-273ºc,
Friday, 9th June, 2023 3:59 am
নিজস্ব প্রতিনিধি, বারাণসী: মোঘল সম্রাট অওরঙজেব নিষ্ঠুর শাসক ছিলেন না। বারাণসীর শিবমন্দিরও তিনি ভাঙেননি। বুধবার বারাণসী আদালতে এমনই দাবি করেছে জ্ঞানবাপী মসজিদ পরিচালন সমিতি। এমনকী জ্ঞানবাপী মসজিদের ওজুখানা থেকে শিবলিঙ্গ পাওয়ার দাবিও খারিজ করে দেওয়া হয়েছে সমিতির পক্ষ থেকে। একইসঙ্গে মসজিদের বৈজ্ঞানিক সমীক্ষারও বিরোধিতা করা হয়েছে।
গত কয়েক বছর ধরেই জ্ঞানবাপী মসজিদ নিয়ে বিতর্ক চলছে। হিন্দু পক্ষের দাবি, মোঘল সম্রাট অওরঙ্গজেবের জমানায় আদি বিশ্বশ্বর মন্দির গুঁড়িয়ে দিয়ে ওই জায়গায় জ্ঞানবাপী মসজিদ নির্মাণ করিয়েছিলেন ছিলেন। মসজিদটি যে আগে মন্দির ছিল তার প্রমাণ স্বরূপ ওজুখানা থেকে শিবলিঙ্গ পাওয়ারও দাবি করা হয়েছে। যদিও ওই দাবি নস্যাৎ করে দেয় মসজিদ সমিতি। শীর্ষ আদালতের পক্ষ থেকে মসজিদের স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়। চলতি মাসের শুরুতেই হিন্দু পক্ষের আর্জিতে সাড়া দিয়ে জ্ঞানবাপী মসজিদের বৈজ্ঞানিক সমীক্ষার জন্য ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণকে নির্দেশ দিয়েছিলেন এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি অরবিন্দ কুমার মিশ্র।
যদিও ওই সিদ্ধান্তের বিরোধিতায় দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয় মসজিদ কমিটি। গত সপ্তাহেই মসজিদের বৈজ্ঞানিক সমীক্ষার ওপরে স্থগিতাদেশ জারি করে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ। শীর্ষ আদালতের পাশাপাশি বৈজ্ঞানিক সমীক্ষার বন্ধের দাবিতে বারাণসী জেলা আদালতেরও দ্বারস্থ হয়েছে মসজিদ পরিচালন সমিতি। জেলা আদালতে দায়ের করা হলফনামায়, অওরঙ্গজেবকে উদার শাসক হিসেবেই বর্ণনা করা হয়েছে।