খরচ তাঁদের ছবি এবং প্রচারণার জন্য ব্যয় করা হবে।”সোনি এই পোস্টের সঙ্গে একটি ভিডিও এবং ছবিও পোস্ট করেছিলেন।

আর একটি পোস্টে কিছু ছবি শেয়ার করে গুজরাতের কংগ্রেস জেনারেল সেক্রেটারি লিখেছিলেন, “২২ বছর বয়সী অগ্নিবীর যুবকদের অবসরপ্রাপ্ত করে বাড়ি ফেরত পাঠানো হচ্ছে, অন্যদিকে ৭৩ বছর বয়সী একজন ব্যক্তি নিজের জন্য আরও একটি সুযোগ খুঁজছেন।” নাম না করে এ যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই কটাক্ষ তা বলার অপেক্ষা রাখে না।

পুলিশের এফআইআরে রাজেশ সোনির ফেসবুক হ্যান্ডেল থেকে পাঁচটি পোস্টের উল্লেখ রয়েছে। সেই সব পোস্ট সংশ্লিষ্ট ইউআরএলগুলিও অন্তর্ভুক্ত করা হয়েছে। এফআইআরে বলা হয়েছে যে যদিও সোনি জানতেন যে ভারত সরকার আত্মসমর্পণ করেনি, তবুও তিনি এমন কিছু পোস্ট করেছেন যা দেশের বিরুদ্ধে ঘৃণা তৈরি করতে পারে। সোনির বিরুদ্ধে গুজব ছড়ানো এবং এমন কিছু পোস্ট করার অভিযোগ রয়েছে যা ভারতের আন্তর্জাতিক ভাবমূর্তি নষ্ট করতে পারে, পাশাপাশি ভারতীয় সশস্ত্র বাহিনীর মনোবল ভেঙে দিতে পারে। রাজেশ সোনির বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩, ধারা ১৫২ এবং ৩৫৩(১)(ক) এর অধীনে মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, গুজরাত কংগ্রেসে তুলনামূলকভাবে কম পরিচিত মুখ, সোনি গভীর রাতে প্রথমে আটক এবং তারপর গ্রেফতার হয়ে আলোচনায় এসেছেন। গুজরাত কংগ্রেস প্রধান শক্তিসিংহ গোহিল একটি টুইটে এই গ্রেফতারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

গোয়া অগ্নিকাণ্ড: জোর ধাক্কা নৈশক্লাবের মালিক লুথরা ভাইদের, জামিন আর্জি খারিজ

দিল্লি দাঙ্গায় অভিযুক্ত উমর খালিদকে শর্তসাপেক্ষে জামিন দিল সুপ্রিম কোর্ট

ছয় রাজ্যে ফের এসআইআরের সময়সীমা বৃদ্ধি কমিশনের, তালিকায় কি বাংলা রয়েছে?

‘পকেট থেকে হাত তুলুন’, কেন্দ্রীয় মন্ত্রীকে শিষ্টাচার পাঠ লোকসভার স্পিকারের

‘‌২০২৯ সালের আগেই কেন্দ্রের সরকার পড়ে যাবে’‌, নদিয়া থেকে বড় ভবিষ্যদ্বাণী মমতার

বিপাকে পড়ে ইন্ডিগোর বড় ঘোষণা! ক্ষতিপূরণ ও ট্রাভেল ভাউচার হিসেবে যাত্রীদের মিলবে ২০,০০০ টাকার সুবিধা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ