-273ºc,
Friday, 2nd June, 2023 5:14 am
নিজস্ব প্রতিনিধি: ভারতের মহাকাশ কার্যকলাপের(Space Activities of India) তালিকায় আরও এক সাফল্যের মুকুট জুড়ে গেল। রবি সকালে অন্ধ্রপ্রদেশের(Andhra Pradesh) শ্রীহরিকোটার(Sri Harikota) সতীশ ধবন স্পেস সেন্টার(Satish Dhawan Space Center) থেকে মহাশূন্যের পথে পাড়ি জমালো ভারতের সবচেয়ে বড় রকেট(Rocket) যার নাম Launch Vehical Mark 3 বা LVM3। এই রকেটটি এদিন ঠিক সকাল ৯টার সময় সতীশ ধবন স্পেস সেন্টার থেকে ৩৬টি কৃত্রিম উপগ্রহ বা Satellites নিয়ে অন্তরীক্ষে পাড়ি জমিয়েছে। এই ঘটনা মহাকাশ বাণিজ্যের ক্ষেত্রে ভারতের এক বড় সাফল্য বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন হাওড়ার স্টেশনের চাপ কমাতে নয়া টার্মিনাল ডানকুনিতে
সাফল্য কোথায়? Oneweb Group of Companies ইংল্যান্ডের(England) একটি সংস্থা যারা সরকারি এবং বাণিজ্যিক কাজে ইন্টারনেট পরিষেবা সরবরাহ(Internet Service Provider) করে থাকে। এই সংস্থাটিই ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ISRO বা Indian Space Research Organaization’র অধীনস্থ বাণিজ্যিক সংস্থা New Space India Limited বা NSIL’র সঙ্গে একটি চুক্তি সম্পাদিত করে। তাতে বলা হয় এই সংস্থার মোট ৭২টি উপগ্রহ অন্তরীক্ষে নিয়ে যাওয়ার কাজ করবে NSIL। পরে ISRO’র তরফ থেকে জানানো হয় দুটি পর্যায়ে এই উৎক্ষেপণের কাজ হবে। সেই মোতাবেক ২০২২-এর ২৩ অক্টোবর প্রথম দফায় Oneweb Group of Companies’র ৩৬টি উপগ্রহ উৎক্ষেপণ করেছিল ISRO। এদিন দ্বিতীয় দফায় LVM3 রকেটের মাধ্যমে বাকি ৩৬টি কৃত্রিম উপগ্রহকেও মহাকাশে পাঠিয়ে দেওয়া হল।
আরও পড়ুন ১০ লক্ষ Jobcard Holders-দের পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পে কাজ
এদিন যে রকেটের মাধ্যমে এই উৎক্ষেপণের কাজ হয়েছে সেই LVM3 রকেটের মাধ্যমে চন্দ্রায়ন ২ অভিযানও সেরেছিল ISRO। ৪৩.৫ মিটার লম্বা ৬৪৩ টন ওজনের এই রকেটটিকে এদিন শ্রীহরিকোটার দ্বিতীয় উৎক্ষেপণ কেন্দ্র Launch Pad থেকে আকাশে ছাড়া হয়। এই রকেটের মাধ্যমে ওই বিদেশী সংস্থার বাকি ৩৬টি উপগ্রহকে পৃথিবীর বায়ুমণ্ডলের সবচেয়ে নীচের কক্ষপথ বা Low Earth Orbit-য়ে প্রতিস্থাপিত করে দিল ISRO। এদিন যে ৩৬টি কৃত্রিম উপগ্রহকে মহাকশে পাঠানো হয়েছে তাদের মিলিত ওজন ৫৮০৫ কেজি।