এই মুহূর্তে




INDIA জোটের বৈঠকের আগেই মমতা অখিলেশ বৈঠক দিল্লিতে

Courtesy - Google




নিজস্ব প্রতিনিধি: ‘দিদি’কে তিনি মান্যতা দেন অনেক আগে থেকেই। কার্যত বাংলার কোটি কোটি ‘দিদি’ ভক্তদের মতো তিনিও একজন ‘দিদি’ ভক্ত। তবে তিনিও ছিলেন একসময়কার মুখ্যমন্ত্রী। সেটাও আজকের যোগী প্রদেশ বলে চিহ্নিত উত্তরপ্রদেশের বুকে। এখন তিনি ক্ষমতা হারিয়ে সে রাজ্যেরই প্রধান বিরোধী দলনেতা। একই সঙ্গে তাঁর দল সমাজবাদী পার্টি(SP) INDIA জোটের অন্যতম শরিক। এদিন অর্থাৎ মঙ্গলবার সেই জোটেরই বৈঠকে যোগ দিয়েছেন তিনি, মানে অখিলেশ যাদব(Akhilesh Yadav)। তবে সেই বৈঠকের আগেই তিনি একটি বৈঠক সেরে ফেলের ‘দিদি’র সঙ্গে। মানে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল(TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সঙ্গে। ‘দিদি’ মমতার সঙ্গে ‘ভাই’ অখিলেশের সম্পর্কও বেশ ভালো। ‘দিদি’র কাছ থেকে মাঝে মধ্যেই বিজেপিকে হারানোর পরামর্শ পান ‘ভাই’। সেই সূত্রেই এদিন জোট বৈঠকের আগেই দিল্লিতে ‘দিদি’ মমতার সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক সেরে নেন ‘ভাই’ অখিলেশ। আর সেই বৈঠকেই ভাই দিদিকে নালিশ করেছে কংগ্রেসকে(INC) নিয়ে। খবর সূত্রের।

কংগ্রেসকে নিয়ে ঠিক কী অভিযোগ করেছেন অখিলেশ মমতার কাছে? সূত্রে জানা গিয়েছে, অখিলেশ জানিয়েছেন, ‘মধ্যপ্রদেশে কয়েকটা আসন চেয়েছিলাম লড়াই করার জন্য। কংগ্রেস ছাড়েনি। ছাড়লে মধ্যপ্রদেশে হারতো না। এত জেদ কিসের। জমিদারি তো এখন আর নেই। এতা তো ওদের বুঝতে হবে। জোটে নেতৃত্ব দিতে হলে ওদের বড় ভূমিকা পালন করতে হবে। ৫ রাজ্যে জোট হলে ফল ভাল হতো।’ বস্তুত, সমাজবাদী পার্টি উত্তরপ্রদেশের প্রাক্তন শাসক দল হলেও এখনও পর্যন্ত মধ্যপ্রদেশের উত্তরাংশে বেশ ভালই প্রভাব আছে এই দলের। সেই সূত্রেই অখিলেশ সেখানে প্রার্থী দেওয়ার পথে হাঁটা দিয়েছিলেন। আর এমনও নয়, যে মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টি এই প্রথম প্রার্থী দিল। এর আগেও তাঁরা মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনে প্রার্থী দিয়েছে। তাই এবারেও তাঁরা দিয়েছিল। মধ্যপ্রদেশে যাতে বিজেপি হারে তা নিশ্চিত করতে অখিলেশ কংগ্রেসের সঙ্গে জোটের প্রস্তাবও দিয়েছিলেন। বিনিময়ে চেয়েছিলেম ২৩০টি বিধানসভা কেন্দ্রের মধ্যে মাত্র ১২টি। কিন্তু তাতে সাড়া দেয়নি কংগ্রেস।

মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচনের ফলাফল বার হতেই দেখা গিয়েছে কংগ্রেস ৫০টিরও বেশি আসনে ৫০০’রও কম ভোটের ব্যবধানে হেরেছে। আর সেই সব আসনেই অখিলেশের দল ২ থেকে ৩ হাজার ভোট কেটেছে। সেটা দেখে কলকাতায় দাঁড়িয়েই মমতা সাংবাদিকদের কাছে কংগ্রেসের এই অসহযোগিতা পূর্ণ মনোভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, ‘আরে ওরা ১২টা সিট চেয়েছিল। তুমি ৬টাও তো ছাড়তে পারতে। তুমি কিছুই ছাড়লে না। হাতে তোমার কিছুই রইল না। লোকসানটা কার বেশি হল? ওদের না তোমাদের? মাঝখান থেকে বিজেপি জিতে গেল।’ এদিন দেখা গেল মমতার সেই সুরে সুর মিলিয়েই কংগ্রেসকে নিয়ে মমতার কাছেই অভিযোগ করেছেন অখিলেশ।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

উত্তরপ্রদেশের মেডিক্যাল কলেজে সন্দেহজনক অবস্থায় মিলল ডাক্তারি পড়ুয়ার মৃতদেহ

Chennai Air Show Tragedy: বায়ু সেনার প্রদর্শনী দেখতে গিয়ে শ্বাসরোধ হয়ে ৩ জনের মৃত্যু , অসুস্থ ২০০- র বেশি

সর্বনাশ! শবরীমালার প্রসাদে মিলল উচ্চ মাত্রার পোকামাকড় মারার বিষ

বিজেপির হয়ে প্রচারে রাজি কেজরিওয়াল, তবে শর্ত দিলেন মোদিকে

পুজোর মুখেই ভোপাল থেকে উদ্ধার ১৮০০ কোটির মাদক

রামের ভূমিকায় অভিনয় করতে গিয়ে হার্ট অ্যাটাক, তৎক্ষণাৎ মৃত্যু অভিনেতার

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর