এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

কাশ্মীরের ডোডায় ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ৩৬

Custardy: Google

নিজস্ব প্রতিনিধি, জম্মু : জম্মু ও কাশ্মীরের ভয়াবহ বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩৬ জন। গুরুতর জখম হয়েছেন আরও বেশ কয়েকজন। তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন প্রশাসনিক আধিকারিকরা। 

জম্মু্কাশ্মীর পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, বুধবার কিস্তওয়ার থেকে জম্মু যাওয়ার পথে ২৪৪ নং জাতীয় সড়ক থেকে প্রায় ৩০০ ফুট গভীর খাদে পড়ে যায় একটি যাত্রী বোঝাই বাস। দুর্ঘটনার সময় বাসে যাত্রী ও চালক-কর্মী মিলিয়ে ৪০ জনেরও বেশি যাত্রী ছিলেন। ডোডা থেকে ১৫ কিলোমিটার দূরে রাগিনালা অসর এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি, তদন্ত চলছে। ডোডার পুলিশ সুপার-সহ স্থানীয় পুলিশ কর্তারা ঘটনাস্থলে ছুটে গিয়েছেন। উদ্ধারকারী দলকেও খবর দেওয়া হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

দুর্টনার বিষয়ে খোঁজ খবর নিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং-ও। তিনি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, “অসর অঞ্চলে বাস দুর্ঘটনার খবর পাওয়ার পর, এইমাত্র জম্মু ও কাশ্মীরের ডোডার জেলা কমিশনার, হরবিন্দর সিংয়ের সঙ্গে কথা বললাম। দুর্ভাগ্যবশত বেশ কয়েক জনের মৃত্যু হয়েছে। আহতদের প্রয়োজন অনুযায়ী কিশতওয়ার জেলা হাসপাতাল এবং জিএমসি ডোডায় নিয়ে যাওয়া হচ্ছে। গুরুতর আহতদের অন্য হাসপতালে নিয়ে যেতে হেলিকপ্টার পরিষেবার ব্যবস্থা করা হবে। প্রয়োজনীয় সব ধরনের সাহায্য দেওয়া হচ্ছে। আমি সর্বক্ষণ যোগাযোগে রাখছি।”

ঘটনাস্থলের বেশ কিছু ছবি ও ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, বাসটি রাস্তা থেকে অন্তত কয়েকশো ফুট নীচে গড়িয়ে পড়ে গিয়েছে। বাসটি একেবারে ভেঙেচুরে গিয়েছে। পুলিশ ও অন্যান্য উদ্ধারকারী দল পৌঁছনোর আগেই স্থানীয় বাসিন্দারা এসেই উদ্ধারকাজে হাত লাগান। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিয়োতে দেখা গিয়েছে, বহু নিথর দেহ ভাঙাচোরা বাসটির কাঠামোর পাশে মাটিতে শুইয়ে রাখা আছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, ‘জম্মু ও কাশ্মীরের ডোডায় বাস দুর্ঘটনা দুঃখজনক। যারা তাদের নিকটাত্মীয়দের হারিয়েছে তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা। আমি প্রার্থনা করি যে আহতরা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক।” প্রধানমন্ত্রী বলেছেন যে দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ২ লক্ষ ক্ষতিপূরণ দেওয়া হবে। আহতরা পাবেন ৫০০০০ টাকা সাহায্য। 

শোক প্রকাশ করেছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্য়মন্ত্রী মেহাবুবা মুফতি। তিনি সোশ্য়াল মিডিয়ায় পোষ্ট করেছেন, “ডোডার মর্মান্তিক দুর্ঘটনার জন্য তিনি গভীরভাবে মর্মাহত ও দুঃখিত। মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা। আশা করি প্রশাসন উদ্ধার অভিযান ত্বরান্বিত করবে।”

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অশান্তির জেরে বাতিল ভোট, ৩০ এপ্রিল মণিপুরে ছয় বুথে পুননির্বাচন

উদ্ধার ২৩০ কোটি টাকার মাদক, গ্রেফতার ১৩

জেএমএমের তারকা প্রচারকের তালিকায় ‘জেলবন্দি’ হেমন্ত সোরেন

২৬ হাজার চাকরি বাতিল মামলার সুপ্রিম শুনানি সোমবার

ভোটের মধ্যেই বাংলাদেশ-সহ ৬ দেশে পেঁয়াজ রফতানির অনুমোদন কেন্দ্রের

‘বাবার ছিন্নভিন্ন দেহ নিয়ে বাড়ি ফিরেছি’, প্রচারে আবেগপ্রবণ প্রিয়াঙ্কা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর