-273ºc,
Friday, 2nd June, 2023 3:11 am
নিজস্ব প্রতিনিধি: আসন্ন কর্নাটক (Karnataka ) বিধানসভা ভোটে জনতা দলকে (Janata Dal Secular) সমর্থন জানাবে কেসিআরের ভারত রাষ্ট্র সমিতি (Bharat Rashtra Samithi )। এমনটাই দাবি করা হয়েছে একটি রিপোর্টে। জনতা দল (সেকুলার)-কে ‘স্বাভাবিক বন্ধু’ (Natural Ally) বলে উল্লেখ করে ভারত রাষ্ট্র সমিতি কর্ণাটকের বিধানসভা নির্বাচনে সম্পূর্ণ সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে।
তেলেঙ্গানার সীমানাবর্তী কর্ণাটকের কল্যাণ-কর্নাটক অঞ্চলে কয়েকটি জেলায় প্রার্থী দেওয়ার পরিকল্পনা আগে থাকলেও সেই ভাবনা থেকে এখন সরে এসেছে তেলেঙ্গানার শাসক দল। সম্প্রতি এক বর্ষীয়াণ নেতা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ‘জনতা দল আমাদের স্বাভাবিক মিত্র এবং আমরা তাদের সঙ্গ দেব। নির্বাচনে জনতা দলের জয় নিশ্চিত করতে চাই আমরা।’
সূত্রের আরও দাবি, জনতা দলের প্রার্থীদের হয়ে নির্বাচনী প্রচারে নামবেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। বিশেষত যে অঞ্চলে তেলেগু-ভাষী মানুষের ঘনবসতি রয়েছে সেখানে প্রচার চালাবেন তিনি। প্রসঙ্গত আগামী মে মাসের মধ্যে কর্ণাটকে বিধানসভা নির্বাচন (Assembly elections Karnataka) হওয়ার কথা রয়েছে। উল্লেখ্য সম্প্রতি কলকাতায় তৃণমূল সুপ্রিমোর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন জনতা দলের নেতা এবং কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী। কালীঘাটে মমতার বাড়িতে দুজনের বৈঠক হয়। সূত্রের খবর, সেই বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রীকে কর্ণাটক বিধানসভা নির্বাচনে জনতা দলের হয়ে প্রচারের জন্য অনুরোধ করেন কুমারস্বামী। বৈঠকের পর জনতা দলের এক নেতা জানিয়েছিলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় কর্ণাটকে প্রচারের জন্য কুমারস্বামীর অনুরোধে রাজি হয়েছেন। তিনি তাঁকে একটি সময়সূচী পাঠাতে বলেছেন।’