এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

স্বামী ঘুষ নেওয়ার দায়ে বরখাস্ত জয়পুরের মেয়র

নিজস্ব প্রতিনিধি: গভীর রাতে জয়পুর হেরিটেজ মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের মেয়র মুনেশ গুর্জারকে বরখাস্ত করল রাজস্থান সরকার। জানা গিয়েছে, শনিবার একটি জমি লিজ দেওয়ার বিনিময়ে ২ লক্ষ টাকা ঘুষ নিয়েছিলেন মুনেশ গুর্জারের স্বামী সুশীল গুর্জার। সেই অপরাধে রাজ্যের দুর্নীতি দমন ব্যুরো তাঁকে গ্রেফতার করেছিল। মিসেস গুর্জারকে তার নাগরিক সংস্থার আসন থেকেও সাসপেন্ড করা হয়েছে। সাসপেণ্ড করেছে জয়পুরের হেরিটেজ কর্পোরেশনের ওয়ার্ড নম্বর ৪৩।

মেয়রের স্বামী তাঁরই বাসভবনে ঘুষ নেওয়ার সময় ধরা পড়েছিলেন।  বাসভবন থেকে নগদ ৪০ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছিল।  স্বভাবতই মনে করা হচ্ছে, এই ঘটনায় মেয়র জড়িত ছিলেন। শুধু তাইই নয়, মামলার তদন্তকেও তিনি প্রভাবিত করতে পারেন। তাই মেয়র পদ থেকে তাঁকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে রাজস্থান সরকার।

এই ঘটনায় এসিবি সুশীল গুর্জার সহ আরও দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের দু’দিন ধরে জিজ্ঞাসাবাদ করা হবে। এই ঘটনায় দুর্নীতি দমন আইনে মামলা রুজু করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, সুশীল গুর্জার, তাঁর সাগরেদ নারায়ণ সিং এবং অনিল দুবের মাধ্যমে, একটি প্লটের জন্য একটি ইজারা দেওয়ার জন্য অভিযোগকারীর কাছ থেকে ২ লক্ষ টাকা দাবি করেছিলেন ৷ সেই অভিযোগের ভিত্তিতে কর্মকর্তারা ফাঁদ বেঁধে তাঁদের গ্রেফতার করে। 

জানা গিয়েছে, সুশীল গুর্জারের বাড়িতে তল্লাশির সময়, তদন্তকারী আধিকারিকরা ৪০ লক্ষের বেশি নগদ উদ্ধার করেছে। এমনকি, নারায়ণ সিংয়ের বাড়ি থেকে 8 লক্ষ টাকার বেশি নগদ উদ্ধার করা হয়েছে। নোট গুণতে ব্যাঙ্ক থেকে কাউন্টিং মেশিন আনা হয়েছিল। 

সম্প্রতি নির্বাচনী বছরে এই খবর চাউর হতেই কংগ্রেসের দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার জোগাড় হয়েছে। এদিকে এই ঘটনা প্রসঙ্গে বিজেপি কংগ্রেসকে আক্রমণাত্মক সুরে জানিয়েছে, এটা লুট ও মিথ্যার সরকার। মুখ্যমন্ত্রীর চোখে ব্যান্ডেজ আছে, পায়ে নয়। কেননা, পায়ে চোটের কারণে অসুস্থ অশোক গেহলট। মেয়রের স্বামী গ্রেফতার হওয়ায় কংগ্রেস সরকারকে কোণঠাসা করতে তির্যক আক্রমণ করেন তিনি।

তদন্তকারীদের দাবি, এসিবি শুধুমাত্র রাজস্থানে জমি লিজ দেওয়ার নামে এই দুর্নীতি চক্র চালাচ্ছে। অন্য রাজ্যে তাঁদের এই চক্র চালানোর কোনও অনুমতি নেই। এই ঘটনা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে প্রশাসন। রাজ্যের দুর্নীতি দমন শাখা তড়িঘড়ি মেয়রের স্বামী ও তাঁর সাগরেদদের গ্রেফতার করে। এদিকে গেহলটের মন্ত্রিসভার মন্ত্রীরাও মেয়রের থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছেন বলে সূত্রের খবর।

  মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন জয়পুর হেরিটেজের একটি কংগ্রেস বোর্ড আছে। উল্লেখ্য গত জুন মাসে, মুনেশ গুর্জার এবং আরও কয়েকজন কংগ্রেস কাউন্সিলর কর্পোরেশনের তৎকালীন কমিশনারের বিরুদ্ধে দুর্নীতির প্রতিবাদ করেছিলেন। তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন। কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে কর্পোরেশনের সদর দফতরে তাঁরা ধর্নাও করেছিলেন।

প্রসঙ্গত ২০১৯ সালে, কংগ্রেস সরকার কোটা এবং জয়পুরের মতো শহরে দুটি পুর কর্পোরেশন তৈরি করেছিল, জন্যসংখ্যা বেশি থাকার কারণে। রাজনৈতিকভাবে, এই উদ্যোগকে শাসকদলের একটি পদক্ষেপ হিসাবে দেখা হয়েছিল। শহর এবং পুর কর্পোরেশনের উপর বিজেপির দখলকে শিথিল করার জন্য এই উদ্যোগ।  

ঐতিহ্যবাহী শহর জয়পুরের দুইজন মেয়র রয়েছেন। কংগ্রেসের মুনেশ গুর্জার এবং বিজেপির সৌম্য গুর্জার। অথচ, হাস্যকরভাবে, দুজনেই তাঁদের স্বামীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে খবরের শিরোনামে এসেছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কাসভের গুলিতে মারা যাননি হেমন্ত কারকারে, বিস্ফোরক দাবি কংগ্রেস নেতার

রাজস্থানে ভয়াবহ পথ দুর্ঘটনায় একই পরিবারের ৬ জনের মৃত্যু

মহারাষ্ট্রে কংগ্রেসের তারকা প্রচারকের তালিকায় রাহুল- সোনিয়া

মধ্যপ্রদেশে বালি মাফিয়াদের ট্রাক্টর পিষে দিল পুলিশ কর্মীকে

পুরীতে নতুন প্রার্থীর নাম ঘোষণা করল কংগ্রেস

 গ্রন্থ সাহিবের পাতা ছিঁড়ে ফেলার অপরাধে যুবককে পিটিয়ে হত্যা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর